প্লে-অফের জন্য আর একটি জায়গাই বাকি রয়েছে। আর সেই জায়গার জন্য লড়াই চলছে চারটি দলের মধ্যে। লিগ টেবলের এখনও যা পরিস্থিতি, তাতে কলকাতা নাইট রাইডার্স, পঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস, মুম্বই ইন্ডিয়🌃ান্স- এই চার দলের মধ্যে যে কেউ আইইপিএলের প্লে-এফে উঠতে পারে। তবে পঞ্জাব কিংস এবং রাজস্থান রয়্যালসের চাপটা এখন একটু বেশি। তাদের ক্ষেত্রে অঙ্কের হিসেবটা অত্যন্ত জটিল হয়ে রয়েছে। এ দিকে মঙ্গলবার রাজস্থানকে একেবারে উড়িয়ে দিয়ে রানরেট অনেকটা বাড়িয়ে পাঁচে উঠে এসেছে মুম্বই। কলকাতার ঠিক ঘাড়েই তারা নিঃশ্বাস ফেলছে। তবে রানরেটের বিচারে কলকাতা একটু এগিয়ে রয়েছে আপাতত। তারা চারে রয়েছে। শেষ ম্যাচ চার দলের কাছেই খুব গুরুত্বপূর্ণ।
৭০ বল বাকি থাকতে ৮ উইকেটে জয় ছিনিয়ে নিল মুম্বই
শেষের ১ ওভার ২ বলে উঠল ৩৪ ꦐরান। ইশান কিষাণ একাই করলেন ২৯ রান। যার নিট ফল মাত্র ৮.২ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল মুম্বই। ৭০ বল🌼 বাকি থাকতে ৮ উইকেটে জয় ছিনিয়ে নিল মুম্বই। ২৫ বলে ৫০ করেন ইশান কিষাণ। ৮.২ ওভারে ২ উইকেট হারিয়ে ৯৪ রান করে মুম্বই। প্রথমে মুম্বইয়ের বেলাারদের দাপট। তার পরে ইশান কিষাণ ঝড়। নিঃসন্দেহে রোহিতদের একটি অসাধারণ জয় এটি।
আউট সূর্যকুমার
ꦜ৮ বলে ১৩ করে মুস্তাফিজুরের বলে আউট হলেন সূর্যকুমার যাদব। ৫৬ রানে ২ উইকেট হারিয়ে চাপে নেই মুম্বই। ৬ ওভারের শেষে ২ উইকেটে ৫৬ রান মুম্বইয়ের। ৮৪ বলে মাত্র ৩৫ 💎রান করতে হবে। হাতে রয়েছে ৮ উইকেট।
মুম্বইয়ের ইনিংস ৫ ওভার: ৪৮/১
কুলদীপ যাদব প্রথম অভিষেক ম্যাচের প্রথম ওভারেই ১৩ রান দিলেন। ৫ ওভারে ১ উইকেটে ৪৮ রান মুম্বইয়ের। ১২ বলে ১৭ রান ইশানের। ৫ বলে ৯🌠 রান সূর্যের। মুম্বইয়ের জয় যেন সময়ের অপেক্ষা।
মুম্বইয়ের ইনিংস ৪ ওভার: ৩৫/১
রোহিত আউট হওয়ার পরে এই ওভারে মোট ১২ রান হয়। ইশানের ৯ বলে ৮ রꦐান। ২ বলে ৫ রান সূর্যকুমার যাদবের।
রোহিত শর্মা আউট
১৩ বলে ২২♎ রান রোহিত শর্মার। শাকারিয়ার বলে ক্যাচ ধরেন যশস্বী জয়সওয়াল। ৩.২ ওভারে ১ উইকেটে ২৩ রান মুম্বইয়ের। তবে পরপর উইকেট ফেলতে হবে, না হলে মুম্বইকে চাপে ফেলা অসম্ভব। রোহিতের পরিবর্তে সূর্যকুমার নেমেছেন।
মুম্বইয়ের ইনিংস ৩ ওভার: ২৩/০
এই ওভারে গোপাল আবার ৯ রান হল। ১𓆉১ বলে ২২ করে ফেলেছেন রে⭕াহিত শর্মা। ইশান কিষাণ ৭ বল খেলে ১ রান করেছেন। ৩ ওভারে ২৩ রান মুম্বইয়ের।
