কিংবদন্তি ক্রিকে𓃲টার সুনীল গাভাসকর টি নটরাজনের রীতিমতো মুগ্ধ। তরুণ তারকার প্রচুর প্রশংসা করেছেন তিনি। গাভাসকর বলেছেন, বাঁহাতি পেসার চোট সমস্যা কাটিয়ে ওঠার পরে এ বার আইপিএলে রীতিমতো আত্মবিশ্বাসী। এবং নটরাজন অবশ্যই ভারতীয় দলে প্রত্যাবর্তনের দৌড়ে থাকবেন। এই পেসার এই বছরের শেষের দিকে অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা করে নেওয়ার ক্ষেত্রে অন্যতম দাবীদার হবেন।
এই বছর আইপিএলে ১৪.৫৩ গড়ে ৭ ম্যাচে ১৫ উইকেট নিয়ে পার্পল ক্যাপের তালিকায় নটরাজন দ্বিতীয় স্থানে রয়েছেন। তামিলনাড়ুর পেসার সানরাইজার্স হায়দরাবাদের হয়ে শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে গ্লেন ম্যাক্সওয়েল সহ ৩𒉰 উইকেট তুলে নিয়েছিলেন꧙। নটরাজনদের দাপটে আরসিবি-র ইনিংস আইপিএলের ইতিহাসে পঞ্চম-সর্বনিম্ন মোট ৬৮ রানে গুটিয়ে গিয়েছিল।
নটরাজন নিঃসন্দেহে বেশ ভালো গতিতে বোলিং করেছেন। স্টার স্পোর্টসে গাভাসকর বলেছেন, ‘আমরা সবাই জানি ইয়র্🦹কার ওর বিশেষত্ব। তবে ও বল হাতে বেশ ভালো ছন্দে রয়েছে। ও ছন্দে ফিরে আসায় ভালো লাগছে। কারণ কিছু সময়ের জন্ܫয মনে হচ্ছিল, ভারতীয় ক্রিকেট ওকে হারিয়ে ফেলেছে।’
এর সঙ্গেই তিনি যোগ করেছেন, ‘ও আবার ভারতীয় দলে ঢোকার লড়াই করবে। আমি নিশ্চিত যে, ১৬তম এবং ২০তম ওভারে ও🃏 যে ভাবে বোলিং করেছে, তাতে ও ভারতীয় দলের ঢোকার অনেক বড় দাবীদ൲ার হবে।’
আরও পড়ুন: গোল্ডেন ডাক করেജও ফুরফুরে মেজাজে, ভক্তদের উদ্দেশ্যে ফ্লাইং কিস কোহলির
আরও পড়ুন: সকলকে ছেড়ে পিচ ব্যাটাকে ধর- লজ্জার হারের কারণ হাতড💫়ালেন RCB ক্যাপ্ﷺটেন
নটরাজন, যি𝔍নি ২০২০-২১ সালে অস্ট্রেলিয়াযর বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন। তিনি শেষ বার ভারতের হয়ে ২০২১ সালের মার্চে খেলেছেন। আইপিএল ২০২১-এর প্রথমার্ধে একটি হাঁটুর চোটের কারণ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে সে ভাবে খেলতেই পারেননি। সে বার তিনি মাত্র ২টি ম্যাচ খেলেছিলেন।
হাঁটুর আঘাতের পুনরাবৃত্তির কারণে নটরাজন এই বছরের শুরুতেও ঘরোয়া সাদা বলের টুর্নামেন্টে তামিলনাড়ুর হয়েও খেলতে পারেননি। তবে তার ফিটনেস এবং দক্ষতার উপর কঠোর পরিশ্রম করার পরে নটরাজন আগের চেয়ে আরও বেশি আত্মবিশ্বাসী হ🔜য়েছেন বলে দাবি গাভাসকরের।
তিনি বলেছেন, ‘গত বছর, সম্ভবত ও ওর খেলার ছন্দেই ছিল না। এই মুহূর্তে ও আত্মবিಞশ্বাসে ভরপুর। ওর চোট সারিয়ে এখন দুরন্ত ছন্দে রয়েছে। ও বুঝতে পারছে যে, বিশ্বকাপ আসছে। আর ও অস্ট্রেলিয়ার সেই ফ্লাইটে থাকতে চায়।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।