প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ ২০১৪সালে কিংস ইলেভেন পঞ্জাব (বর্তমানে পঞ্জাব কিংস) টিমের অংশ ছিলেন। সে বার আইপিএলের ফাইনালে উঠেছিল পঞ্জাবের টিম। যদিও লিগ পর্বে বীরু খুব একটা নজর কাড়তে পারেননি। তবে সেহওয়াগ ওয়াংখেড়ে স্টেডিয়ামে কোয়ালিফায়ার টু-এ চেন্নাই সুপার কিংসের (সিএসকে) বিরুদ্ধে নিজের সেরাটা একেবা💦♒রে নিংড়ে দিয়েছিলেন।
সেহওয়াগ মাত্র ৫৮ বলে ✃১২২ রান করেছিলেন চেন্নাইয়ের বিরুদ্ধে। যার মধ্যে ১২টি চার এবং আটটি ছক্কা ছিল। চেন্নাই তাঁকে কোনও ভাবেই আটকাতে পারছিল না। আর এই ইনিংসটি খেলার পিছনে সেহওয়াগের ছেলে অনেকটাই অনুপ🤡্রেরণার কাজ করেছিল। এবং তাঁকে তাতিয়ে দিয়েছিল।
আরও পড়ুন: SRH-এর 𝓰বিরুদ্ধে ২৮ করেই বড় মাইলস্টোন রোহি🥂তের, স্পর্শ করলেন কোহলি, শিখরের নজির
স্টার স্পোর্টসকে দেওয়া এক খোলামেলা সাক্ষাৎকারে সেহওয়াগ সিএসকে-র বিরুদ্ধে তার সেঞ্চুরি সম্পর্কে বলেছেন, ‘আমার জন্য সবচেয়ে স্মরণীয় মুহূর্ত চেন্নাইয়ের বিপক্ষে সেঞ্চুরি। এর আগে আমি বেশি রান করতে পারিনি এবং আমার ছেলে আমাকে বলত, বাবা, স্কুলে আমার বন্ধুরা আমাকে উত্যক্ত করে। কারণ তুমি রান করতে পারছো না। আমি আমার ছেলের জন্য রান করতে চেয়েছিলাম এবং তার পর ১২২ রান করেছিল। এবং আমার ছেলে খুব খুশি হ🍸য়েছিল।’
আরও পড়ুন: মইন ফিল্ডিং মিস 💃করতেই আগুনে দৃষ্টিতে তাকালেন ধোনি, দেখলেꦑ ভয় পেয়ে যাবেন- ভিডিয়ো
তিনি যোগ করেন, ‘আমরা জানতাম, চেন্নাই একটি বড় দল। কিন্তু আমরা খেলতে নামার আগে কখনও ভাবিনি যে, শুধু মাত্র ওদের মতো বড় দলই জিতবে। একজন বীরেনꦺ্দ্র সেহওয়াগও ১২২ রান করেছিল এবং ওরা কাগজে-কলমে আমাদের চেয়ে ভালো দল হলেও, তাদের হারান꧅োর জন্য আমরা যথেষ্ট ছিলাম। তাই এটি টি-টোয়েন্টি ক্রিকেটের সৌন্দর্য এবং ব্যক্তিগত পারফরম্যান্স কখনও কখনও একক ভাবে বিরোধী দলকে ডুবিয়ে দিতে পারে।’
বীরেন্দ্র শেবাগ তর্কাতীতভাবে প্রতিপক্ষের জন্য সবচেয়ে বিপজ্জনক ব্যাটারদের একজন। এবং ভক্তদের জন্যও একজন উপযুক্ত বিনোদনকারী ছিলেন। এমন কী আইপিএলেও তার আক্রমণাত্মক স্ট্রোক-প্লে স্পষ্ট ছিল। সেওয়াগ বলেছেন, ‘আমার মনে নেই (চেন্নাইয়ের বিরুদ্ধে প্রথম তিনটি বলে বীরুর তিনটি চার)। তবে আমি নিশ্চিত যে ওরা অবশ্যই দুর্দান্ত ছিল (হাসি)। আমি সেখানে ছিলাম মানুষকে বিনোদন দেওয়ার জন্য এবং আইপিএল একটি বিনোদন🦋মূলক লিগ। আইপিএলে মাঠে ও মাঠের বাইরে সবাইকে বিনোদন দিয়ে চলেছে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।