শুভব্রত মুখার্জি: এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার স্টিভ স্মিথ। ব্যাটারদের মধ্যে শ্রেষ্ঠত্বের লড়াই এই প্রাক্তন অজি অধিনায়ককে লড়তে হয় বিরাট কোহলি, কেন উইলিয়ামসন, বাবর আজম এবং জো রুটদের সঙ্গে। সেই তিনিই এবার আসন্ন আইপিএলে আর্বিভূত হতে চলেছেন এক নতুন ভূমিকায়। স্🌊মিথের বর্ণময় কেরিয়ারে যোগ হতে চলেছে এক নতুন অধ্যায়। তাঁর মুকুটꦉে যোগ হতে চলেছে নতুন পালক। তবে এবারের ঘটনা কিন্তু ঘটতে চলেছে ২২ গজে নয় বরং ২২ গজের বাইরে। আসন্ন আইপিএলে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যাবে স্মিথকে।
আরও পড়ুন… নিজের মতো ক্যাপ্😼টেন্সি করব, কাউকে অনুকরণ করব না- নীতিশ রানা
নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে খেলার পুঙ্খানুপুঙ্খ বিবরণ, বিশ্লেষণ তাঁকে দিতে দেখা যাবে ব্রডকাস্টারদের হয়ে। আন্তর্জাতিক ক্রিকেটে দশ হাজারেরও বেশি রানের অধিকারী স্মিথ। তাঁর ২২ গজের অভিজ্ঞতাকেই কাজে লাগাতে চাইছে ব্রডকাস্টাররা। ২০১৫ সালে অজিদের হয়ে ওয়ানডে বিশ্বক🎉াপ জেতার পাশাপাশি ২০২১ সালের টি-২০ বিশ্বকাপেও জিতেছেন তিনি। ফলে তাঁর ঝুলিতে🥂 রয়েছে বিরাট অভিজ্ঞতার ভান্ডার। একমাত্র বিদেশি ক্রিকেটার যার অধিনায়কত্বে আইপিএলে খেলেছেন ধোনি। শুধুমাত্র খেলেছেন তা নয় আইপিএলের ফাইনালেও খেলেছেন স্মিথের নেতৃত্বাধীন দল। যদিও সেবার ফাইনাল দুর্ভাগ্যজনকভাবে অল্পের জন্য জেতা হয়নি স্মিথের।
আরও পড়ুন… পাকিস্তান পেল আরও এক ভয়ঙ্কর পেস বোলার! তরুণ পাক পেসারের বলে রক্ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚতাক্ত আফগান ব্꧅যাটার
প্রসঙ্গত ২০১৭ সালের আইপিএল ফাইনালে খেলেছিল রাইজিং পুনে সুপার জায়ান্টস। ফাইনালে তাদের হারতে হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স দলের কাছে। সে বার পুনেকে নেতৃত্ব দিয়েছিলেন স্মিথ। আইপিএলের অফিসিয়াল ব্রডকাস্টার স্টার স্পোর্টসের তরফেও টুইট করে ধারাভাষ্যকারদের প্যানেলে স্মিথের অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সম্প্রতি স্টিভ স্মিথও এক ভিডিয়োতে জানিয়েছিলেন সে কথা। সেই ভিডিয়ো রীতিমতো ভাইরাল হয়ে যায় মুহূর্তে। স্মিথকে উদ্ধৃত করে স্টার স্পোর্টস জানিয়েছে, ‘আমি মনে করি আমার গেম রিডিং খুব ভালো। আর তা কাজে লাগিয়েই আমি কোন ম্যাচের গভীরে গিয়ে বিশ্🐲লেষণ করতে পারব। স্টার স্পোর্টসের অভিজ্ঞ ধারাভাষ্যকারদের দলে যোগ দিতে পেরে আমি গর্বিত।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।