ক্রোয়েশিಞয়ার ওসিজেকে অনুষ্ঠিত শুটিং বিশ্বকাপে রূপোতেই সন্তুষ্ট থাকতে হল ভারতের মনু ভাকের ও সৌরভ চৌধরিকে। ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টে ভারতীয় জুটি দ্বিতীয় স্থানে থেকে লড়াই শেষ করেন।
শনিবার গো♏ল্ড মেডেল মಌ্যাচে মনু-সৌরভ জুটি ১২-১৬ ব্যবধানে পরাজিত হন রাশিয়ার ভিতালিনা বাত্সারাস্কিনা ও অর্টেম শেরনউসোভ জুটির কাছে।
মনুরা রুপোর পদক জিতলেও ব্রোঞ্জ মেডেল হাতছাড়া করেন অভিষেক বর্মা ও যশশ্বিনী ♌সিং দেশওয়াল জুটি। তৃতীয় স্থানে যোগ্যতা অর্জন করা অভিষেকরা ব্রোঞ্জ মেডেল প্লে-অফে ৭-১৭ ব্যবধানে পরাজিত হন ইরানের গোলনউশ সেবঘাতোল্লাহি ও জাভেদ ফরউঘি জুটির কাছে।
উল্লেখ্য, গত মার্চে দিল্লিতে অনুষ্ঠিত শুটিং বিশ্বকাপের ১০ মিটার এয়ার পিস্তল🧸ের মিক্সড টিম ইভেন্টে সোনা জিতেছিলেন মনু ভ💯াকের ও সৌরভ চৌধরি জুটি। পিছিয়ে পড়েও ইরানের গোলনউশ সেবঘাতোল্লাহি ও জাভেদ ফরউঘি জুটিকে ১৬-১২ ব্যবধানে পরাস্ত করেছিলেন মনুরা। উল্লেখযোগ্য বিষয় হল, ইরানের জুটির কাছে এবার ব্রোঞ্জ পদক হাতছাড়া করলেও ঘরের রেঞ্জে অভিষেক-যশশ্বিনী সেবার ব্রোঞ্জ পদক গলায় ঝুলিয়েছিলেন।
স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার তরফে সোশ্যাল মিডিয়ায় রুপো জয়ের জন্য অভিনন্দন জানানো হয় মনু-স𓂃ৌরভকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।