শুধু গুরুত্বপূর্ণ নয়, বরং মহা গুরুত্বপূর্ণ ম্যাচ বলাই শ্রেয়। ডিওয়াই পাতিল স্টেডিয়ামে আইপিএল ২০২২-এর ৬৪তম লিগ ম্যাচটি দিল্লি ক্যাপিটালস ও পঞ্জাব কিংস, উভয় দলের কাছে প্ল-অফের সিঁড়ি হিসেবে বিবেচিত হচ্ছিল। নেট রান-রেটের নিরিখে লিগ টেবিলে অবস্থান ভিন্ন হলেও দু'দলই ১২টি করে ম্যাচ খেলে ১২ পয়েন্ট করে সংগ্রহ কর♑ে একে অপরের মুখোমুখি হয়।🃏 সম্মুখসমরে যে দল জিতবে, তাদের সামনে শেষমেশ ১৬ পয়েন্টে পৌঁছে যাওয়ার রাস্তা খোলা ছিল। অন্যদলের সামনে খাতায়-কলমে প্লে-অফের দরজা খোলা থাকবে বটে, তবে তা নিতান্ত জটিল অঙ্কের উপর নির্ভর করবে। এই অবস্থায় স্নায়ুর চাপ সামলে শেষ হাসি হাসে দিল্লি। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে প্লে-অফের দরজায় পৌঁছে যান ঋষভ পন্তরা। পঞ্জাবের ভাগ্য ঝুলে থাকে চূড়ান্ত অনিশ্চয়তায়।
ম্যাচের সেরা শার্দুল
৩৬ রানের বিনিময়ে ৪টি উইকেট সংগ্রহ করে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন শার্দুꦇল ঠাকুর।
১৭ রানে জয় দিল্লির
দিল্লি ক্যাপিটালসের ৭ উইকেটে ১৫৯ রানের জবাবে ব্যাট করতে নেমে পঞ্জাব কিংস ২০🎃 ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৪২ রানে আটকে যায়। ১৭ রানে ম্যাচ জেতে দিল্লি। রাহুল চাহার ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৪ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন। ৩ বলে ২ রান করেন শার্দুল ঠাকুর। দিল্লি ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট সংগ্রহ করে প্লে-অফের দোরগোড়ায় পৌঁছে যায়।
রাবাদা আউট
১৭.৬ ওভারে শার্দুলের বলে পাওয়েলের হাতে ধরা পড়েন রাবাদা। ১টি ছক্কার সাহায্যে ২ বলে ৬ রান করে মাঠ ছাড়েন কাগিসো। পঞ্জাব ১৩১ রানে ৯ উইকেট হারায়। ক্রিজে শেষ ব্যাটসম্যান অর্শদীপ সিং। শার্দুল ৩ ওভꦍারে ২৮ রানে ৪ উইকেট দখল করেন।
জিতেশ আউট
ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি হাতছাড়া জিতেশ শর্মার। ১৭.৪ ওভারে শার্দুলের বলে ওয়ার্নারের হাতে ধরা পড়েন জিতেশ। ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৪ বলে ৪৪ রান করে সাজঘরে ফেরেন তিনি। পঞ্জাব ১২৩ রানে ৮ উইকেট হারায়। ব্যꦚাট হাতে ক্রিজে আসেন কাগিসো রাবাদা।
১৭ ওভারে পঞ্জাবের স্কোর ৭ উইকেটে ১২১
১৭ ওভার শেষে পঞ্জাবের স্কোর ৭ উইকেটে ১২১ রান। জিতেশꦫ শর্মা ৩২ বলে ৪৩ রান করেছেন। ১৩ বলে ১৬ রান করেছেন রাহুল চাহার। জিতেশ ৩টি চার ও ২টি ছক্কা মেরেছেন✃। চাহার ১টি চার ও ১টি ছক্কা মেরেছেন। জয়ের জন্য ১৮ বলে ৩৯ রান দরকার পঞ্জাবের।
১৫ ওভারে পঞ্জাবের স্কোর ৭ উইকেটে ১০১
১৫ ওভার শেষে পঞ্জাবের স্কোর ৭ উইকেটে ১০১ রান। জিতেশ শর্মা ২৮ ♛বলে ৩৬ রান করেছেন। ৫ বলে ৩ রান করেছেন রাহুল চাহার। জিতেশ ৩টি চার ও ১টি ছক্কা মেরেছে🍌ন।
ঋষি ধাওয়ান আউট
