শুভব্রত মুখার্জি: এই মুহূর্তে স্বপ্নের ফর্মে রয়েছেন ভারতীয় ব্যাটার সূর্যকুমার 🌠যাদব। টি-২০ বিশ্বকাপের ভারতীয় দলে তার থাকা কার্যত একপ্রকার নিশ্চিত। ক্যারিবভূমে শেষ টি-২০তে ও তার ইনিংসে ভর করেই ভারত ম্যা♔চ জেতার পাশাপাশি সিরিজও জিতেছে। ম্যাচ শেষে সূর্যকুমারের পত্নী অর্থাৎ বউদি দেবিশার কাছে এক অদ্ভুত আব্দার করে বসলেন তার 'দেওর' কিপার ব্যাটার ইশান কিশান। সূর্যের ম্যাচ চলাকালীন বৌদিকে স্টেডিয়ামে দেরি করে আসতে আবদার 'দেওরের।'
মঙ্গলবার রাতে ক্যারিবিয়ান দলের বিরুদ্ধে ৪৪ বলে ৭꧅৭ রানের এক অসাধারণ ইনিংস খেলেন সূর্ꦰয। ফলে ১৬৫ রান তাড়া করে ভারতীয় দল ম্যাচ জেতার পাশাপাশি ২-১ ফলে সিরিজও জিতে যায়। দুটি ক্ষেত্রে সূর্য পত্নী দেবিশা মাঠে উপস্থিত হয়ে খেলা দেখেননি। ওই দুই ক্ষেত্রেই সূಌর্য দারুণ ব্যাট কর𒐪েন। ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় টি-২০ ম্যাচে দেবিশা শেট্টি মাঠে উপস্থিত ছিলেন না। সেই ম্যাচে অসাধারণ শতরান করেন সূর্য। এদিন মাঠে উপস্থিত ছিলেন না দেবিশা। ম্যাচে ও ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স করেন সূর্য।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।