ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা তাঁর স্পষ্ট বক্তব্যের জন্য বিখ্যাত। সমস্যা যাই হোক না কেন সংবাদমাধ্যমের প্রশ্নের জবাব দিতে রোহিত শর্মা ভাবেন না বা ভয় পান না। বহুবার সোজাসাপ্টা উত্তর দিয়েছেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ জিতে এবং এক নম্বর ওয়ানডে র্যাঙ্কিং অর্জনের পর যখন রোহিত শর্মা মিডিয়াকে সম্বোধন করেছিলেন, তখন রজত পতিদারকে নিয়েও একটি প্রশ্ন উত্থাপিত হয়েছিল। আসলে আহত শ্রেয়স আইয়ারের জায়গায় শেষ মুহূর্তে ওডিআই দলে রজত পতিদারকে অন্তর্ভুক্ত কর🐭া হয়ে ছিল কিন্তু রজত দলে খেলার সুযোগ পাননি, আর এরপরেই উঠেছে প্রশ্ন।
আরও পড়ুন… শীঘ্রই আসছে শোলে-২! রাঁচিতে ধোনির বাড়িতে পৌঁছে ছবি শেয🦹়ার করে বিশেষ বার্তা দিলেন হার্দিক
ভারত বনাম নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের ঠিক আগে চোট পান ভারতীয় ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার। তার জায়গায় রজত পতিদারকে টিম ইন্ডিয়ার দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল। কিন্তু রজত পতিদা♛র বা কেএস ভরত কেউই সিরিজে সুযোগ পাননি। এরপরেই প্রশ্ন ওঠে রজত পতিদার কেন ইন্দোরে রোহিত শর্মার দলে সুযোগ পেলেন না। এমন প্রশ্ন⛄ করার কারণ হল আসলে ইন্দোর হল রজত পতিদারের হোম গ্রাউন্ড। রোহিত শর্মা এমন প্রশ্নের অকপট উত্তর দিয়েছেন।
আরও পড়ুন… ভিডিয়ো: সারা-শুভম🌳নের নাম নিয়ে গর্জে উঠল গ্যালারি, কোহল🀅ির কানে স্লোগান পৌঁছাতেই কী হল দেখুন
রোহিত শর্মা বলেছেন, ‘স্যার স্পেস থাকলে তবে তো আমরা তাঁকে জায়গা দেব। তিন নম্বরে খেলছেন বিরাট কোহলি, চার নম্বরে ইশান কিষাণ, যিনি ডাবল সেঞ্চুরি করেও দলের বাইরে বসেছেন। সূর্যকুমার যাদব আছেন পাঁচ নম্বরে এব🅺ং পুরো বিশ্ব জানে সূর্য বর্তমানে কী করছেন। হার্দিক পান্ডিয়꧂া ছয় নম্বরে আছেন। তার তো জায়গা থাকা উচিত তাই না।’
রোহিত আরও বলেন, ‘আমরা চাই সকলেই খেলুক কিন্তু জায়গা না থাকলে এটা সম্ভব নয়। আমি জানি আমাদের তাঁকে (রজত) ইন্দোরে খেলানো উচিত ছিল। তাহলে তো ঝাড়খণ্ডের রাঁচিতে ইশান কিষাণও বলত যে দাদা আমি তো রাঁচি থেকে এসেছি আমাকেও খেলাও। এমনটা হয় না। আমাদের একটা পরিকল্পনা আছে, খেলোয়াড়রা সুযোগ পাবে, অনেকেই তাদের সুযোগের অপেক্ষায় রয়েছে।’ উল্লেখযোগ্যভাবে, রজত পতিদারকে এর আগেও গত বছর দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল। কিন্তু সে সুযোগ পায়নি। বাংলাদেশ সফরের পর দল থেকে বাদ পড়েন রজত পতিদার। এখন তিনি নিউজিল্যান্ডের বি꧃রুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও ভারতীয় দলের অংশ। এখানে রজত পতিদার সুযোগ পাওয়ার অপেক্ষায় রয়েছেন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ🧸্ক //htipad.oneli💖nk.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।