সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে বল হাতে ওয়ানিন্দু হাসারাঙ্গার দাপটে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৬৭ রানের ব্যবধানে বড় জয় পায়। নির্ধারিত চার ওভারে মাত্র ১৮ রান খরচ কꦦর💫ে পাঁচ উইকেট নিয়ে ম্য়াচের সেরা হন হাসারাঙ্গা। আবারও একবার এই ম্যাচে নিজের জাত চেনালেন তিনি।
আইপিএল নিলামে আরসিবি তাঁকে ১০.৭৫ কোটি টাকায় কেনায়, সর্বকালের সবচেয়ে দামি শ্রীলঙ্কান হয়ে যান হাসারাঙ্গা। সেই দামের মূল্য নিজের পারফরম্যান্স দিয়েই চোকাচ্ছেন তিনি। ইতিমধ্যেই এবারের আইপিএলের এখনও অবধি দ্বিতীয় সর্বোচ্চ, ২১টি উইকেট নিয়ে ফেলেছেন তিনি💃। আইপিএল থেকে প্রাপ্ত এই অভিজ্💃ঞতাকে তিনি ভবিষ্যতে শ্রীলঙ্কার হয়েই কাজে লাগাতে চান।
ম্যাচ শেষে হাসারাঙ্গা বলেন, ‘এই বছর (আইপিএলে) শ্রীলঙ্কার চার জন খেলোয়াড় দারুণ খেলছেন। বিশেষত মাহিশ থিকসানা, দুষ্মন্ত চামিরা ও ভানুকা রাজাপক্ষ। আমাদের তিনজন প্রধান বোলারই আইপিএলে খেলছে। এটা আমাদের জন্য দারুণ এক অভিজ্ঞতা, যা পরবর্তীত🅺ে শ্রীলঙ্কার হয়ে খেলার সময় কাজে লাগবে।’
আরসিবি দলে তাঁর ভূমিকা সম্পর্কে বলতে গিয়ে হাসারাঙ্গা জানান, ‘আমি একজন উইকেট টেকিং বোলার এবং দলও আমাকে সেইভাবেই দেখে। আমি অনেকগুলি ডট বল করা এবং উইকেট নেওয়ার চেষ্টায়𒈔 থাকি সর্বদা। আমি মাঝের ওভারগুলিতে উইকেট নিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলতে চাই। দলে এটাই আমার ভূমিকা। নিজের ♕পরিস্থিতি নিয়ে বর্তমানে আমি ভীষণ খুশি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।