১২.৪ ওভারে অক্ষর প্যাটেলের বলে বোলꦛ্ড হন ঋষি ধাওয়ান। ১৩ বলে ৪ রান করেন তিনি। ৮২ রানে༺ ৭ উইকেট হারায় পঞ্জাব। ব্যাট হাতে ক্রিজে আসেন রাহুল চাহার।
হরপ্রীত আউট
৯.৩ ജ♎ওভারে কুলদীপের বলে বোল্ড হন হরপ্রীত ব্রার। ২ বলে ১ রান করেন হরপ্রীত। ৬৭ রানে ৬ উইকেট হারায় পঞ্জাব। ক্রিজে নতুন ব্যাটসম্যান ঋষি ধাওয়ান। ১০ ওভারে পঞ্জাবের স্কোর ৬ উইকেটে ৬৮ রান।
লিভিংস্টোন আউট
৭.৬ ওভারে কুলদীপের বলে লিভিংস্টোনকে স্টাম্প করেন পন্ত। ৫ বলে ৩🎐 রান করে মাঠ ছাড়েন লিয়াম। পঞ্জাব
মায়াঙ্ক আউট
৬.৩ ওভারে অক্ষর প্যাটেলের বলে বোল্ড হন মায়াঙ্ক আগরওয়াল। 🃏২ বল খেলে খাতা খুলতে পারেননি পঞ্জাব দলনায়ক। পঞ্জাব♋ ৫৫ রানে ৪ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে আসেন জিতেশ শর্মা। ৭ ওভারে পঞ্জাবের স্কোর ৪ উইকেটে ৫৯ রান।
ধাওয়ান আউট
৫.৬ ওভারে শার্দুলের বলে পন্তের দস্তানায় ধরা পড়েন শিখর ধাওয়ান। ৩টি বাউন্ডারির সাহায্যে ১৬ বলে ১৯ রান করে ক্রিজ ছাড়েনꦉ গব্বর। পঞ্জাব ৫৪ রানে ৩ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে আসে♔ন মায়াঙ্ক আগরওয়াল।
রাজাপক্ষে আউট
৫.৪ ওভারে শার্দুল ঠাকুরের হাতে𓂃 নরকিয়ার হাতে ধরা পড়েন রাজাপক্ষে। ১টি বাউন্ডারির সাহায্যে ৫ বলে ৪ রান করে মাঠ ছাড়েন 🔯ভানুকা। পঞ্জাব ৫৩ রানে ২ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে আসেন লিয়াম লিভিংস্টোন।
বেয়ারস্টো আউট
৩.৫ ওভারে নরকিয়ার বলে অক্ষর প্যাটেಌলের হাতে ধরা পড়েন জনি বেয়ারস্টো। ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৫ বলে ২৮ রান করে মাঠ ছাড়েন বেয়ারস্টো। পঞ্জাব ৩৮ রানে ১ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে আসেন ভানুকা রাজাপক্ষে।
৩ ওভারে পঞ্জাবের সংগ্রহ বিনা উইকেটে ২৭ রান
৩ ওভারে পঞ্জাব🍒 কিংসের সংগ্রহ বিনা উইকেটে ২৭ রান। ১১ বলে ১৯ রান করেছেন বেয়ারস্টো। ২টি চ༒ার ও ১টি ছক্কা মেরেছেন। ধাওয়ান ৭ বলে ৮ রান করেছেন।
পঞ্জাবের রান তাড়া করা শুরু
পঞ্জাব কিংসের হয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন জনি বেয়ারস্টো ও শিখর ধাওয়ান। দিল্লির হয়ে বোলিং শুরু করেন খলিল আহমেদ।💖 প্রথম ওভারে ৬ রান ওঠে।
২০ ওভারে দিল্লির স্কোর ৭ উইকেটে ১৫৯ রান
নির্ধারিত ২০ ওভারে দিল্লি ক্যাপিটালস ৭ উইকেটের বিনিময়ে ১৫৯ রান সংগ্রহ করেছে। সুত🔯রাং, জয়ের জন্য পঞ্জাব কিংসের দরকার ১৬০ রান। অক্ষর প্যাটেল ২ টি বাউন্ডারির সাহায্যে ২০ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন। কুলদীপ করেন ২ বলে ২ রান। লিভিংস্টোন ২৭ রানে ৩টি উইকেট নেন। অর্শদীপ ৩৭ রানে ৩টি উইকেট দখল করেন।
শার্দুল আউট
