রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে পরাজিত করার পরে মুখ খুলেছেন কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার আন্দ্রে রাসেল। টানা চারটি হারের পর জয়ের মুখ দেখেছে কলকাতা। আর এই জয় যে কলকাতার জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল সেটাই মনে করালেন রাসেল। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে চলতি আইপিএল ২০২৩-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে পরাজিত করার কারণে কলকাতা নাইট রাইডার্স টানা চারটি হারের পরে একটি অত্যন্ত প্রয়োজনীয় জয় পেয়েছে। এই জয়ের ফলে স্বস্তি পেয়ে൲ছে কলকাতা শিবির।
জেসন রয়ের ৫৬ (২৯) এবং অধিনায়ক নীতীশ রানার ২১ বলে ৪৮ রান করার পরে কলকাতা নাইট রাইꦏডার্স স্কোর বোর্ডে পাঁচ উইকেট ২০০ রান তোলে। পরে বল করতে নেমে বরুণ চক্রবর্তী চার ওভারে ২৭ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন এবং সুয়াশ শর্মা ৩০ রান দিয়ে ২ উইকেট নেন। RCB ব্যাটসম্যানরা আট উইকেটে ১৭৯ রান করে এবং ব্য♋াঙ্গালোর ২১ রানে পরাজিত হয়।
ম্যাচ জয়ের পরে আন্দ্রে রাসেল বলেন, ‘আমাদের সত্যিই এই জয়টা দরকার ছিল। শেষ কয়েকটি ম্যাচে আমরা পাম্পের নীচে ছিলাম। আজ রাতে প্রথমে ব্যাট করতে নামার আগে আমরা জানতাম একবার বোর্ডে একটি শালীন স্কোর করলে আমরা তাদের উপরে চাপ তৈরি করতে পারব। আমাদের লক্ষ্য ছিল তাদের পাওয়ার প্🧔লেতে ৫৫ রানের কমে আটকে রাখা এবং মিডিল ওভারে ওদের টেনে ধরে রাখা। আমরা মাঝপথে এটি করতে সক্ষম হয়েছিলাম।’
আরও পড়ুন… Premier League: আর্সেনালকে ৪-১⛎ গোলে হারিয়ে চ্য🎐াম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে ম্যান সিটি
ম্যাচে টস হেরে ব্যাটিং করতে নামা এবং ম্যাচে শিশির কতটা ফ্যাক্টর করেছিল সে বিষয়ে কথা বলতে গিয়ে কলকাতা নাইট রাইডার্সের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল বলেন, ‘প্রথমে ব্যাটিং করা বা দ্বিতীয় ব্যাটিং করা আপনি কত রান সেট আপ করছেন তার উপর নিরভ্র করে এবং এটা নির্ভর করে শিশির ফ্যাক্টরের উপর।’ নিজের বোলিং নিয়ে কথা বলতে গিয়ে রাসেল বলেন, ‘বল হাতে পে💝লেই আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি। ব্যাট হা൩তে আমি খারাপ সময়ের সঙ্গে লড়াই করছি। এখনও আমি আত্মবিশ্বাসী, আমি জানি আমায় কী করতে হবে। সত্যিই ভালো ইয়র্কার পেয়েছিলাম, কৃতিত্ব সিরাজকে দিতেই হবে। পুনরুদ্ধার করা আমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। আমি যত বড় হব, তত বেশি অভিজ্ঞ হতে থাকব এবং তত বেশি আমি আমার শরীরের যত্ন নেব।’
আরও পড়ুন… CSK-তে ফিরবেন কি স্যান্টনার, কী হবে সঞ্জুদের দল, জানুন RR ও CSK -এর সম্ඣভা👍ব্য একাদশ
ম্যাℱচের কথা বলতে গেলে, ওপেনার জেসন রয়ের অর্ধশতক এবং অধিনায়ক নীতীশ রানার সাবলীল ইনিংসের পর বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সের কারণে কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচ ২১ রানে জিতেছে। নাইট রাইডার্সের দেওয়া ২০১ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে অধিনায়ক বিরাট কোহলির অর্ধশতকের (৩৭ বলে ৫৪ রান, ছয়টি চার) সত্ত্বেও আরসিবি-র দল আট উইকেটে🐈 ১৭৯ রান করতে পারে। তারা ছাড়া শুধুমাত্র মহিপাল লোমরোর (৩৪) এবং দীনেশ কার্তিক (২২) ১৫০ রানের সীমা অতিক্রম করতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- //pbv88casino.cc/sports/ipl)
কলকা নাইট রাইডার্সের হয়ে লেগ-স্পিনার বরুণ চক্রবর্তী (৩/২৭) এবং সুয়াশ শর্মা (২/৩০) একসঙ্গে পাঁচ উইকেট নেন। আন্দ্রে রাসেলও ২৯ রান খরচ করে ২ উইকেট নেন। কলকাতা নাইট রাইডার্সের হয়ে এর আগে জেসন রয় ২৯ বলে ৫৬ রান করেন। তিনি নিজের ইনিংসে পাঁচটি ছক্কা ও চারটি চার মারেন এবং অধিনায়ক নীতীশ রানার ব্যাট থেকে আসে ২১ বলে ৪৮ রান। এদিন নীতীশ রানা চারটি ছক্কা ও তিনটি চার মারেন। এরফলে পাঁচ উইকেটে ২০০ রানের শক্তিশালী স্কোর করেছিল কলকাতা নাইট রাইডার্স। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে RCB তুলেছিল 𝓀১৭৯ রান।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার ♊HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।