আইপিএল ২০২২-এর প্রথম তিন ম্যাচের ২টি জয় তুলে নিয়ে পঞ্জাব কিংস মুখোমুখি হয় গুজরাট টাইটানসের। যদিও হার্দিক পান্ডিয়াদের কাছে ম্যাচ হেরে মাঠ ছাড়তে হয় তাদের। সুতরাং মরশুমের প্রথম ৪ ম্যাচের ২টিতে হারের মুখ দেখতে হয় মায়াঙ্ক আগরওয়ালদের। পঞ্জাব আরসিবিকে হারিয়ে আইপিএল অভিযান শুরু করে। পরে কলকাতার কাছে হারতে হলেও চেন্নাইয়💖ের বিরুদ্ধে নিজেদের তৃতীয় ম্যাচে জয়ে ফেরেন মায়াঙ্ক আগরওয়ালরা। এবার গুজরাটের কাছে মাথা নত করে কিংস। অন্যদিকে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাট টুর্নামেন্টে নিজেদের প্রথম তিনটি ম্যাচেই জয় তুলে নেয়। প্রথম ম্যাচে তাꦛরা হারিয়ে দেয় লখনউ সুপার জায়ান্টসকে। পরের ম্যাচে হার্দিকরা জয় তুলে নেন দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। এবার শেষ ওভারের থ্রিলারে পঞ্জাব বধ করে গুজরাট।
ম্যাচের সেরা গিল
১১টি চার ও ১টি ছক্কার সাহꦑায়্যে ৫৯ বলে ৯৬ রানের দুর্দান্ত ইনিংস খেলা ছাড়াও ২টি ক্যাচ নিয়ে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন শুভমন গিল।
জোড়া ছক্কায় ম্যাচ জেতালেন তেওয়াটিয়া
জয়ের জন্য শেষ ওভারে ১৯ রান দরকার ছিল গুজরাটের। তারা ৪ বলে ৭ রান তোলে। শেষ ২ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ১২ রান। ওডিন স্মিথের শেষ দু'টি বলে জোড়া ছক্কা হাঁকিয়ে গুজরাটকে ম্যাচ জেতান রাহুল তেওয়াটিয়া। ২টি ছক্কার সাহায্যে ৩ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন তেওয়াটিয়া। ১টি বাউন্ডারির সাহায্যে ৪ বলে ৬ রান করে নট-আউট থাকেন ডেওভিড মিলার।
পান্ডিয়া রান-আউট
১৯.১ ওভারে রান-আউট হলেন হার্দিক পান্ডিয়া। ৫টি বাউন্ডারির সাহায্যে ১৮ বলে ২৭ রান করেন হার্দিক। গুজরাট ১৭২ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যা𒆙টসম্যান রাহুল তেওয়াটিয়🔯া।
গিল আউট
১৮.৫ ওভারে রাবাদার বলে মায়াঙ্ক👍ের হাতে ধরা পড়েন শুভমন গিল। ১১টি চার ও ১টি ছক্কার সাহায়্যে ৫৯ বলে ৯৬ রান করে মাঠ ছাড়েন গিল। গুজরাট ১৭০ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ডেভিড মিলার। ১৯ ওভারে গুজরাটের স্কোর ১৭১/৩। শেষ ওভারে জয়ের জন্য ১৯ রান দরকার পান্ডিয়াদের। হার্দিক ২৭ রানে ব্যাট করছেন।
১৫০ টপকাল গুজরাট
১৭তম ওভারের শুরুতেই গিলকে স্টাম্প আউটের সুযোগ হাতছাড়া করেন বেয়ারস্টো। পরে জোড়া বাউন্ডার꧂ি মারেন হার্দিক। পান্ডিয়ার ক্যাচ ছাড়েন রাবাদা। ১৭ ওভার শেষে গুজরাটের সংগ্রহ ২ উইকেটে ১৫৩ রান। গিল ৯২ ও পান্ডিয়া ১৫ রানে ব্যাট করছেন। গিল ১১টি চার ও ১টি ছক্কা মেরেছেন।
সাই সুদর্শন আউট
১৪.৪ ওভারে রাহুল চাহারের বলে মায়াঙ্ক আগরওয়ালের হাতে ধরা পড়েন সাই সুদর্শন। ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩০ ব♌লে ৩৫ রান করেন তিনি। গুজরাট ১৩৩ রানে ২ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে আসেন ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। ১৫ ওভারে গুজরাটের স্কোর ১৩৪/২। গিল ৮৯ রানꦿে ব্যাট করছেন।
