২০২৩ আইপিএলের শ📖ুরুটা মোটেও ভালো ✤করেনি দিল্লি ক্যাপিটালস। শুরুতেই পরপর দুই ম্যাচ হেরে বসে রয়েছে তারা। তবে জয়ের জন্য মরিয়া পুরো দিল্লি টিম। তারা তাদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছে রাজস্থান রয়্যালসের।
দিল্লি তাদের প্রথম ম্যাচে হারে লখনউ সুপার জায়ান্টসের কাছে। সেটꦬি অ্যাওয়ে ম্যাচ ছিল। আর নিজেদের ঘরের মাঠেও তারা হেরে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের বিরুদ্ধেও।
এ দিকে রাজস্থান রয়্যালসও জেতার জন্য তেতে রয়েছে। তবে এ বার তাদের হোম ম্যাচের ভেন্যু গুয়াহাটির বরসাপাড়া স্টেডিয়াম। 💝সেখানে আগের ম্যাচেই হোঁচট খেতে হয় গতবারের আইপিএল ফাইনালিস্টদের। তারা গত ম্যাচে পঞ্জাব কিংসের কাছে ৫ উইকেটে হারে। তবে নিজেদের প্রথম ম্যাচ, যেটি অ্যাওয়ে ছিল, তাতে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে দিয়েছিল রাজস্থান। স্বাভাবিক ভাবেই পঞ্জাবের কাছে ঘরের মাঠে হারের পর এ বার সঞ্জু স্যামসনরা জয়ের খোঁজে খেলতে নামবেন।
আর꧒ও পড়ুন: MI-এর বিরুদ্ধে নামার ꦚআগে বড় ধাক্কা খেল CSK,চোটের জেরে অনিশ্চিত ১৬.২৫কোটির প্লেয়ার
দুই দলই তাদের তৃতীয় ম্যাচ খেলতে নামবে। দিল্লি ক্যাপিটালস দলে কোনও চোট সমস্যা নেই ঠিকই, তবে তাদের অলরাউন্ডার মিচেল মার্শ বিয়ের জন্য ছুটিতে। স্বভাবতই তাঁকে পাওয়া যাবে না। আবার রাজস্থান শিবিরে অনিশ্চয়তার তালিকায় প্রথম নাম জস বাটলারের। গত ম💟্যাচে খেলার সময় আঙুলে চোট পেয়েছিলেন এই ব্রিটিশ ব্যাটার। জানা গিয়েছে, সেলাই পড়েছে তাঁর আঙুলে। যার জেরে দিল্লির বিরুদ্ধে সম্ভবত খেলতে পারবেন না তিনি। সে ক্ষেত্রে তাঁর পরিবর্তে একাদশে ঢুকতে পারেন জো রুট।
এ দিকে ঘরোয়া ক্রিকেটে ভালো খেললেও, ২০২৩ আইপিএলের মঞ্চে এখনও সে ভাবে রান পাননি পৃথ্বী শ', সরফরাজ খানরা। অল রাউন্ডার অক্ষর প্যাটেল অবশ্য ভরসা জোগাচ্ছেন। রাজস্থানের দুরন্ত বোলিংয়ের সামনে দিল্লির ব্যাটিং বিভাগ কেমন পারফর্ম করে, তার উপরেই ম্যাচের গতি-প্রকৃতি নির্ভর করবে। এ দিকে বাংলার দুই ক্রিকেটার ꩵরয়েছে দিল্লি দলে। মুকেশ কুমার এবং অভিষেকের দিকে নজর থাকবে ✃বাংলার ক্রিকেটপ্রেমীদের।
রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহালের স্পিন বিভাগের পাশাপাশি ট্রেন্ট বোল্ট, নভদীপ সাইনিদের মতো পেসাররা রয়েছেন রাজস্থান দলে। পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে অবশ্য ব্য♊াটিং বিভাগ ভুগিয়েছিল। তবে এ বার কোনও রকম ভুল করতে রাজি নয় রাজস্থান।
দুই দলের প্রথম একাদশ:
রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ (প্রথমে ব্যাটিং): জস বাটলার/জো রুট, যশস্বী 🧸জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক এবং উইকেটরক্ষক), দেবদত্ত পাডিক্কাল, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, শিমরম হেতমায়ের, রবিচন্দ্রন অশ্বিন, জেসন হোল্ডার, ꦑযুজবেন্দ্র চাহাল, ট্রেন্ট বোল্ট ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।