মুম্বইয়ের ইনিংস ২ ওভার: ১৪/০
এই ওভা🌳ꦺরে কোনও রান হয়নি। মেডেন পেলেন চেতন শাকারিয়া। ২ ওভারেও ১৪ রান। কোনও উইকেট পড়েনি।
মুম্বইয়ের ইনিংস ১ ওভার: ১৪/০
প্রথম ওভারেই মুস্তাফিজুর রহমান ১৪ রান দিয়ে ব🐼সে থাকলেন। ১১৪ বলে ৭৭ রান করতে হবে মুম্বইকে। ৬ বলে ১৪ রান রোহিতেরই। এই ওভারে তিনি একটি ৬, একটি ৪ মেরেছেন। ইশান কিষাণ এখনও রানের খাতা খোলেননি।
মুম্বইয়ের রান তাড়া করা শুরু
মাত্র💮 ৯১ রান করতে হবে মুম্বইকে। যে রানটা ২০ ওভারে করা কোনও বিষয়ই নয় পাঁচ বারের চ্যাম্পিয়নদের। ৫ করেও রানরেট রাখতে হবে না। ইশান কিষাণ এবং রোহিত শর্মা ওপেন করতে নেমেছেন।
মুম্বইয়ের সামনে লক্ষ্য মাত্র ৯১ রানের
রাজস্থানের সর্বোচ্চ রান করলেন ইভিন লুইস। তাঁর সংগ্রহ মাত্র ২৪ রান। দ্বিতীয় সর্বোচ্চ ডেভিড মিলারের ১৫ রান। তৃতীয় সর্বোচ্চ যশস্বী জয়সওয়াল এবং রাহুল তেওটিয়ার। মাত্র ১২ রান ক⭕রে করেছেন তারা। বাকিরা কেই দুই অঙ্কের ঘরেও পৌঁছতে পারেননি। মুম্বই বোলারদের দাপটে কার্যত তাসের ঘরের মতোই ভেঙে পড়ল রাজস্থানের ব্যাটিং অর্ডার। নির্দিষ্ট ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৯০ রান করেন সঞ্জুরা।বল হাতে এ দিন আগুন ঝড়ান ন্যাথান কুল্টার নাইল, জিমি নিশামরা। নাইল ৪ উইকেট নিয়েছেন। জিমি নিয়েছেন ৩ উইকেট। জসপ্রীত বুমরাহ নিয়েছেন ২ উইকেট।
চেতন শাকারিয়া আউট
চেতন শাকারিয়াকে ফেরালেন কুল্টার নাইল। নিলেন মোট ৪ উইকেট💎। মুম্বই বোলারদের দাপটে কাঁপছে রাজস্থান। ১৯ ওᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚভারে মাত্র ৮৩ রানে ৯ উইকেট হারিয়ে বসে রয়েছে রাজস্থান।
মিলার আউট
কুল্টার নাইলের বলে ২৩ বলে ১৫ রান করে আউট হলেন ডেভিড মিলার। ১৭ ওভারে ৮ উইকে༒টে ৭৬ রান রাজস্থানের।
শ্রেয়স গোপাল আউট
🍷শ্রেয়স গোপালকে ফেরালেন বুমরাহ। ১ বল খেলে শূন্য রানে আউট হলেন শ্রেয়স গোপাল। ১৬🐻 ওভারে ৭ উইকেটে ৭৪ রান।
রাহুল তেওটিয়া আউট
রাহুলকে ফেরালেন নিশাম। ২০ বলে ১২ করে সাজঘরে ফিরলেন তিনি। ১৫ ওভারে ৬ উইকেট হারিয়েছꦫে রাজস্থান। রান মাত্র ৭১। এখান থেকে ঘুরে দাঁড়ানো আদৌ সম্ভব? ক্রিজে রয়েছেন ডেভি💮ড মিলার এবং শ্রেয়স গোপাল।
রাজস্থানের ইনিংস ১৪ ওভার: ৬৭/৫
রাজস্থানের রানের গতি একেবারে ধীর। ১৪ ওভারে মাত্র ৬৭ রান হয়েছে। আর ৬ ওবার বাকি। ৩৬ বলে কত রান করতে পারবে রাজস্থ🍃ান? ডেভিড মিলার (১৪ বলে ১০) এবং রাহুল তেওটিয়া (১৫ বলে ৯) লড়াই চালাচ্ছেন।
