HT বাংলা থেকে সেরা খবর💦 পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > MI vs RR: ২৫ বলে ৫০ করলেন ইশান কিষাণ, ৭০ বল বাকি থাকতে ৮ উইকেটে সহজ জয় মুম্বইয়ের

MI vs RR: ২৫ বলে ৫০ করলেন ইশান কিষাণ, ৭০ বল বাকি থাকতে ৮ উইকেটে সহজ জয় মুম্বইয়ের

আগের ম্যাচেও রাজস্থান রয়্যালসকে হারিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচেও সেই ধারাই বজায় রাখলেন রোহিত শর্মারা। তবে এই ম্যাচে মুম্বই একেবারে নাকানিচোবানি খাইয়ে ছাড়ল রাজস্থানকে। রোহিতের টিমের কাছে লজ্জাজনক ভাবে হারল রাজস্থান।

বিধ্বংসী ইশান কিষাণ। ছবি: পিটিআই

প্লে-অফের জন্য আর একটি জায়গাই বাকি রয়েছে। আর সেই জায়গার জন্য লড়াই চলছে চারটি দলের মধ্যে। লিগ টেবলের এখনও যা পরিস্থিতি, তাতে কলকাতা নাইট রাইডার্স, পঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস, মুম্বই ইন্ডিꦗয়ান্স- এই চার দলের মধ্যে যে কেউ আইইপিএলের প্লে-এফে উঠতে পারে। তবে পঞ্জাব কিংস এবং রাজস্থান রয়্যালসের চাপটা এখন একটু বেশি। তাদের ক্ষেত্রে অঙ্কের হিসেবটা অত্যন্ত জটিল হয়ে রয়েছে। এ দিকে মঙ্গলবার রাজস্থানকে একেবারে উড়িয়ে দিয়ে রানরেট অনেকটা বাড়িয়ে পাঁচে উঠে এসেছে মুম্বই। কলকাতার ঠিক ঘাড়েই তারা নিঃশ্বাস ফেলছে। তবে রানরেটের বিচারে কলকাতা একটু এগিয়ে রয়েছে আপাতত। তারা চারে রয়েছে। শেষ ম🌌্যাচ চার দলের কাছেই খুব গুরুত্বপূর্ণ।

05 Oct 2021, 10:38 PM IST

৭০ বল বাকি থাকতে ৮ উইকেটে জয় ছিনিয়ে নিল মুম্বই

শেষের ১ ওভার ২ বলে উঠল ৩৪ রান। ইশান কিষাণ একাই করলে🔜ন ২৯ রান। যার নিট ফল মাত্র ৮.২ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল মুম্বই। ৭০ বল বাকি থাকতে ৮ উইকেটে জয় ছিনিয়ে নিল মুম্বই। ২৫ বলে ৫০ করেন ইশান কিষাণ। ৮.২ ওভারে ২ উইকেট হারিয়ে ৯৪ রান করে মুম্বই। প্রথমে মুম্বইয়ের বেলাারদের দাপট। তার পরে ইশান কিষাণ ঝড়। নিঃসন্দেহে রোহিতদের একটি অসাধারণ জয় এটি।

05 Oct 2021, 10:04 PM IST

আউট সূর্যকুমার

৮ বলে ১৩ করে মুস্তাফিজুরের বলে আউট হলেন সূর্যকুমার যাদব। ৫𒁃৬ রানে ২ উইকেট হারিয়ে চাপে নেই মুম্বই। ৬ ওভারের শেষে ২ উইকেটে ৫৬ রান মুম্বইয়ের। ৮৪ বলে মাত্র ৩৫ রান করতে হবে। হাতে রয়েছে ৮ উইকেট।

05 Oct 2021, 09:58 PM IST

মুম্বইয়ের ইনিংস ৫ ওভার: ৪৮/১

কুলদীপ যাদব প্রথম 🐻অভিষেক ম্যাচের প্রথম ওভারেই ১৩ রান দিলেন। ৫ ওভারে ১ উইকেটে ৪৮ রান মুম্বইয়ের। ১২ বলে ১৭ রান ইশানের। ৫ বলে ৯ রান সূর্যের। মুম্বইয়ের জয় যেন সময়ের অপেক্ষা।

05 Oct 2021, 09:52 PM IST

মুম্বইয়ের ইনিংস ৪ ওভার: ৩৫/১

রোহিত আউট হওয়ার পরে এই ওভারে মোট ১২ রান হয়। ইশানের ৯ বলে ৮ রান। ২ বলে ৫ রান সূর𝄹্যকুমার যাদবের।

