রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংস -এর মধ্যে IPL 2023 এর ৩৭ তম ম্যাচটি জয়পুরের সওয়াই মানসিংহ স্টেডিয়ামে খেলা হয়🙈েছিল। এই ম্যাচে রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন এবং ব্যাটসম্যানরা অধিনায়কের সি💎দ্ধান্তকে সঠিক প্রমাণ করেছিলেন। রাজস্থান নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ২০২ রান তুলেছিল। রাজস্থান রয়্যালসের ইনিংসের সময় ক্যাপ্টেন কুল এমএস ধোনিকে মেজাজ হারাতে দেখা গেল।
আরও পড়ুন… IPL 2023 -এর অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপের দৌড়ে বড় পরিবর্তন, 𒅌রুতুরাজ এবং দেশপান্ডের চমক
রাজস্থানের ব্যাটিং ইনিংসের ১৬তম ওভারের সময়, দ্বিতীয় বলটি শিমরন হেতমায়ের প্যাডে আঘাত করে এবং উইকেটের পিছনে চলে যায়। ধোনি চতুরতার সঙ্গে নন-স্ট্রাইকার প্রান্তে বলটি ছুঁড়ে দেন কিন্তু বোলার মাথিশা পাথিরানা মাঝখানে এসে বলটি ধরে ফেলেন। যা দেখে চিৎকার করে ওঠেন এমএস ধোনি। যা দেখে কিছুক্ষণের জন্য তরুণ পাথিরানা ভয় পেয়ে যান। অবাক হয়ে তিনি ধোনির দিকে তাকিয়ে থাকেন। সেই সময়ে ধোনি ইশারায় তাঁকে বলেন যে, তিনি অন্য প্রান্তে🥂 বল ছুঁড়তে যাচ্ছিলেন, সে কারণেই তিনি থ্রোটি করেছিলেন। যা পরে বুঝতে প🐠ারেন পাথিরানা। নিজের ভুল বুঝতে পেরে লজ্জায় মুখ ঢাকেন শ্রীলঙ্কার এই তারকা ক্রিকেটার। ম্যাচের মুহূর্তের এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে বর্তমানে বেশ ভাইরাল হচ্ছে।
আরও পড়ুন… IPL 2023 Poꦿints Table: RR-র দখলে এক নম🥂্বরের মুকুট, হেরে বড় ক্ষতির মুখে CSK
ম্যাচের কথা বলতে গেলে এদিন জয়পুরে প্রথমে ব্যাট করে রাজস্থান রয়্যালস। তারা নির্ধারিত ২০ ওভারে ২০২ রান করেন পাঁচ উইকেটের বিনিময়ে। ওপেনার যশস্বী জয়সওয়াল দুরন্ত একটি ইনিংস খেলেন। ৪৩ বলে ৭৭ রান করে আউট হন তিনি। তিনি নিজের ইনিংসে হাঁকিয়েছেন ৮ টি চার এবং ৪ টি ছয়। এ ছাড়াও জোস বাটলার ২৭, ধ্রুব জুড়েল ৩৪ এবং দেব🧜দূত পাডিক্কাল অপরাজিত ২৭ রান করেন। চেন্নাইয়ের হয়ে তুষার দেশপান্ডে দুটি উইকেট নেন। জবাবে ২০৩ রান তাড়া করতে নেমে মাত্র ১৭০ রানেই আটকে যায় চেন্নাই সুপার কিংস। ওপেনার রুতুরাজ গায়কোয়াড় করেন ২৯ বলে ৪৭ রান। এ দিন তাদের ওপেনার ডেভন কনওয়ে এবং অজিঙ্কা রাহানে বলার মতন রান পাননি। শিবম দুবে ৩৩ বলে ৫২ রান করে লড়াই করার চেষ্টা চালিয়েও ব্যর্থ হন। ফলে ৩২ রানের ব্যবধানে ম্যাচ জিতে নেয় রাজস্থান রয়্যালস।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- //pbv88casino.cc/sports/ipl)
এই খবরটি আপনি পড়তে পারেꦇন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT Ap𒁃p ডাউনলোড করার লিঙ্ক
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।