রাজস্থানের ইনিংস ১২ ওভার: ৫৬/৫
১২ ওভারে মাত্র ৫৬ রান হয়েছে রাজস্থানের। ৫ উইকেট হারিয়ে বসে রয়েছে💎 তারা। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেই হারের ভ্রুকুটি রাজস্থানের সামনে। পারবে কি এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে। ডেভিড মিলার এবং রাহুল তেও𝔉টিয়া ক্রিজে রয়েছেন।
গ্লেন ফিলিপস আউট
গ্লেন ফিলিপসকে 🥀ফেরালেন কুল্✃টার নাইল। ১৩ বলে ৪ রান করে সাজঘরে ফিরলেন তিনি। ৯.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে মাত্র ৫০ রান রাজস্থানের।
শিবম দুবে আউট
৮ বলে ৩ রান করে প্যাভিলᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚিয়নে ফিরলেন শিবম দুবে। নিশামের বলে বোল্ড হন দুবে। ৮.৩ ওভারে ৪৮ রানে ৪ উইকেট হারিয়ে বসে থাকল রাজস্থান।
রাজস্থানের ইনিংস ৭ ওভার: ৪৩/১
ব্যাপক চাপে রয়েছে রাজস্থান। ৭ ওভারে ৩ উইকেট হারিয়ে বসে রয়েছে তারা। করেছে ৪৩ রানꦿ। শিবম দুবে এবং গ্লেন ফিলিপস ক্রিজে রয়েছেন।
সঞ্জু আউট
জিমি নিশাম বল করতে এলে প্রথম ব💎লেই বড় ধাক্কা দিলেন। ফেরালেন সঞ্জু স্যামসনকে। ৬ বলে ৩ রান করে আউট হলেন সঞ্জু। ৩ উইকেট হারিয়ে মারাত্মক চাপে রাজস্থান🍰।
লুইস আউট
ইভিন♎ লুইসকে হারিয়ে রাজ🌺স্থানের চাপ বাড়াল বুমরাহ। ১৯ বলে ২৪ রান করে সাজঘরে ফেরেন তিনি। পরিবর্তে নামলেন শিবম দুবে।
রাজস্থানের ইনিংস ৫ ওভার: ৩৬/১
বোল্ট এই ওভারে মাত্র ৪রান দিলেন। ১ উইকেটে ৫ ওভারে ৩৬ রান রাজস্থানের। ১৬ বলে ১৯ রা༺ন লুইসের। ৫ বলে ৩ রান সঞ্জুর।
রাজস্থানের ইনিংস ৪ ওভার: ৩২/১
যশস্বীর বদলে নেমেছেন সঞ্জু। এই আইপিএলে ভাল ছন্দে রয়েছেন তিনি। সবে নেমে ১ বলে ১ রান করেছেন। লুইস ১৪ বলে ১৮ রান করে ক্রিজ🅺ে রয়েছেন।
যশশ্বী আউট
৯ বলে ১২ রান করে কুল্টার নাইলের বলে আউট হলেন যশস্বী। তাঁর ক্যাচ ধরেন ইশান কিষাণ। ৩.৪ ওভাꦗরে ২৭ রা✤নে ১ উইকেট হারাল রাজস্থান।
রাজস্থানের ইনিংস ৩ ওভার: ২৬/০
জ🍬সপ্রীত বুমরাহ আবার এই ওভারে মাত্র ৫ রান দিলেন। ৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে ২৬ রান রাজস্থানের। ৭ বলে ১২ রান যশস্বীর। লুইস করেছেন ১১ বলে ১৩ রান।
রাজস্থানের ইনিংস ২ ওভার: ২১/০
জয়ন্ত যাদব এই ওভারে ১৫ রান দেন। ৫ বলে ১২ রান যশস্বীর, ৭ বলে ৮ রান লুইসের। ২ ওভারে কোনও উইকেট না ✨হারিয়ে ২১ রান রাজস্থানের।
রাজস্থানের ইনিংস ১ ওভার: ৬/০
