মার্ক জুকারবার্গ এবং ইলন মাস্কের সম্ভাব্য কেজ ফাইট নিয়ে জোর চর্চা সোশ্যাল মিডিয়ায়। এমন আবহে সেই সোশ্যাল মিডিয়াতেই সিএসকের সতীর্থ শিবম দুবেকে ‘দ্বন্দ্বয♍ুদ্ধের’ আহ্বান জানালেন দীপক চাহার। যদিও হাতাহাতি বা মারামারি নয়, বরং লড়াই হবে ব্যাট-বলের।
টুইটার ও ইনস্টাগ্রামে পোস্ট করা চেন্নাই সুপার কিংসের এক🦩টি ভিডিয়োয় শিবম দুবেকে সিএসকের সর্বকালের সেরা একাদশ বেছে নিতে দেখা যায়। দুবে দুই ওপেনার হিসেবে বেছে নেন ম্যাথিউ হেডেন ও মাইক হাসিকে। তিন ও চার নম্বরে তিনি জায়গা করে দেন সুরেশ রায়না ও আম্বাতি রায়াড়ুকে। পাঁচে ক্যাপ্টেন তথা উইকেটকিপার মহেন্দ্র সিং ধোনিকে রাখেন দুবে। ছয়, সাত ও আট নম্বরে শিবম জায়গা করে দেন যথাক্রমে রবীন্দ্র জাদেজা, অ𝐆্যালবি মর্কেল ও ডোয়েন ব্র্যাভোকে।
অল-রাউন্ডারদের পরে দুবের বিশেষজ্ঞ বোলার বেছে নেওয়া নিয়েই টিপ্পনি কাটেন দীপক চাহার। শিবম হরভজন সিং ও লক্ষ্মীপতি বালাজিকে নয় ও দশ নম্বরে রাখেন। শেষে একটু ইতস্তত করে এগারো নম্বরে 🅺নিজেকে রাখেন দুবে।
শিবমের সেরা এগারো জানার পরেই সোশ্যাল মিডিয়ায় দীপক চাহার মস্করা শুরু করে♑ দেন, যার জবাবও দেন দুবে। দুই তারকার কথোপকথন ছিল এরকম:-
দীপক চাহার: শিবম দুবে পরের বছর বোলার হিসেবে খেলবে, আমরা তাহল💫ে 𓃲কোথায় যাব?
শিবম দুবে: দলে এত অল-রাউন্ডার হয়ে গিয়েছে, নাহলে আর কী করব!
দীপক চাহার: পরের বছর সবার আগে তোর আর আমার মধ্যে ১ ওভারের একটা ম্যা🅷চ হবে। আমি তোকে ১ ওভার বল করব, তুই আমাকে ১ ওভার বল করবি। দেখা যাক কে জেতে এবং (সেরা একাদশের ১১ নম্বর) জায়গা🌺 নেয়।
শিবম দুবে: তোর জন্য আমি এখনই জায়গ💜া ছেড়ে দিচ্ছি। কী ত🐻ুই তখনের কথা বলছিস!
দীপক চাহার: না না, আমি ম্যাচ চাই। জায়গা চাই না।
শিবম দুবে: ঠিক আছে, যেমন তোর ইচ্ছা।
এখন দেখার যে আইপিএল ২০২৪-এর আগে চেন্নাই সুপার কিংসের দুই তারকার মধ্যে সুপার ওভারের লড়াই হয় কিনা। যদি হয়, কে জেতেন, সেদিকে নজর থাকবে𒈔 চেন্নাই সমর্থক🅠দের।
শিবম দুবের বেছে নেওয়া চেন্নাই সুপার কিংসের সর্বকালের সেরা একাদশ:-
ম্যাথিউ হেডেন, মাইক হাসি, সুরেশ রানয়া, আম্বাতি রায়াড🃏়ু, মহেন্দ𝕴্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা, অ্যালবি মর্কেল, ডোয়েন ব্র্যাভো, হরভজন সিং, লক্ষ্মীপতি বালাজি, শিবম দুবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।