১৪ ওভারে গুজরাট ১২৮/১
১৪🤪 ওভার শেষে গুজরাট টাইটানস ১ উইকেটের বিনিময়ে ১২৮ রান তুলেছে। সেঞ্চুরির হাতছানি রয়েছেন শুভমন গিলের সামনে। তিনি ৪৮ বলে ৮৪ রান করেছেন। সাই সুদর্শন ২৯ বলে ৩৫ রান করেছেন।
১০০ টপকাল গুজরাট
১১তম ওভারে♍ দলগত ১০০ রানের গণ্ডি টপকে গেল গুজরাট টাইটানস। ১১ ওভার শে🌃ষে টাইটানসের স্কোর ১ উইকেটে ১০৩ রান। গিল ৩৮ বলে ৬৭ রান করেছেন। ২১ বলে ২৮ রান করেছেন সাই সুদর্শন। গিল ৯টি চার ও ১টি ছক্কা মেরেছেন।
হাফ-সেঞ্চুরি গিলের
৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৯ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন শুভমন গিল। ৯ ওভারে গুজরাটের স্কোর ১ উইকেটে ৮৮ রান। গিল ৩২ বলে ৫৮ রান করে𓆏ছেন। ১৫ বলে ২২ রান করেছেন সাই সুদর্শন।
৬ ওভারে গুজরাট ৫৩/১
পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে গুজরাট টাইটানস ১ উইকেটের বিনিময়ে ৫৩ রান তুলেছে। ১৯ বলে ৩৩ রান করেছেন শুভমন গিল। ১০ বলে ১২ রান করেছেন স🍌াই সুদর্শন। গিল ৬টি বাউন্ডারি মেরেছেন।
ওয়েড আউট
৩.২ ওভারে রাবাদার বলে বেয়ারস্টোর দস্তানায় ধরা পড়েন ম্যাথিউ ওয়েড। ১টি বাউন্ডা✃রির সাহায্যে ৭ বলে ৬ রান করেন অজি তারকা। ৩২ রানে ১ উইকেট হারায় গুজরাট। ক্রিজে নতুন ব্যাটসম্যান সাই সুদর্শন।
আগ্রাসী শুরু গুজরাটের
বৈভব আরোরার প্রথম ওভারে ২টি চার মারেন শুভমন গিল। প্রথম ওভারে ১০ রান ওঠে। দ্বিতীয় ওভারে অর্শদীপের বলে ৩টি বাউন্ডারি মারেন গিল। সেই ওভারে ১৪ রান ওঠে। ২ ওভারে গুজরাট কোনও উইকেট না হারিয়ে ২৪ রান তুলেছে। গিল ৫টি বাউন্ডারির সা🐬হায্যে ১০ বলে ২২ রান করেছেন।
পঞ্জাব ২০ ওভারে ১৮৯/৯
পঞ্জাব কিংস নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৮৯ রান তোলে। সুতরাং, জয়ের জন্য গুজরাটের দরকার ১৯০। রাহুল চাহার ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৪ বলে ২২ রান করে অপরাজিত থাকেন। ১টি বাউন্ডারির সা⭕হায্যে ৫ বলে ১০ রান করে নট-আউট থাকেন অর্শদীপ সিং। হার্দির ৪ ওভারে ৩৬ রানের বিনিময়ে ১টি উইকেট নেন। ফার্গুসন ৪ ওভারে ৩৩ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন। এছাড়া শামি ৩৬ রানে ১টি ও দর্শন ৩৭ রানে ২টি উইকেট নেন।
বৈভবকে ফেরালেন শামি
১৭.৫ ওভারেꦍ শামির বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন বৈভব আরোরা। ৬ বলে ২ রান করেন তিনি। পঞ্জাব ১৬২ রানে ৯ উইকেট হারায়। ক্রিজে শেষ ব্যাটসম্যান অর্শদ✃ীপ সিং। ১৮ ওভারে পঞ্জাবের স্কোর ১৬৪/৯।
রান-আউট রাবাদা
১৬.২ ওভারে রান-আউট হয়ে মাঠ ছাড়েন কাগিসো রাবাদা। ১ বলে ১ রান করে মাঠ ছাড়েন কাগিসো। পঞ্জাব ১৫৬ রানে ৮ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান বৈভব আরোরা। ১৭ ওভারে পঞ্জাবের স্কোর ১৬☂০/৮।
শাহরুখ খান আউট