প্রথম ওভারে ট্রেন্ট ওবোল্ট মাত্র ৬ রান দিলেন। যশস্বী ২ বলে ৪ রান করেছেন এবং লুইস করেছেন ৪ বলে ১ রান। ১ রান অতিরিক্ত হয়েছে।
ব্যাট করতে নেমে গিয়েছে রাজস্থান
ইভিন লুইস এবং যশস্বী জয়সওয়াল ওপেন করতে নেমেছেন।
রাজস্থানের প্রথম একাদশ
ইভিন লুইস, যশস্বী জ♍য়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক এবং উইকেটকিপার), শিবম দুবে, গ্লেন ফিলিপস, রাহুল তেওটিয়া, কুলদীপ যাদব, শ্রেয়স গোপাল, মুস্তাফিজুর রহমান, চেতন শাকারিয়া।
মুম্বইয়ের প্রথম একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষাণ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, সৌরভ তিওয়ারি, কায়রন পোলার্ড, হার্দিক পাণ্ডিয়া, জিমি নিশাম, জয়ন্ত যাদব, ন্যাথান কুল্টার নাইল, জসপ্রীত বুমরাহ. ট্রে𝄹ন্ট বোল্ট।
রাজস্থান টিমেও দু'টি পরিবর্তন
ময়াঙ্ক ✃মার্কান্ডের জায়গায় খেলবেন শ্রেয়স গোপাল। রাজস্থানের হয়ে কুলদীপ যাদব প্রথম ম্যাচ খেলতে নামছেন♊। আকাশ সিং-এর জায়গায় খেলবেন কুলদীপ।
মুম্বই টিমে দু'টি পরিবর্তন
গুরুত্বপূর্ণ 🌞এই ম্যাচে দু'টি পরিবর্তন করেছে মুম্বই। কুইন্টন ডি'ককের জায়গায় খেলবেন ইশান কিষাণ। ক্রুনাল পাণ্ডিয়ার জায়গায় খেলবেন জিমি নিশাম।
টসে জিতল মুম্বই
টসে জিতে প্রথমে ব্যাট করতে রাজস্থানকে প্রথমে ব্যাট করতে পাঠাল মুম্বই ইন্ডিয়ান্স। সুনীল গাভাস্করদের মতে, শারজার পিচে আজ রান হওয়ার কথা। এই পিচে পরে রান তাড়া করে যেমন জিতেছে, তেমনই আগে ব্যাট করেও জেতার রেকর্ড💛 রয়েছে।
গত
ডিফেন্ডিংচ্যাম্পিয়নরা নিশ্চয়ই চাইবে না, গ্রুপ লিগ থেকে ছিট🐬কে যেতে। তারাও তাই জিততে মরিয়া থাকবে
আগের ম্যাচে চেন্নাইকে হারিয়ে আত্মবিশ্বাসী রাজস্থান
যে টিমটা চেন্নাই এক্সপ্রেসের গতি আগের ম্যাচেই একেবারে থামিয়ে দিয়ে আইপিএলে নতুন করে অক্সিজেন পেয়ে গিয়েছে😼। তারা প্লে অফের ওঠার জন্য নিজেদের সবটা নিং𓆉ড়ে দিতে মরিয়া থাকবে। মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে প্রতিশোধ নেওয়ার পাশাপাশি প্লে-অফে ওঠার লক্ষ্য নিয়ে আজ মাঠে নামবে রাজস্থান।
প্রথম লেগে রাজস্থানকে হারিয়েছিল মুম্বই
প্রথম লেগཧে সাত উইকেটে রাজস্থানকে হারিয়ে দিয়েছিল মুম্বই। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে নির্দিষ্ট ২০ ওভারে ৪ উইকেটে ১৭১ রান করেছিল রাজস্থান। জবাবে ব্যাট করতে নেমে ৯ বল বাকি থাকতেই ৩ উইকেট হারিয়ে ১৭২ রান তুলে নেয় মুম্বই।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।