দীর্ঘ অপেক্ষার পর আইপিএলে খেলার সুযোগ পেলেন সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন তেন্ডুলকর। তিনি সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্লেয়িং একাদশে সুযোগ পেয়েছিলেন। অর্জুন এই ম্যাচে দারুণ পারফরমেন্স করেন। ম্যাচের শেষ ওভারে বল করে ভুবনেশ্বর কুারকে আউট করার ꧒পাশাপাশি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ২০ রান ডিফেন্ড করেন। তবে ম্যাচের প্রথম ওভারে বল করার পরে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হতে শুরু করেন তিনি।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- //pbv88casino.cc/sports/ipl)
বেশ কিছু নেটিজেন অর্জুন তেন্ডুলকরের গতি 🍎নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন। কেউ কেউ আবার অর্জুন তেন্ডুলকরের রানআপ নিয়ে মজা করতে শুরু করেন। কিছু নেটিজেন আবার অর্জুন তেন্ডুলকরের সুযোগ পাওয়াকে ক্রিকেটে স্বজনপ্রীতি হিসাবে প্রচার করেছেন। অনেক সময় বিখ্যাত সেলিব্রিটিদের সোশ্যাল মিডিয়ায় অকারণে ট্রো🅠লড হতে হয় এবং অর্জুন তেন্ডুলকরের সঙ্গেও একই রকম কিছু ঘটছে। কিছু নেটিজেন অর্জুন তেন্ডুলকরের গতি নিয়ে মিম তৈরি করে শেয়ার করেছেন।
আরও পড়ুন… টেস্টের ই📖ত🅘িহাসে শ্রীলঙ্কার সবচেয়ে বড় জয়! ১০ উইকেট জয়সূর্যের, মেন্ডিসের রেকর্ড
মঙ্গলবার হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ❀খেলায় মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে নিজের দ্বিতীয় আইপিএল ম্যাচে অর্জুন তেন্ডুলকরের বলের গতি দেখে অনেকেই হাসতে শুরু করেছেন। দুই দিন আগে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে তার অভিষেক ম্যাচে দুই ওভারে ১৭ রান দেওয়ার পর, অর্জুনকে একটি কৌশলের কথা মাথায় রেখে রোহিত শর্মা বেছে নিয়েছিলেন।
২৩ বছর বয়সি তাঁর প্রথম আইপিএল উইকেট তুলে নেওয়ার সময় বৈচিত্র্যের সঙ্গে তাঁর দক্ষতা দেখিয়েছিলেন। কিন্তু একটি আইপিএল গ্রাফিক তাঁর বোলিংয়ের গতি প্রকাশ করার পরে অর্জুনকে সোশ্যাল 𒅌মিডিয়ায় ভক্তদের দ্বারা ট্রোলড করা শুরু হয়। অনেকে শাহিﷺদ আফ্রিদির সবচেয়ে দ্রুত গতির স্পিন বলের গতির সঙ্গে অর্জুনের গতির তুলনা করেন।
আরও পড়ুন… জুয়ার হেরে RCB-র ভিতরের খবর জানতে সিরাজকে ফোন বাস ড্র🐟াইভারের!
কেকেআর বিরুদ্ধে অর্জুন যেমন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে বোলিং আক্রমণের ওপেনিং করেছিলেন তেমনই সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধেও তাঁকে 🍃বোলিং-এ ওপিনং করতে দেখা গিয়েছিল। তাদের ঘরের মাঠে যখন SRH ১৯৩ রান তাড়া করতে শুরু করেছিলেন তখন মুম্বই অধিনায়ক রোহিত প্রথম ওভারের বল তুলে দিয়েছিলেন অর্জুন তেন্ডুলকরের হাতে। ওপেনিং ওভারে, হ্যারি ব্রুকের বিরুদ্ধে দারুণ বল করেছিলেন অর্জুন তেন্ডুলকর। আইপিএল ২০২৩-এর প্রথম সেঞ্চুরিয়ান, যি🔯নি চতুর্থ বলে কভারের মাধ্যমে বাউন্ডারি হাঁকিয়েছিলেন।
প্রথম ওভারে তিনটি ডট বলে ছয় রান দেন অর্জুন। দ্বিতীয় ওভারে, ২৩ বছর বয়সি স্লো ডেলিভারির সঙ্গে আরও বৈচিত্র্য দেখায়। যাইহোক, রওাহুল ত্রিপাঠি স্কয়ার লেগের পিছনে একটি বাউন্ডারি মেরে অর্জুনের স্পেল শেষ করেন। তবে প্রথম ওভারের শেষে যখন আইপিএল গ্রাফিক প্রকাশ করে তখন সেই ওভারের চূড়ান্ত ডেলিভারিতে অর্জুনের গতি ছিল ১০৭.২ কিলোমিটার প্রতি ঘণ্টা। এরপরে নেটিজেন🔜রা টুইটার অর্জুনের প্রতি কোন করুণা দেখায়নি। এরপরে অর্জুন তেন্ডুলকর নির্মমভাবে ট্রোলড হতে শুরু করেন।
এই꧋ খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্💖ক
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।