নির্ভুল নো-লুক শট! না দেখেই বাস্কেটে ফেললেন বাস্কেটবল।অসম্ভবকে সম্ভব করে দেখালেন চেন্নাই সুপার কিংসের 💃অধিনায়ক রবীন্দ্র জাদেজা।চেন্নাই সুপার কিংস (CSK) অধিনায়ক রবীন্দ্র জাদেজা সম্প্রতি তাঁর ভক্তদের জন্য একটি ভিডিয়ো শেয়ার করেছেন। যেখানে তিনি নিজের বাস্কেটবলের দক্ষতা দেখিয়েছেন। জাদেজা বাস্কেটবল কোর্টে তাঁর নির্ভুল নো-লুক শট দিয়ে ভক্তদের অবাক করেছেন। জাদেজা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিয়ো শেয়ার ক🍸রেছেন, যাতে দেখা যাচ্ছে উল্টো দিকে ঘুরে বাস্কেটের দিকে না দেখেই বাস্কেটবলকে নির্ভুল ঠিকায়ান ফেলছেন। একবার নয়, বারবার এই কাজ করতে দেখা গেছে জাদেজাকে। যা দেখে নেটিজেনরা অবাক হয়েছেন।
২০২২ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শুরুটা ভালো হয়নি চেন্নাইয়ের। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই তাদের প্রথম তিনটি ম্যাচে টানা হেরেছে এবং বর্তমানে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে। শনিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এই মরশুমের চতুর্থ ম্যꦚাচ খেলতে নামবে জাদেজার নেতৃত্বাধীন চেন্নাই। এই ম্যাচটি হবে মুম্বইয়ের ডিওয়াই প্যাটিল স্টেডিয়ামে। চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই দল পরিবর্তনের একটি পর্বের মধ্য দিয়ে যাচ্ছে। চলতি মরশুম শুরুর দুই দিন আগেই এমএস ধোনি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। তাদের আসন্ন ম্যাচে চেন্নাই দল ফিরে আসার চেষ্টা করবে এবং তাদের পারফরম্যান্সে উন্নতি করবে। এই সম🐻য়ে লিগে ১০টি দল খেলছে। অনেকেই মনে করেন এমন অবস্থায় জাদেজা অ্যান্ড কো-এর পক্ষে প্রত্যাবর্তন করা সহজ হবে না। তবে চেন্নাইয়ের ইতিহাসের দিকে তাকালে বলা যায় যে তাদের পক্ষে কামব্যাক করাটা কঠিন নয়। আর এদিন জাদেজা যা করে দেখালেন তারপর তো বলাই যায়, ‘পিকচার আভি বাকি হে।’
চেন্নাই সুপার কিংস দলের অধিনায়ক রবীন্দ্র জাদেজার নির্ভুল নো-লুক শটই তার প্রমাণ দেয়। জাদেজা এই মরশুমে তিনটি ম্যাচে ২১.৫০ গড়ে মাত্র ৪৩ রান করেছেন। জাদেজার স্ট্রাইক রেট এখন পর্যন্ত ১১০-এর নিচে। বোলিংয়েও জাদেজার পারফরম্যান্সে বিশেষ কিছু ছিল না। এখনও পর্যন্ত তাঁর নামে মাত্র একটি উইকেট রয়েছে। জাদেজা এই মরশুমে বল হাতে এখন পর্যন্ত আটের ইকোনমি রেটে রা⛄ন খরচ করেছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।