২০২৩ আইপিএলের দ্বিতীয় ম্যাচেই বড় নজির গড়ে ফেললেন কলকাতা নাইট রাইডার🐽্সের উমেশ যাদব। এ দিন কেকেআর মোহালিতে পঞ্জাব কিংসের মুখোমু💜খি হয়েছে। সেই ম্যাচে ১ উইকেট নিয়ে নজির গড়ে ফেললেন উমেশ।
শনিবার দুপুরের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে কেকেআর বোলারদের পিটিয়ে ছাতু করেন পঞ্জাবের ব্যাটাররা। কলকাতার বোলারদের মধ্যে বরুণ চক্রবর্তী এবং উমেশ যাদবই তুলনামূলক কম মার খান। উমেশ ৬.৭৫ ইকোনমি রেটে ৪ 🐟ওভারে ২৭ রান দিয়ে ১ উইকেট নেন। সেই সঙ্গে তিনি গড়েন আইপিএলের ইতিহাসে বড় নজির।
আরও পড়ুন: ধোনির চোট নিয়ে উদ্বিগ্ন সব♔াই, কতটা গুরুতর, রহস্য ফাঁস CSK কোচের
৩২ বলে ৫০ করে বিধ্বংসী হয়ে ওঠা ভানুকা রাজাপক্ষেক♎ে সাজঘরে ফেরান উমেশ। সেই সঙ্গে আইপিএলের ইতিহাসে কোনও একটি নির্দিষ্ট দলের বিরুদ্ধে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়ে ফেলেন উমেশ। এই নিয়ে তিনি পঞ্জাব কিংসের বিরুদ্ধে মোট ৩৪টি উইক🐻েট নিয়ে ফেললেন। সেই সঙ্গে এই তালিকায় এক নম্বর জায়গাটি তিনি দখল করে ফেললেন।
এই তাল൩িকায় দুইয়ে রয়েছেন ডো🎃য়েন ব্র্যাভো। তিনি মুম্বইয়ের বিরুদ্ধে মোট ৩৩টি উইকেট নেন। পঞ্জাব কিংসের বিরুদ্ধেই সুনীল নারিন ৩৩টি উইকেট নিয়ে তিনে রয়েছেন। প্রসঙ্গত, সুনীল নারিন শনিবারই পঞ্জাবের বিরুদ্ধে ১টি উইকেট নিয়ে তিনে উঠে এসেছেন। এ ছাড়া চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৩১ উইকেট নিয়েছেন লাসিথ মালিঙ্গা। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৩০ উইকেট রয়েছে ভুবনেশ্বর কুমারের। অমিত মিশ্র আবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৩০টি উইকেট নিয়েছেন।
আরও পড়ু🐼ন: ফুটবল ছেড়ে RCB-তে যোগ সুনীল ছেত্রীর, ডাইভ দিয়ে ক্যাচ ধরে চমকে দেন সকলকে- ভিডিয়ো
এ দিন টস জিতে পঞ্জাবকে ব্যাট করতে পাঠায় কলকাতা নাইট রাইডার্স। প্রথমে ব্যাট করে পঞ্জাব ৫ উইকেট 💧হারিয়ে ১৯১ রানের বড় ইনিংস গড়ে। শুরু থেকে কেকেআর বোলারদের মারার স্ট্র্যাটেজি নিয়েই খেলতে নেমেছিল পঞ্জাব। পিবিকেএস-এর প্রথম উইকেট পড়ে ২৩ রানে। আর এই ২৩ রান একাই ১২ বলে করে সাজঘরে ফেরেন প্রভসিমরন ꦅসিং। ২টি চার এবং ২টি ছয় রয়েছে তাঁর ইনিংসে। আর এক ওপেনার এবং পঞ্জাবের অধিনায়ক শিখর ধাওয়ান ২৯ বলে ঝোড়ো ৪০ রান করেন। তাঁর ইনিংসে রয়েছে ৬টি চার।
তিনে নেমে রাজাপক্ষে পঞ্জাবের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন। তাঁর ইনিংসে রয়েছে ৫টি 🌃চার এবং ২টি ছয়। এ ছাড়া জিতেশ শর্মা ১১ বলে ২১ করেন। ১৩ বলে ১৬ করেন সিকান্দার রাজা। ১৭ বলে অপরাজিত ২৬ করেন স্যাম কারান। ৭ বলে অপরাজিত ১১ করেন শাহরুখ খান। মোটামুটꦕি পঞ্জাবের ব্যাটাররা প্রত্যেকেই কমবেশি ছাতু বানিয়েছেন কলকাতার বোলারদের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।