অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের দ🌠েশে ঢুকতে না দেওয়ার প্রসঙ্গে এর আগে একবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনকে তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন। বুধবার আরও এক 🌃বার একই ভাবে টুইটারের মাধ্যমে ক্ষোভ উগড়ে দিলেন প্রাক্তন অজি ক্রিকেটার এবং ক্রিকেট বিশেষজ্ঞ ও ধারাভাষ্যকর মাইকেল স্লেটার।
বুধবার তিনি একটি টুইটে লিখেছেন, ‘পুরো বিষয়টিকে পিএম উপে💃ক্ষা করছেন। ভারতে অস্ট্রেলিয়ানদের আতঙ্ক, ভয় সবটাই আসল। আপনি নিজের প্রাইভেট জেটে এসে দেখে যান, ভারতের রাসꦓ্তায় মৃতদেহ পড়ে রয়েছে কিনা!’
এখানেই স্লেটার থামেননি। তিনি আর একটি টুইট করেছেন। যেখানে লিখেছেন, ‘এটা সাধারণ বোধের বিষয়। আমাকে আপনার (প্রধানমন্ত্রীর) সরকারই আইপি🐠এলের কাজ করতে আসার অনুমতি দিয়েছিল। যাতে আমি ফুটফুটে তিন বাচ্চার স্কুলের খরচ জোগাতে পারি। বন্ধকের টাকা দিতে পারি। এখানে কোনও বিষয়টিই মিথ্যে নয়। অন্তত আমার দিক থেকে।’ এর সঙ্গেই প্রধানমন্ত্রীকে এই বিষয়ে তাঁর সঙ্গে তর্কে যোগ দেওয়ার জন্যও আহ্বানও জানিয়েছেন মাইকেল স্লেটার।
পাশাপাশি ভারতের জন্যও যে তিনি উদ্বিগ্ন সে কথাও টুইটে জানিয়েছেন। লিখেছেন, ‘সব ভারতীয়র জন্যಌ আমার ౠভালবাসা আর প্রার্থনা থাকল।….. সকলে সুরক্ষিত থাকুন।’
আসলে অস্ট্রেলিয়ার কাউকেই এখন ভারত থেকে দেশে ঢুকতে দেওয়া হচ্ছে না। আইপিএল খেলতে এসে ক্রিকেটাররাও তাই দেশে ফিরতে পারছেন না। শুধু ক্রিকেটার নন, কোচ, ম্যাচ অফিসিয়াল, ধারাভাষ্যকর কেউই অস্ট্রেলিয়ায় ফিরতে পাচ্ছেন না। অথচ মঙ্গলবার আইপিএলের ম্যাচ বাতিল হয়ে গিয়েছে। বিসিসিআই চার্টার্ড বিম𒈔ানের ব্যবস্থা করছে। যাতে অস্ট্রেলিয়ানরা অন্তত শ্রীলঙ্কা বা মলদ্বীপ পর্যন্ত চলে যেতে পারেন। সেখান থেকে অস্ট্রেলিয়ায় ফেরার ব্যবস্থা করা হবে বলে, আপাতত জানা গিয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।