টি-২০ বিশ্বকাপের আগে জোর🌳 ধাক্কা ভারতীয় শিবিরে। চোটের জন্য বিশ্বকাপের স্কোয়াড থেকে ছিটকে গেলেন দলের এক নম্বর 💜বোলার জসপ্রীত বুমরাহ। এমনটাই খবর সংবাদ সংস্থা পিটিআইয়ের।
চোটে জন্য বেশ কিছুদিন মাঠের বাইরে ছিলেন জসপ্রীত। তাঁকে ছাড়াই এশিয়া কাপে খেলতে যায় ভারত। চোট সারিয়ে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য ভারতীয় দলে ফেরেন বুমরাহ। তবে বেশিদিন 🍨স্থায়ী হল না তাঁর কামব্যাক।
অস্ট্রেলিয়াꩵর বিরুদ্ধে সিরিজের ২টি টি-২০ ম্যাচে মাঠে নামেন জসপ্রীত। নাগপুরের ৮ ওভারের ম্যাচে বুমরাহ ২ ওভার বল করেন। ২৩ রানের বিনিময়ে ১টি উইকেট নেন তিনি। পরে হায়দরাব♔াদে ৪ ওভার বল করে ৫০ রান খরচ করেও কোনও উইকেট নিতে পারেননি তিনি।
তিরুবনন্তপুরমে দক্ষিণ আফ্রিকাﷺর বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে মাঠে নামতে পারেননি বুমরাহ। টসের সময় ক্যাপ্টেন রোহিত শর্মা জানান যে, বুমরাহর হালকা চোট রয়েছে। ♍তাই তিনি মাঠে নামতে পারেননি। বুমরাহর বদলে ভারত সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামায় দীপক চাহারকে, যিনি বিশ্বকাপের মূল স্কোয়াডে না থাকলেও স্ট্যান্ড-বাই হিসেবে রয়েছেন।
আরও পড়ুন:- IꦓND vs SA 1st T20: ৪ ওভারে ৫০ দ🐽িয়েছিলেন, তাই কি বাদ বুমরাহ? আসল কারণ জানালেন রোহিত
পরে বিসিসিআইয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয় যে, সিরিজের প্রথম ম্যাচের আগ দিন অনুশীলনের সময় পিঠে ব্যাথা অন🔯ুভব করেন বুমরাহ। সেকারণেই তিনি সিরিজের প্রথ🗹ম টি-২০ ম্যাচ থেকে ছিটকে যান। বোর্ডের মেডিক্যাল টিমের নজরদারিতে রয়েছেন জসপ্রীত।
চোট থেকে ফেরার পরে ফের বুমরাহ পিঠে ব্যাথা অনুভব করায় আশঙ্কার চোরা স্রোত বইতে শুরু করেছিল ভারতীয় ক্রিকেটমহলে। শেষমেশ সত্যি হয় সেই আশঙ্কা। বোর্ডের তরফে এখনও সরকারিভাবে কিছু জানানো না হলেও নাম ♕প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই কর্তা পিটিআইকে জানিয়েছেন যে, বুমরাহর পিঠে স্ট্রেস ফ্র্যাকচার রয়েছে। তাই ꦏবিশ্বকাপে তাঁর মাঠে নামা সম্ভব নয়।
আ🙈রও পড়ুন:- PAK vs ENG: গোটা দল🧜ের বোঝা একা বইছেন রিজওয়ান, ফের পাকিস্তানকে জেতালেন তারকা ওপেনার
সংশ্লিষ্ট বোর্ড কর্তা বলেন, ‘এটা নিশ্চিত যে, বুমরাহর পক্ষে টি-২০ বিশ্বকাপ খেলাꦦ সম্ভব নয়। ওর পিঠের অবস্থা বেশ গুরুতর। ওর স্ট্রেস ফ্র্যাকচার রয়েছে। ফলে অন্তত ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে জসপ্রীতকে।’
যার অর্থ, দলের অন্যতম সেরা অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজার পরে ভারতের আরও এক তারকা ক্রিকেটার চোটের জন্য বিশ্বকাপের বাইরে ছিটকে গেলেন। সন্দেহ নেই অস্ট্রেলিয়ায়🤡 টিম ইন্ডিয়ার কাজ কঠিন হবে এই দুই সিনিয়র তারকাকে ছাড়া।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।