05 Oct 2021, 09:50 PM IST

রোহিত শর্মা আউট

১৩ বলে ২২ রান রোহিত শর্মার। শাকারিয়ার বলে ক্যাচ ধরেন যশস্বী জয়সওয়াল। ৩.২ ওভারে ১ উইকেটে ২৩ রান মুম্ব💝ইয়ের। তবে পরপর উইকেট ফেলতে হবে, না হলে মুম্বইকে চাপে ফেলা অসম্ভব। রোহিতের পরিবর্তে সূর্যকুমার নেমেছেন।

05 Oct 2021, 09:47 PM IST

মুম্বইয়ের ইনিংস ৩ ওভার: ২৩/০

এই ওভারে গোপাল আবার ৯ রান হল। ১১ বলে ২২ করে ফেলেছেন রোহিত শর্মা। ইশান কিষাণ ৭ বল খেলে ১ রান করেছেন। ৩ ওভারে ২৩ রা﷽ꦦন মুম্বইয়ের।

05 Oct 2021, 09:41 PM IST

মুম্বইয়ের ইনিংস ২ ওভার: ১৪/০

এই ওভারে কোনও রান হয়নি। মেডেন পেলেন চেতন শাকারিয়া। ২ ওভারেও ১৪𒉰 রান। কোনও উইকেট পড়েনি।

05 Oct 2021, 09:39 PM IST

মুম্বইয়ের ইনিংস ১ ওভার: ১৪/০

প্রথম ওভারেই মুস্তাফিজুর রহমান ১৪ রান দিয়ে🅺 বসে থাকলেন। ১১৪ বলে ৭৭ রান করতে হবে মুম্বইকে। ৬ বলে ১৪ রান রোহিতেরই। এই ওভারে তিনি একটি ৬, একটি ৪ মেরেছেꦕন। ইশান কিষাণ এখনও রানের খাতা খোলেননি।

05 Oct 2021, 09:32 PM IST

মুম্বইয়ের রান তাড়া করা শুরু

মাত্র ৯১ রান করতে হবে মুম্বইকে𝔉। যে রানটা ২০ ওভারে করা কোনও বিষয়ই নয় পাঁচ বারের চ্যাম্পিয়নদের। ৫ করেও রানরেট রাখতে হবে না। ইশান কিষাণ এবং রোহিত শর্মা ওপেন করতে নেমেছেন।

05 Oct 2021, 09:27 PM IST

মুম্বইয়ের সামনে লক্ষ্য মাত্র ৯১ রানের

রাজস্থানের সর্বোচ্চ রান করলেন ইভিন লুইস। তাঁর সংগ্রহ মাত্র ২৪ রান। দ্বিতীয় সর্বোচ্চ ডেভিড মিলারের ১৫ রান। তৃতীয় সর্বোচ্চ যশস্বী জয়সওয়াল এবং রাহুল তেওটিয়ার। মাত্র ১২ রান করে করেছেন তারা। বাকিরা কেই দুই অﷺঙ্কের ঘরেও পৌঁছতে পারেননি। মুম্বই বোলারদের দাপটে কার্যত তাসের ঘরের মতোই ভেঙে পড়ল রাজস্থানের ব্যাটিং অর্ডার। নির্দিষ্ট ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৯০ রান ༒করেন সঞ্জুরা।

বল হাতে এ দিন আগুন ঝড়ান ন্যাথান কুল্টার নাইল, জিমি নিশামরা। নাইল ৪ উইকেট নিয়েছেন। জিমি নিয়েছেন ৩ উইকেট। জসপ্রীত বুম🐻রাহ নিয়েছেন ২ উইকেট।

05 Oct 2021, 09:18 PM IST

চেতন শাকারিয়া আউট

চেতন শাকারিয়াকে ফেরালেন কুল্টার নাইল। নিলেন মোট ৪ উইকেট। মুম্বই বোলারদের দাপটে কাঁপছে রাজস্থান। ১৯ ওভারে মাত্র ৮৩ রানে ৯ উইকেট হারিয়ে বসে রয়েছে রাজস্থান🦩।

05 Oct 2021, 09:12 PM IST

মিলার আউট

কুল্টার নাইলের বলে ২৩ বলে ১৫ রান কর💫ে আউট হলেন ডেভিড মিলার। ১৭ ওভারে ৮ উইকেটে ৭৬ রান রাজস্থানের।

05 Oct 2021, 09:06 PM IST

শ্রেয়স গোপাল আউট

শ্রেয়স গোপালকে ফেরালেন বুমরা🦂হ। ১ বল খেলে শূন্য রানে আউট হলেন শ্রেয়স গোপাল। ১৬ ওভারে ৭ উইকেটে ৭৪ রান।