১৯.৩ ওভারে অর্শদীপ সিংয়⛎ের বলে হরপ্রীত ব্রারের হাতে♍ ধরা পড়েন শার্দুল ঠাকুর। ৪ বলে ৩ রান করে মাঠ ছাড়েন শার্দুল। ১৫৪ রানে ৭ উইকেট হারায় দিল্লি। ব্যাট হাতে ক্রিজে আসেন কুলদীপ যাদব। ম্যাচে অর্শদীপের এটি তৃতীয় শিকার।
মিচেল মার্শ আউট
১৮.২ ওভারে রাবাদার বলে ঋষি ধাওয়ানের হাতে ধরা পড়েন মিচ🌟েল মার্শ। ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪৮ বলে ৬৩ রান করে মাঠ ছাꦚড়েন মার্শ। দিল্লি ১৪৯ রানে ৬ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে আসেন শার্দুল ঠাকুর। ১৯ ওভারে দিল্লির স্কোর ৬ উইকেটে ১৫২ রান।
হাফ-সেঞ্চুরি মার্শের
২টি চার ও ৩টি ছক্💖কার সাহায্যে ৪০ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন মিচেল মার্শ। ১৭ ওভারে দিল্লির স্কোর ৫ উইকেটে ১৩৪ রান। মার্শ ৪১ বলে ৫৩ রান করেছেন মার্শ। ১৫ বলে ১২ রান করেছেন অক্ষর।
১৬ ওভার শেষে দিল্লির স্কোর ৫ উইকেটে ১২৩
১৬ ওভার শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ৫ উইকেটে ১২৩ রান। মিচেল মার্শ ৩৭ বলে ৪৭ 🍎রান করেছেন। ১৩ বলে ৮ রান করেছেন অক্ষর প্যাটেল।
পাওয়াল আউট
লিভিংস্টোনের তৃতীয় শিকার রোভম্যান পাওয়েল। ১৩.৩ ওভারে বল আকাশে তুলে শিখর ধাওয়ানের হাতে ধরা পড়েন পাওয়েল। ৬ বলে ২ রান করেন তিনি। দিল্🍨লি ১১২ রানে ৫ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে আসেন অক্ষর প্যাটেল।
পন্ত আউট
১১.৫ ওভারে স্টেপ-আউট করে লিভিংস্টোনকে ছক্কা হাঁকান পন্ত। পরের বলে ফের স্টেপ-আউট করে স্টাম্প আউট হন দিল্লি দলনায়ক। ৩ বলে ৭ রান করে মাঠ ছাড়েন পন্ত। দিল্লি ১০৭ রানে ৪ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে আসেন রোভম্🦩যান পাওয়েল।
ললিত যাদব আউট
১০.৬ ওভারে অর্শদীপ সিংয়ের স্লোয়ার বলে ব্যাট লাগিয়ে রাজাপক্ষের হাতে ধরা পড়েন ললিত যাদব। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২১ বলে ২৪ রান করে মাঠ ছাড়েন ললিত। দিল্লি ৯৮ রানে ৩ উইকেট হারাꦇয়। ব্যাট হাতে ক্রিজে আসেন ঋষভ পন্ত।
১০ ওভারে দিল্লির সংগ্রহ ২ উইকেটে ৮৬
১০ ওভার শেষে♋ দিল্লি ক্যাপিটালসের সংগ্রহ ২ উইকেটে ৮৬ রান। মিচেল মার্শ ২৬ বলে ৩৫ রান করেছেন। ১৮ বলে ২১ রান করেছেন ললিত যাদব।
৮ ওভারে দিল্লির সংগ্রহ ২ উইকেটে ৭৪
৮ ওভার শেষে দিল্লি ক্যাপিটালসের সংগ্রহ ২ উইকেটে ৭৪ রান। মিচেল মার্শ ২১ বলে ২৯ রান করেছেন। ১১ বলে ১২ রান ক🎃রেছেন ꦫললিত যাদব।
নো-বলে আউট হয়ে বাঁচলেন ললিত
পঞ্চম ওভꩲারের শেষ বলে সদ্য ক্রিজে আসা ললিত যাদব ধরা পড়েন জনি বেয়ারস্টোর হাতে। তবে নো-বল হওয়ায় বেঁচে যান তিনি। ৫ ওভার শেষে দিল্লির স্কোর ২ উইকেটে ৫৩ রান। পাওয়ার প্লে-র ৬ ওভারে দিল্লির সংগ্রহ ২ উইকেটে ৫৯ রানে। মার্শ ২০ রানে ব্যাট করছেন।
সরফরাজ আউট
৪.৫ ওভারে✤ অর্শদীপ সিংয়ের বলে রাহুল চাহারের হাতে ♕ধরা পড়েন সরফরাজ খান। ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৬ বলে ৩২ রান করে মাঠ ছাড়েন সরফরাজ।
