২০২১ এবং ২০২২ আইপিএলে দলের ভরাডুবি। তার জেরেই প্রধান কোচের পদ থেকে সরানো হয়েছে মাহেলা জয়বর্ধনেকে। তাঁর পরিবর্তে ২০২৩ আইপিএলের জন্য দক্ষিণ আফ্রিকার প্রাক্তন উইকেটরক্ষক মার্ক বাউচারকে মুম্বই🥀 ইন্ডিয়ান্স তাদের প্রধান কোচ হিসেবে নিয়োগ করল। বাউচার আগেই জানিয়ে দিয়েছিলেন, ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের কোচিং ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের কথা। মাহেলা জয়বর্ধনের স্থলাভিষিক্ত হলেন বাউচার।
মুম্বই ইন্ডিয়ান্সের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হওয়া🐓র পর বাউচার বলেন, ‘এমআই-এর প্রধান কোচ হিসেবে দায়িত্ব পাওয়া একটি সম্মানের বিষয়। একটি ফ্র্যাঞ্চাইজি হিসেবে তাদের ইতিহাস নজর কাড়া। বিশ্বের সব খেলাধুলায় সবচেয়ে সফল স্পোর্টস ফ্র্যাঞ্চাইজি হিসেবে 💧নিজেদের প্রতিষ্ঠিত করেছেতারা। আমি চ্যালেঞ্জ নিতে উন্মুখ হয়ে রয়েছি এবং ফলাফলের প্রয়োজনীয়তাকে সম্মান করি। দলটি শক্তিশালী নেতৃত্ব এবং খেলোয়াড়দের নিয়ে একটি শক্তিশালী ইউনিট। আমি এই গতিশীল সত্তার মান যোগ করার জন্য উন্মুখ।’
আরও পড়ুন: IPL খেলেছেন,ꦿ জাতীয় দলের অধিনায়ক, তাঁর বিরুদ্ধে ১৭ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ
দলের মালিক আকাশ আম্বানি বলেছেন, ‘মার্ক বাউচারকে মুম্বই ইন্ডিয়🌌ান্সে স্বাগত জানাতে পেরে আনন্দিত। মাঠে তাঁর প্রমাণিত দক🦩্ষতার সঙ্গে এবং একজন কোচ হিসেবে তাঁর দলকে জয়ের পথে পরিচালিত করবেন বলে আশা রাখছি। মার্ক এমআই-এর জন্য অপরিমেয় মূল্য যোগ করবেন এবং এর উত্তরাধিকার চালিয়ে যাবেন।’
ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ পরাজয়ের কয়েক ঘণ্টার মধ্যেই ক্রিকেট সাউথ আফ্রিকার তরফে জানানো হয়েছিল, মার্ক বাউচার হেড কোচের পꦐদ থেকে সরে দাঁড়াবেন টি-টোয়েনটি বিশ্বকাপের পরেই। এর পরেই তাঁর ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছিল। মনে করা হচ্ছিল, তিনি🦩 দক্ষিণ আফ্রিকায় শুরু হতে চলা এসএ টি-টোয়েন্টি লিগে এমআই কেপ টাউন দলের হেড কোচ হবেন। কেপ টাউন দলটির ফ্র্যাঞ্চাইজি কিনেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি। আইপিএলে তারাই মুম্বই ইন্ডিয়ান্সের কর্ণধার। তবে সাইমন কাটিচ এই দলের হেড কোচ হয়ে যান। তাতেই স্পষ্ট হয়ে যায়, বাউচারকে আইপিএলেই কোচ করতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স।
মুম্෴বইয়ের প্রাক্তন হেড কোচ মাহেলা জয়বর্ধনেকে গ্লোবাল হেড অব পারফরম্যান্স পদে উন্নীত করা হয়েছে। ডিরেক্টর অব ক্রিকেট অপারেশনস থেকে জাহ🤪ির খানকে করা হয়েছে গ্লোবাল হেড অব ক্রিকেট ডেভেলপমেন্ট। সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হতে চলা আইএল টি-টোয়েন্টিতেও মুম্বই ইন্ডিয়ান্সের দল থাকছে। ফলে রিলায়েন্সের তিনটি টি-টোয়েন্টি দলের কোচিং স্টাফের মাথায় থাকবেন জয়বর্ধনে। এই সব দলেরই কোচিং স্টাফ চূড়ান্ত করতে জয়বর্ধনের মতামত গুরুত্ব পেয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।