05 Oct 2021, 08:59 PM IST

রাহুল তেওটিয়া আউট

রাহুলꦗকে ফেরালেন নিশাম। ২০ বলে ১২ করে সাজঘরে ফিরলেন তিনি। ১৫ ওভারে ৬ উইকেট হারিয়েছে রাজস্থান। রান মাত্র ৭১।  এখান থেকে ঘুরে দাঁড়ানো আদৌ সম্ভব? ক্রিজে রয়েছেন ডেভিড ম🐻িলার এবং শ্রেয়স গোপাল।

05 Oct 2021, 08:52 PM IST

রাজস্থানের ইনিংস ১৪ ওভার: ৬৭/৫

রাজস্থানের রানের গতি একেবারে ধীর। ১৪ ওভারে মাত্র ৬৭ রান হয়েছে। আর ৬ ও꧋বার বাকি। ৩৬ বলে কত রান করতে পারবে রাজস্থান? ডেভিড মিলার (১৪ বলে ১০) এবং রাহুল তেওটিয়া (১৫ বলে ৯) লড়াই চালাচ্ছেন।

05 Oct 2021, 08:42 PM IST

রাজস্থানের ইনিংস ১২ ওভার: ৫৬/৫

১২ ওভারে মাত্র ৫ꦰ৬ রান হয়েছে রাজস্থানের। ৫ উইকেট হারিয়ে বসে রয়েছে তারা। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেই হারের ভ্রুকুটি🅘 রাজস্থানের সামনে। পারবে কি এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে। ডেভিড মিলার এবং রাহুল তেওটিয়া ক্রিজে রয়েছেন।

05 Oct 2021, 08:36 PM IST

গ্লেন ফিলিপস আউট

গ্লেন ফ꧑িলিপসকে ফেরালেন কুল্টার নাইল। ১৩ বলে ৪ রান করে সাজঘরে ফিরলেন তিনি। ৯.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে মাত্র ৫০ রান রাজস্থানের।

05 Oct 2021, 08:28 PM IST

শিবম দুবে আউট

৮ বলে ৩ রান করে প্যাভিলিয়নে ফিরলেন শিবম দুবে। নিশামের বলে বোল্ড হন দুবে।  ৮.৩ ও🍒ভারে ৪৮ রানে ৪ উইকেট হারিয়ে বসে থাকল রাজস্থান। 

05 Oct 2021, 08:16 PM IST

রাজস্থানের ইনিংস ৭ ওভার: ৪৩/১

ব্ꦬযাপক চাপে রয়েছে রাজস্থান। ৭ ওভারে ৩ উইকে𝓀ট হারিয়ে বসে রয়েছে তারা। করেছে ৪৩ রান। শিবম দুবে এবং গ্লেন ফিলিপস ক্রিজে রয়েছেন।

05 Oct 2021, 08:13 PM IST

সঞ্জু আউট

জিমি নিশাম বল করতে এলে প্রথম বলেই বড় ধাক্কা দিলেন। ꦍফেরালেন সঞ্জু স্যামসনকে। ৬ বলে ৩ রান করে আউট হলেন সঞ্জু। ৩ উইকেট হ🧜ারিয়ে মারাত্মক চাপে রাজস্থান।

05 Oct 2021, 08:09 PM IST

লুইস আউট

ইভিন লুইসকে হারিয়ে রা💫জস্থানের চাপ বাড়াল বুমরাহ। ১৯ বলে ২৪ রান করে সাজঘরে ফেরেন তিনি। পরিবর্তে না♏মলেন শিবম দুবে।

05 Oct 2021, 08:03 PM IST

রাজস্থানের ইনিংস ৫ ওভার: ৩৬/১

বোল্ট এই ওভারে মাত্র ৪রান দিলেন। ১ উইকেট𝕴ে ৫ ওভারে ৩৬ রান✤ রাজস্থানের। ১৬ বলে ১৯ রান লুইসের। ৫ বলে ৩ রান সঞ্জুর।

05 Oct 2021, 07:57 PM IST

রাজস্থানের ইনিংস ৪ ওভার: ৩২/১

যশস্বীর বদলে নেমেছেন সঞ্জু। এই আই🐓পিএলে ভাল ছন্দে রয়েছেন তিনি। সবে নেমে ১ বলে ১ রান করেছেন। লুইসꦛ ১৪ বলে ১৮ রান করে ক্রিজে রয়েছেন।