ম্যাচের মোড় ঘোরালেন রশিদ খান। ১৬তম ওভারে দুই আগ্রাসী ব্যাটসম্যান লিভিংস্টোন ও শাহরুখের উইকেট তুলে নিলেন তিনি। ১৫.৫ ওভারে রশিদের বলে এলবিডব♛্লিউ হন শাহরুখ। ২টি ছক্কার সাহায্যে ৮ বলে ১৫ রান করে মাঠ ছাড়েন তিনি। পঞ্জাব ১৫৪ রানে ৭ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান রাহুল চাহার। রশিদ ৪ ওভারে ২২ রানের বিনিমেয় ♚৩টি উইকেট নেন।
লিভিংস্টোন আউট
১৫.৩ ওভারে রশিদ খানের বলে ডেভিড মিলারের হাতে ধরা পড়েন লিয়াম লি🌞ভিংস্টোন। ৭টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ২৭ বলে ৬৪ রানের ঝোড়ো ইনিংস খেলে সাজঘরে ফেরেন লিয়াম। পঞ্জাব ১৫৩ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্য🍃াটসম্যান কাগিসো রাবাদা।
১৫ ওভারে পঞ্জাব ১৫২/৫
১৫ ওভার শেষে পঞ্জাবের♊ স্কোর ৫ উইকেটে ১৫২ রান। শামির ওভারে ১৮ রান ওঠে। ২টি ছক্কা মারেন শাহরুখ খান। ১টি চার মারেন লিভিংস্টোন। শাহরুখ ১৪ ও লিভিংস্টোন ৬৪ রানে ব্যাট করছেন।
ওডিন স্মিথ আউট
জিতেশ সাজঘরে ফেরার পরের বলেই আউট হন সদ্য ক্রিজে আ🐎সা ওডিন স্মিথ। ১৩.২ ওভারে নালকান্ডের বলে গিলের হাতেই ধরা পড়েন তিনি। ১ বল খেলে খাতা খুলতে পারেননি স্মিথ। পঞ্জাব ১২৪ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান শাহরুখ খান। ১৪ ওভারে🔜 পঞ্জাবের স্কোর ১৩৪/৫। লিভিংস্টোন ৫৯ রানে ব্যাট করছেন।
জিতেশ আউট
১৩.১ ওভারে দর্শন নালকান্ডের বলে শুভমন গিলের হাতে ধরা পড়েন জিতেশ শর্মা। ১টি চা🐷র ও ২টি ছক্কার সাহায্যে ১১ বলে ২৩ রান করে মাঠ ছাড়েন জিতেশ। পঞ্জাব ১২৪ রানে ৪ উইকেট𝕴 হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ওডিন স্মিথ।
হাফ-সেঞ্চুরি লিভিংস্টোনের
৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ২১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন লিয়াম লিভিংস্টোন। তেওয়াটিয়ার ওভারে মো𝓰ট ২৪ রান ওঠে। ২টি ছক্কা মারেন জিতেশ। ১টি চার ও ১টি ছক্কা꧂ মারেন লিভিংস্টোন। ১৩ ওভারে পঞ্জাবের স্কোর ১২৪/৩। লিভিংস্টোন ৫০ ও জিতেশ ২৩ রানে ব্যাট করছেন।
১২ ওভারে পঞ্জাব ১০০/৩
১২ ওভার শেষে প🐟ঞ্জাবের স্কোর ꦯ৩ উইকেটে ১০০ রান। লিভিংস্টোন ১৮ বলে ৩৯ রান করেছেন। ৭ বলে ১০ রান করেছেন জিতেশ শর্মা।
ধাওয়ান আউট
১০.১ ওভারে রশিদ খানের বলে ওয়েডের দস্তানায় ধরা পড়েন শিখর ধাওয়ান। ৪টি বাউন্ডারির সাহায্যে ৩০ বলে ৩৫ রান করেন গব্বর। পঞ্জাব ৮৬ রান ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান জিতেশ 🐈শর্মা। ১১ ওভারে পঞ্জাব♐ের স্কোর ৯০/৩।
পঞ্জাব ১০ ওভারে ৮৬/২
অর্ধেক ইনিꦇংস শেষ। পঞ্জাব কিংস ১০ ওভারে ২ উইকেটের বিনিময়ে ৮৬ রান তুলেছে। লিভিংস্টোন ৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১৪ বলে ৩৬ রান করেছেন। ধাওয়ান করেছ♛েন ৩৫ রান।
৫০ রানের গণ্ডি টপকে গেল পঞ্জাব
