অর্জুন তেন্ডুলকর। আইপিএল ২০২৩-♊এ এই নামটি প্রাধান্য পাচ্ছে। মুম্বই দল যখনই মাঠে নামছে তখনই শিরোনামে থাকে অর্জুনের নাম। অর্জুন তাঁর বোলিংয়ের কারণে আলোচনায় রয়েছেন। এই বাঁহাতি বোলার খুব বেশি উইকেট না ন𝓡িলেও বিশ্বের সামনে নিজের দুর্দান্ত শক্তি প্রমাণ করেছেন। এই খেলোয়াড় পাওয়ারপ্লেতে তার বোলিং শক্তি দেখাচ্ছেন। অর্জুন তেন্ডুলকর টানা চারটি ম্যাচে পাওয়ারপ্লেতে আশ্চর্যজনকভাবে বোলিং করেছেন এবং গুজরাট টাইটানসের বিরুদ্ধেও শুভমন গিল-ঋদ্ধিমান সাহার মতো বিস্ফোরক ওপেনারদেরও বেঁধে রেখেছিলেন।
আরও পড়ুন… ম্যাচের আগেই🅘 শামি ও ঋদ্ধিকে স্মারক তুলে দিলেন হার্দিক, বিষয়টা কী?
আমরা আপনাকে বলি যে অর্জুন তেন্ডুলকর এখনও পর্যন্ত চারটি আইপিএল ম্যাচ খেলেছেন এবং প্রতিবারই তিনি পাওয়ারপ্লেতে খুব সাশ্রয়ী ছিলেন। গুজরাটের বিরুদ্ধে, পাওয়ারপ্লেতে অর্জুন ২ ওভার বল করে ৯ রান দিয়েছিলেন এবং🐼 ঋদ্ধিমান সাহার উইকেট শিকার করেছিলেন। অর্জুনকে পঞ্জাবের বিরুদ্ধে মাত্র একটি ওভার দেওয়া হয়েছিল যেখানে তিনি মাত্র পাঁচ রান দিয়েছিলেন। যদিও এই ম্যাচে তাঁর পরিসংখ্যান খুব খারাপ ছিল, কিন্তু পাওয়ারপ্লেতে তাঁর বল প্রতিপক্ষের ব্যাটসম্যানদের বেঁধে রেখেছিলেন কিন্তু পরে ডেথ ওভারে বল করতে এসে এক ওভারে ৩১ রান হজম করেছিলেন। ফলে সেই ম্যাচে তিন ওভারে তিনি দিয়েছিলেন ৪৮ রান।
আরও পড়ুন… T20I -তে ২০০ উইকেট নেওℱয়ার কৃতিত্ব অর্জন করলেন শাহিন আফ্রিদি
হায়দরাবা🅷দের বিরুদ্ধে ম্যাচেও অর্জুনের আগুন দেখা গিয়েছিল। পাওয়ারপ্লে চলাকালীন, অর্জুন প্রথম ওভারে মাত্র পাঁচ রান খরচ করেছিলেন যখন হ্যারি ব্রুকের মতো একজন ব্যাটসম্যান তাঁর সামনে স্ট্রাইকে ছিলেন। পাওয়ারপ্ল🔯েতে দুই ওভারে মাত্র ১৪ রান খরচ করেছিলেন তিনি। অর্জুন তার প্রথম আইপিএল ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ২ ওভারে মাত্র ১৭ রান দিয়েছিলেন। তবে কি পঞ্জাবের বিরুদ্ধে এক ওভারে ৩১ রান খরচ করায় হয়তো গুজরাটের বিরুদ্ধে ডেথ ওভারে বল করাতে সাহস পাননি রোহতি শর্মা। সেই কারণেই হয়তো গুজরাটের বিরুদ্ধে ম্যাচে মাত্র ২ ওভার বল করলেন অর্জুন তেন্ডুলকর।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- //pbv88casino.cc/sports/ipl)
এখন প্রশ্ন, পাওয়ারপ্লেতে অর্জুন তেন্ডুলকার এত কার্যকর কেন? পাওয়ারপ্লেতে অর্জুন তেন্ডুলকরের সাফল্যের রহস্য꧒ তাঁর সুইং বোলিং। নতুন বলের সদ্ব্যবহার করেন অর্জুন তেন্ডুলকর। তার দৈর্ঘ্য ভালো এবং সে কারণেই সে সুইং খুব ভালো ব্যবহার করে। অর্জুন তেন্ডুলকর একটি জিনিস প্রমাণ করেছেন যে তিনি নতুন বলের সেরা বোলার। সুইংয়ের উপর তার নিয়ন্ত্রণ আছে, তাই এখন মুম্বই ইন্ডিয়ান্স টিম ম্যানেজমেন্ট এব🥀ং অধিনায়ক রোহিত শর্মার দায়িত্ব অর্জুনের ভূমিকা পরিবর্তন করে পাওয়ারপ্লেতে তাঁকে ৩ ওভার করানো। সেখানে এই বোলারের উইকেট নেওয়ার আরও সুযোগ থাকবে এবং এটি কেবল মুম্বইয়ের জন্য উপকৃত হবে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT A🍷pp🌜 থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।