05 Oct 2021, 07:54 PM IST

যশশ্বী আউট

৯ বলে ১২ র⛎ান করে কুল্টার নাইলের বলে আউট হলেন যশস্বী। তাঁর ক্যাচ ধরেন ইশান কিষাণ। ৩.৪ ওভারে ২৭ রানে ১ উই𝄹কেট হারাল রাজস্থান।

05 Oct 2021, 07:51 PM IST

রাজস্থানের ইনিংস ৩ ওভার: ২৬/০

জসপ্রীত বুমরাহ আবার এই ওভারে মাত্র ৫ রান দিলেন। ৩ ওꦺভারে কোনও উইকেট না হারিয়ে ২৬ রান রাজস্থানের। ৭ ব💧লে ১২ রান যশস্বীর। লুইস করেছেন ১১ বলে ১৩ রান। 

05 Oct 2021, 07:45 PM IST

রাজস্থানের ইনিংস ২ ওভার: ২১/০

জয়ন্ত যাদব এই ওভারে ১৫ রান দꦯেন। ৫ বলে ১২ রান যশস্বীর, ৭ বলে ৮ রান লুইসের। ২ ওভারে কোনও উইকেট না হারিয়ে ২১ রান রাজস্থানের।

05 Oct 2021, 07:36 PM IST

রাজস্থানের ইনিংস ১ ওভার:  ৬/০

প্রথম ওভারে ট্রেন্ট বোল্ট মাত্র ৬ রান দিলেন। যশস্বী ২ বলে ৪ রান করেছেন এবং লুইস করেছেন ৪ বলে ১ রান। ১ রান অতিরিক্ত হয়ে꧃ছে।

05 Oct 2021, 07:31 PM IST

ব্যাট করতে নেমে গিয়েছে রাজস্থান 

ইভিন লুইস এবং যশস্বী জয়সওয়াল ওপেন করতে নেমেছেন।

05 Oct 2021, 07:17 PM IST

রাজস্থানের প্রথম একাদশ

ইভিন লুইস, যশস্বী জয়সওয়াল, সঞꦏ্জু স্যামসন (অধিনায়ক এবং উইকেটকিপার), শিবম দুবে, গ্লেন ফিলিপস, রাহুল তেওটিয়া, কুলদীপ যাদব, শ🤡্রেয়স গোপাল, মুস্তাফিজুর রহমান, চেতন শাকারিয়া।

05 Oct 2021, 07:15 PM IST

মুম্বইয়ের প্রথম একাদশ 

রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষাণ (উইকেটকি♋পার), সূর্যকুমার যাদব, সৌরভ তিওয়ারি, কায়রন পোলার্ড, হার্দিক পাণ্ডি💮য়া, জিমি নিশাম, জয়ন্ত যাদব, ন্যাথান কুল্টার নাইল, জসপ্রীত বুমরাহ. ট্রেন্ট বোল্ট।

05 Oct 2021, 07:12 PM IST

রাজস্থান টিমেও দু'টি পরিবর্তন

ময়াঙ্ক মার্কান্ডের জায়গায় খেলবেন শ্রেয়স গোপাল। রাজস্থানের হয়ে কুলদীপ যাদব প্রথম 𝐆ম্যাচ খেলতে ন♚ামছেন। আকাশ সিং-এর জায়গায় খেলবেন কুলদীপ।

05 Oct 2021, 07:11 PM IST

মুম্বই টিমে দু'টি পরিবর্তন

গু🎀রুত্বপূর্ণ এই ম্যাচে দু'টি পরিবর্তন করেছে মুম্বই। কুইন্টন ডি'ককের জায়গা🦂য় খেলবেন ইশান কিষাণ। ক্রুনাল পাণ্ডিয়ার জায়গায় খেলবেন জিমি নিশাম।

05 Oct 2021, 07:07 PM IST

টসে জিতল মুম্বই

টসে জিতে প্রথমে ব্যাট করতে রাজস্থানকে প্রথমে ব্যাট করতে পাঠাল মুম্বই ইন্ডিয়ান্স। সুনীল গাভাস্করদের মতে, শারজার পিচে আজ রান হওয়ার কথা। এই পিচে পরে রান তাড়া করে যেমন জিতেছে, তেমনই আগে🐬 ব্যাট করেও জেতার রেকর্ড রয়েছে।

05 Oct 2021, 06:59 PM IST

গত

ডিফেন্ডিংচ্যাম্পিয়নরা নিশ্চয়ই চাইব♑ে না, গ্রুপ লিগ থেকে ছিটকে যেতে। তারাও তাই জিততে মরিয়া থাকবে

