এলেন, দেখলেন, জয় করলেন বলা যায়। ম্যাচের একেবারে শুরুতেই মাইকেল ব্রেসওয়েল সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে যে ধাক্কা দেন, সেটা 🅷আরসিবিকে প্রয়োজনীয় আত্মবিশ্বাস এনে দেয় উপ্পলে।
ওয়ানিন্দু হাসারাঙ্গা ফিট থাকলে আরসিবির হয়ে মাঠে নামা হতো না মাইকেল ব্রেসওয়েলের। সিংহলি তারকার চোটেই ফেরꩲ শিকে ছেঁড়ে কিউয়ি স্পিনার অল-রাউন্ডারের ভাগ্যে। সেই সুযোগটা তিনি কাজে লাগান যথাযথভাবে।
আইপিএলের একেবারের শুরুর দিকে মুম্বই ও কেকেআরের বিরুদ্ধে ২টি ম্যাচে মাঠে নেমে সাকুল্যে ২টি উইকেট নেন ব্রেসওয়েল। প্রায় দেড় মাস রিজার্ভ বেঞ্চে কাটানোর পরে জয়পুরে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে পুনরায় আরসিবির প্রথম একাদশে সুযোগ পান ব্রেসওয়েল। সেই ম্য়াচে ৩ ওভার বল করে ১৬ রানের⛄ বিনিময়ে ২টি উইকেট পকেটে পোর🎶েন তিনি।
এবার হায়দরাবাদে সানরাইজার্সের বিরুদ্ধে নিজের প্রথম ওভারেই প্রতিপক্ষ দলের দুই ওপেনারকে সাজঘরে ফেরান ব্রেসওয়েল। উপ্পলে ট🤡স জিতে হায়দরাবাদকে শুরুতে ব্যাট করতে পাঠায় আরসিবি। ম্য়াচের শুরুতেই ২ ওভার করে বল করেন ব্যাঙ্গালোরের দুই পেসার মহম্মদ সিরাজ ও ওয়েন পার্নেল। ৪ ওভার শেষে হায়দরাবাদের স্কোর ছিল বিনা উইকেটে ২৭ রান।
পঞ্চম ওভারে প্রথমবার স্পিন আক্রমণ শানায় আরসিবি। ফ্যাফ ডু'প্লেসি বল তুলে দেন ব্রেসওয়েলের হাতে। প্রথম বলেই তিনি তুলে নেন অভিষেক শর্ম🍃ার উইকেট। ৪.১ ওভারে মহীপাল লোমরোরের হাতে ধরা পড়েন অভিষেক। ২টি বাউন্ডারির সাহায্যে ১৪ বলে ১১ রান করে মাঠ ছাড়েন তিনি।
ওভারের তৃতীয় বলে ব্রেসওয়েল আউট করেন রাহুল ত্রিপাঠীকে। রাহুল বড় শট খেলার চেষ্টায় হার্ষালౠ প্যাটেলের হাতে ধরা পড়েন। তিনি ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১২ বলে ১৫ রান করে মাঠ ছাড়েন। সানরাইজার্স দলগত ২৮ রানের মাথায় দুই ওপেনারের উইকেট হারিয়ে বসে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।