সোমবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচের আগে এ বার𒅌ের আইপিএলে কোনও উইকেট নিতে পারেননি ওয়൲াশিংটন সুন্দর। কিন্তু দিল্লির বিরুদ্ধে এক ওভারেই তিনি বদলে দিলেন ম্যাচের রং। সেই সঙ্গে গড়লেন বড় নজির।
দিল্লির ইনিংসের অষ্টম ওভারে সুন্দর আগুনে ছারখার হয়ে যান ডেভিড ওয়ার্নারর🍰া। এই ওভারে পড়ে দিল্লির তিন উইকেটে। ওভারের দ্বিতীয় বলে ওয়ার্নারকে ফেরান সুন্দর। ২০ বলে ২১ করে হ্যারি ব্রুকের হাতে ক্য𝓀াচ দিয়ে সাজঘরে ফেরেন ডিসি অধিনায়ক। চতুর্থ বলে ফেরান সরফরাজ খানকে। তাঁর ক্যাচ ধরেন ভুবনেশ্বর কুমার। ৯ বলে ১০ করে আউট হন সরফরাজ। শেষ বলে ফেরান আমান হাকিমকে। ২ বলে ৪ করে অভিষেক শর্মার হাতে ক্যাচ দিয়ে আউট হন আমন হাকিম। এই ওভারে ৫ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন সুন্দর।
২০২৩ আইপিএলে এটাই প্রথম এক ওভারে ৩ উইকেটেౠর নজির। এই বছর এর আগে আর কোনও বোলার এক ওভারে ৩ উইকেট নিতে পারেননি। ২০২৩ আইপিএলে সুন্দরই প্রথম এক ওভারে তিন উইকেট নিয়ে নজির গড়লেন🔴।
এই এক ওভারেই দিল্লি ক্যাপিটালসের কোমর একেবারে ভেঙে যায়। এর আগে ꦓপ্রথম ওভারেই ফিল সল্টকে ফিরিয়েছিলেন ভুবনেশ্বর কুমার। সেটা দিল্🎀লির কাছে বড় ধাক্কা ছিল। ১ বল খেলে ১০ করে ক্লাসেনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছিলেন সল্ট। এর পর পঞ্চম ওভারে মারকুটে মেজাজে থাকা মিচেল মার্শকে (১৫ বলে ২৫ রান) এলবিডব্লিউ করেন টি নটরাজন। তার পর সুন্দরের দাপটে দিল্লি একেবারে ধরাশায়ী হয়ে যায়।
আরও পড়ুন: মাহিমন্ত্🎐রেই বদলেছে ক্রিকেটীয় 🔯দর্শন, রবিবারের ইডেন মাতিয়ে অকপট রাহানে
এর পর মণিশ পাণ্ডে এবং অক্ষর প্যাটেল কিছুটা হাল ধরার চেষ্টা করেন। ৩৪ করে রান করেন দুই তারকাই। বাকিদের অবস্থা তথৈবচ। টানা উইকেট হারাতে থাকে তারা। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে কোনও মতে ১৪৪-এ স্কোর টেনে নিয়ে যায় দিল্লি। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেও হায়﷽দরাবাদ বোলারদের দাপটে, সেটা বুমেরাং হয়ে যায়।
এ দিন হায়দরাবাদের বোলাররা ভালো বল করার পাশাপাশি ফিল্ডাররাও খুব তৎপর ছিলেন। এ দিন দি🧸ল্লির তিন ব্যাটার রানআউট হয়েছেন। আর ভুবি ৪ ওভার বল করে ১১ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়েছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে দুরন্ত বোলিংয়ের নদির এটি। ওয়াশিংটন সুন্দর ৪ ওভারে ২৮ রান দিয়ে ৩ উইকেট নেন। টি নটরাজন ১টি উইকেট নিয়েছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।