05 Oct 2021, 06:59 PM IST

আগের ম্যাচে চেন্নাইকে হারিয়ে আত্মবিশ্বাসী রাজস্থান

যে টিমটা চেন্নাই এক্সপ্রেসের গতি আগের ম্যাচেই একেবারে থামিয়ে দিয়ে আইপিএলে নতুন করে অক্সিজেন পেয়ে গিয়েছে।🎃 তারা প্লে অফের ওঠার জন্য নিজেদের সবটা নিংড়ে দিতে মরিয়া থাকবে। মুম্বই ইন🌜্ডিয়ান্সকে হারিয়ে প্রতিশোধ নেওয়ার পাশাপাশি প্লে-অফে ওঠার লক্ষ্য নিয়ে আজ মাঠে নামবে রাজস্থান।

05 Oct 2021, 06:59 PM IST

প্রথম লেগে রাজস্থানকে হারিয়েছিল মুম্বই

প্রথম লেগে সাত উইকেটে রাজস্থানকে হারিয়ে দিয়েছিল মুম্বই। সেই ম্𒊎যাচে প্রথমে ব্যাট করে নির্দিষ্ট ২০ ওভার🐓ে ৪ উইকেটে ১৭১ রান করেছিল রাজস্থান। জবাবে ব্যাট করতে নেমে ৯ বল বাকি থাকতেই ৩ উইকেট হারিয়ে ১৭২ রান তুলে নেয় মুম্বই।

Latest News

থানা থেকে উধা🍃ও তিনটি গাড়ি, আদালতও অবাক! টাকা ꦰদিয়ে মিটমাট চাইছে পুলিশ? বচ্চন বাড়িতে এই বি♛শেষ কাজে কেউই সামিল করতে চান না অমিতাভকে! খোলসা অভিষকের অশান্ত মণিপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন হচ্ছে 🤪আরও ৯০ কোম্পানি C🍸APF বাংলা-ঝাড়খণ্ডে এই '🌟ফর্মুলায়'মেলেনি অঙ্ক, দিল্লিতেও কি সেই ছকেই সমীকরণ কষব꧋ে BJP? মা𒊎তৃবিয়োগ ঋতুপর্ণার! ১৫ দিন ভেন্টিলেশনে থাকার পর থামল যুদ্ধ, শোকস্তব্ধ নায়িকা কাউন্সিলরের বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে নাবালিকাকে মদ খাইয়ে গণধ♔র্ষণ, ধৃত ৩ ঝাড়খণ্ডে হেমন্তের কাছে ফেল হিমন্ত, অসমের 𒅌উ𝔍পনির্বাচনে কেমন ফল BJP-র? দেহ পরীক্ষা করেন ডোম, তা শুনে রিপোর্ট লেখেন চ𝐆িকিৎসক? যত কাণ্ড আরজি করে! গুদামে স🍸্প্রে দিতেই মৃত্যু ১০০টি বাঁদরের, দেহ মাটিতে পুঁতল FCI কর্মীরা দ্রু⛎ত ধনী হতে চান? তাহলে অবশ্যই আপনার অভ্যাসে এই ৬টি বদল আনুন

Women World Cup 2024 News in Bangla

AI দিয়ে মহিলা ক্রিকেটারদের সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং অনেকটﷺাই কম🐼াতে পারল ICC গ্রুপ স্টেজ থেকে বিদায় নিলেও ICCর সের🍰া মহিলা একাদশে ভারতের হরমনপ্রীত! বাকি কারা? বিশ্বকাপ জিতে নিউজিল্য🀅ান্ডের আয় সব থেকে বেশি, ভারত-ไসহ ১০টি দল কত টাকা হাতে পেল? অলিম্পিক্সে বাস্কেটবল খেলেছেন, এবার নিউজিল্যান্ডকে T20 বিশ্বকাপ জেত🅠ালেন এ🅠ই তারকা রবিবারে খেলতে চান না বলে টেস্ট ছাড়েন দাদু♔, নাতনি অ্যামেলিয়া বিশ্বকাপের সেরা বিশ্বচ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল নিউজিল্যান্ড? টুর্নামেন্ꦑটের সেরা কে?- পুরস্কার মুখোমুখি লড়াইয়ে পাল্লা ভা✱রি নিউজিল্যান্ডের, বিশ্বকাপ ফাইনালে ইতিহাস গড়বে কারা? ICC ♐T20 WC ইতিহাসে প্রথমবার অস্ট্রেলিয়াকে হারাল দক্ষিণ আফ্রিকা জেমিম♔াকে দেখতে পারে! নেতৃত্বে হরমন-স্মৃতি নয়, তা♔রুণ্যের জয়গান মিতালির ভিলেন নেট রান-রেট, ভালো খে🔥লেও বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন নাইট

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