৬, ৪, ৪, ব্যাট চালাচ্ছেন সরফরাজ
তৃতীয় ওভারে হরপ্রীত ব্রারের শেষ ৩ট🤡ি বলে একটি ছক্কা ও ২টি চার মারেন সরফারাজ। ওভারে ১৫ রান ওঠে। ৩ ওভার শেষে দিল্লির স্কোর ১ উইকেটে ৩৫ রান। সরফরাজ ১৭ ও মার্শ ১৮ রানে ব্যাট করছেন। দিল্লি ৫১ রানে ২ উইকেট হারায়। ক্রিজ𓃲ে নতুন ব্যাটসম্যান ললিত যাদব।
রাবাদাকে জোড়া ছক্কা মার্শের
দ্বিতীয় ওভারে কাগিসো রাবাদাকে জোড়া ছক্কা হাঁকান মিচেল মার্শ। ওভারে মোট ১৫ রান ওঠে। ২ ওভার শেষে দিল্লির স্কোর ১ উইকেটে ২০ রান। মার্শ ১৭ ও সরফরা🧜জ ৩ রানে ব্যাট করছেন।
রানে প্রথম বলেই আউট ওয়ার্নার
দিল্লি ক্যাপিটালসের হয়ে ওপেন করতে নামেন ডেভিড ওয়ার্নার ও সরফরাজ খান। পঞ্জাবের হয়ে বোলিং শুরু করেন লিয়াম লিভিংস্টোন। প্রথম বলেই রাহুল চাহারের হাতে ধরা পড়েন ওয়ার্নার। খাতা খোলার আগেই ১ উইকেট হারায় দিল্লি। ব্যাট হাত🎃ে ক্রিজে আসেন মিচেল মার্শ। প্রথম ওভারে দিল্লি ১ উইকেটে ৫ রান সংগ্রহ করে।
দিল্লির প্রথম একাদশ
ডেভিড ওয়ার্নার, সরফরাজ খান, মিচেল মার্শ, ঋষভ পন্ত (ক্যাপ্টেন ও উইকেটকিপার), রোভম্যান পাওয়েল, ললিত যাদব, অক🌟্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, এনরিখ নরকিয়া ও খলিল আহমেদ।
পঞ্জাবের প্রথম একাদশ
শিখর ধাওয়ান, জনি বেয়ারস্টো, ভানুকা রাজাপক্ষে, লিয়াম লিভিংস্টোন, মায়াঙ্ক আগরওয়াল꧑ (ক্যাপ্টেন), জিতেশ শর্মা (উইকেটকিপার), ঋষি ধাওয়ান, হরপ্রীত ব্রার, কাগিসো রাবাদা, রাহুল চাহার ও অর্শদীপ সিং।
দলে জোড়া বদল দিল্লির
পঞ্জাব কিংস অপরিবর্তিত দল নিয়ে মাঠে নামে। ⛎দিল্লি ক্যাপিটালস তাদের প্লেয়িং ইলেভেনে ২টি বদল করে। তারা চেতন সাকারিয়ার বদলে দলে ফেয়ায় খলিল আহমেদকে। কেএস 🍌ভরতের জায়গায় দলে ফেরেন সরফরাজ খান।
টস জিতল পঞ্জাব
দিল্লি🌳 ক্যাপিটালসের বিরুদ্ধে আইপিএল ২০২২-এর গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতল পঞ্জাব কিংস। টস জিতে পঞ্জাব দলনায়ক মায়াঙ্ক আগরওয়াল শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান দিল্লিকে।
প্রথম লেগের ফলাফল
ব্র্যাবোর্ন স্টেডিয়ামে প্রথম লেগের ম্যাচে পঞ্জাব কিংসকে ৯ উইকেটে হারিয়ে দেয় দিল্লি ক্যাপিটালস। প্রথমে ব্যাট ক♒রে পঞ্জাব ২০ ওভারে মাত্র ১১৫ রান তুলে অল-আউট হয়ে যায়। পালটা ব্যাট করতে নেমে দিল্লি ১০.৩ ওভারে ১ উইকেটের বিনিময়ে ১১৯ রান তুলে ম্যাচ জিতে যায়।
প্লে-অফের সিঁড়ি হতে পারে এই ম্যাচটিই
দু'দলই ১২টি করে ম্যাচ খেলে ১২ পয়েন্ট করে সংগ্রহ করেছে🦩। দিল্লি ও পঞ্জাবের সম্মুখসমরে যে দল জিতেবে তাদের সামনে শেষ পর্যন্ত ১৬ পয়েন্টে পৌঁছনোജর সম্ভাবনা জিইয়ে থাকবে। সুতরাং, এই ম্যাচটিই হতে পারে তাদের প্লে-অফে যাওয়ার সিঁড়ি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।