শুভব্রত মুখার্জি: এই মুহূর্তে স্বপ্নের ফর্মে রয়েছেন ভারতীয় ব্যাটার সূর্যকুমার যাদব। টি-২০ বিশ্বকাপের ভারতীয় দলে তার থাকা কার্যত একপ্রকার নিশ্চিত। ক্যারিবভূমে শেষ টি-২০তে ও তার ইনিংসে ভর করেই ভারত ম্যাচ জেতার পাশাপাশি সিরিজও জিতেছে। ম্যাচ শেষে সূর্যকুমারের পত্নী অর্থাৎ বউদি দেবিশার কাছে এক অদ্ভুত আব্দার করে বসলেন তার 'দেওর' কিপার ব্যাটার ইশান কিশান। সূর্যের ম্যাচ চলাক꧂া﷽লীন বৌদিকে স্টেডিয়ামে দেরি করে আসতে আবদার 'দেওরের।'
মঙ্গলবার রাতে ক্যারিবিয়ান দলের বিরুদ্ধে ৪৪ বলেᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ ৭৭ রানের এক অসাধারণ ইনিংস খেলেন সূর্য। ফলে ১৬৫ রান তাড়া করে ভারতীয় দল ম্যাচ জেতার পাশাপাশি ২-১ ফলে সিরিজও জিতে যায়। দুটি ক্ষেত্রে সূর্য পত্নী দেবিশা মাঠে উপস্থিত হয়꧙ে খেলা দেখেননি। ওই দুই ক্ষেত্রেই সূর্য দারুণ ব্যাট করেন। ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় টি-২০ ম্যাচে দেবিশা শেট্টি মাঠে উপস্থিত ছিলেনꦜ না। সেই ম্যাচে অসাধারণ শতরান করেন সূর্য। এদিন মাঠে উপস্থিত ছিলেন না দেবিশা। ম্যাচে ও ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স করেন সূর্য।
এই প্রসঙ্গ তুলে ধরে ইশান,༒ সূর্যকে প্রশ্ন করেছিলেন। যার উত্তরে সূর্য জানান 'দেখ যখন একজন মানুষ মিথ্যা কথা বলে তখন সে তোতলায়। আমি মিথ্যা বলব না। আমি ডাগ আউটে যা বলেছি তা এখানেও বলব। একজন পার্টনারের মাঠে থাকা বা না থাকাটা একেবারেই গুরুত্বপূর্ণ নয়। ও (দেবিশা) এখন এই দেশেই রয়েছে। আমার হাতেও ওর ট্যাটু করিয়েছি। মাঠে থাকা বা না থাকাটা একেবারেই গুরুত্বপূর্ণ নয়। ও এখানে আছে এটাই মাঠে আমাকে অনেক শক্তি জোগায়।' সাক্ষাৎকার শেষ করার সময় ইশান ক্যামেরার দিকে তাকিয়ে দেবিশার উদ্দেশ্যে বলেন 'দেবিশা ভাবি প্লিজ আমাদের ঘরের বিলটা তুমি বরাবরের মতো দিয়ে দিও। আর আগামী ম্যাচগুলোতে নিশ্চিত কর যে তুমি একটু দেরি করে যাতে মাঠে আস।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।