অষ্টম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে গেল প𝕴ঞ্জাব কিংস। ৮ ওভারে পঞ্জাবের স্কোর ২ উইকেটে ৬০ রান। শিখর ধাওয়ান ৩১ ও লিয়াম লিভিংস্টোন ১৪ রানে ব্যাট করছেন।
পাওয়ার প্লে-র ৬ ওভারে পঞ্জাবের স্কোর ৪৩/২
পাওয়ার প্লে-র ৬🎀 ওভারে পঞ্জাব কিংসের স্কোর ২ উইকেটে ৪৩ রান। ১৭ বলে ২৪ রান করেছেন শিখর ধাওয়ান। ২ বলে ৫ রান করেছেন লিয়াম লিভিংস্টোন। ধাওয়ান ৪টি বাউন্ডারি মেরেছেন।
বেয়ারস্টো আউট
৪.৫ ওভারে ফার্গুসনের ব🌺লে তেওয়াটিয়ার হাতে ধরা পড়ে🐟ন জনি বেয়ারস্টো। ২টি বাউন্ডারির সাহায্যে ৮ বলে ৮ রান করেন জনি। পঞ্জাব ৩৪ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান লিয়াম লিভিংস্টোন। তিনি মাঠে নেমে প্রথম বলেই চার মারেন। ৫ ওভারে পঞ্জাবের স্কোর ৩৮/২। ধাওয়ান ১২ বলে ২০ রান করেছেন।
মায়াঙ্ক আউট
১.৬ ওভারে হার্দিক পান্ডিয়ার বলে রশিদ খানের হাতে ধরা পড়েন মায়াঙ্ক আগরওয়াল। ১𝓰টি বাউন্ডারির সাহায্যে ৯ বলে ৫ রান করে মাঠ ছাড়েন আগরওয়াল। পঞ্জাব ১১ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান জনি বেয়ারস্টো।
ম্যাচ শুরু
পঞ্জাবের হয়ে ওপেন করতে নামেন শিখর ধাওয়ান ও ক্যাপ্টেন মায়াঙ্ক আগরওয়াল। গুজরাটের হয়ে বোলিং🤡 শুরু করেন মহম্মদ শামি। চতুর্থ বলে চার মেরে খেতা খোলেন মায়াঙ্ক। প্রথম ওভারে ৫ রান ওঠে।
গুজরাটের প্রথম একাদশ
শুভমন গিল, ম্যাথিউ ওয়েড (উইকেটকিপার), সাই সুদর্শন, অভিনব෴ মনোহর, হার্দিক পান্ডিয়া (ক্যাপ্টেন), ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, দর্শন নালকান্ডে, লকি ফার্গুসন ও মহম্মদ শামি। &nb🎶sp;
পঞ্জাবের প্রথম একাদশ
মায়াঙ্ক আগরওয়াল (ক্যাপ্টেন), শিখর ধাওয়ান𝓡, জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন, শাহরুখ খান, জিতেশ শর্মা (উইকেটকিপার), ওডিন স্মিথ, অর্শদীপ সিং, কাগিসো রাবা𓄧দা, রাহুল চাহার ও বৈভব আরোরা।
পঞ্জাবের জার্সিতে আত্মপ্রকাশ বেয়ারস্টোর
পঞ্জাব কিংসের হয়ে মাঠে নামছেন জনি বেয়ারস্টো। ব্রিটিশ তারকাকে জায়গা ছেড়ে দিলেন ভানুকা রাজাপক্ষে। অন্যদিকে গুজরাট তাদের প্রথম এক💯াদশে এক𓆉জোড়া রদবদল করে। বিজয় শঙ্কর ও বরুণ অ্যারনের বদলে মাঠে নামছেন দর্শন নালকান্ডে ও সাই সুদর্শন। শিকে ছিঁড়ল না ঋদ্ধিমান সাহার ভাগ্যে।
টস জিতল গুজরাট
পঞ্জাব কিংসের বিরুদ্ধে আইপিএল ২০২২-এর ম্যাচে টস জিতল গুজরা𒀰ট টাইটানস। টস জিতে গুজরাট অধিনায়ক হার্দিক পান্ডিয়া শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান মায়াঙ্ক আগরওয়ালদের। সুতরাং, ব্র্যাবোর্নে রান তাড়া করবে টাইটানস।
এপর্যন্ত গুজরাটের আইপিএল ২০২২ অভিযান
১. লখনউকে ৫ উইকেটে পরাজিত করে।
২. দিল্লির বিরুদ্ধে ১৪ রানে জয় তুলে নেয়।
এপর্যন্ত পঞ্জাবের আইপিএল ২০২২ অভিযান
১. ব্যাঙ্গালোরকে ৫ উইকেটে পরাজিত করে।
২. কেকেআরের কাছে ৬ উইকেটে হেরে যায়।
৩. চেন্নাই সুপার কিংসকে ৫৪ রানে হারিয়ে দেয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।