শুভব্রত মুখার্জি
ভাঙা পা, সরে যাওয়া গোড়ালির হাড় সব মিলিয়ে জেরবার ইংল্যান্ডের উইকেটকিপার ব্যাটার জনি বেয়ারস্টো। ডাক্তারের পরামর্শ মেনেই তাঁর অস্ত্রোপচার করা হয়েছে সম্প্রতি। আর এই অপারেশনের কারণেই এ বার দীর্ঘ দিন ২২ গজের বাইরে থাকতে হবে জনি বেয়ারস্টোকে। যা খবর তাতে, সামনের বছর অর্থাৎ ২০২৩ পর্যন্ত তাঁকে ক্রিকেট থেকে দূরে থাকতে হবে। সামনের গ্রীষ্মকালীন মরশুম এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হবে না তার। এ কথা নিশ্চিত করেছেন জনি বেয়💜ারস্টো নিজেই।
আরও পড়ুন: বুমরাহর🐷 পর ফের চোট ভারতের ত♑রুণ পেসারের, T20 WC-এর আগে মাথায় হাতে রোহিতের
আরও পড়ুন: ফিটনেস 𓆉টেস্꧅টে পাস করতেই হবে, তবে বুমরাহর বদলি শামিই, স্ট্যান্ড বাই সিরাজ-রিপোর্ট
গত সেপ্টেম্বরেই গল্ফ কোর্সে হঠাৎ করেই চোট পান তিনি। খেলতে খেলতে হঠাৎ করেই চোটের কবলে পড়েন। তার পরেই তাঁর অস্ত্রোপচার করতে হয়। এর ফলে ডিসেম্বর মাসে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজেও খেলা হবে না বেয়ারস্টোর। নিজের ইনস্টাগ্রাম থেকে এ কথাই জানিয়েছেন বেয়ারস্টো। তিনি লিখেছেন, ‘আমার ফাইবুলা তিন জায়গায় ভেঙে গিয়েছে এবং তার জন্য প্লেট ও বসাতে হয়েছে। আমার গোড়ালি ডিসলোকেট হয়ে গিয়েছে এবং লিগামেন্টেও চোট লেগেছে। এছাড়াও আরও কয়েকটি🦂 জায়গায় চোট লেগেছে। তবে আমার অস্ত্রোপ্রচার সফলভাবেই সম্পন্ন হয়েছে এবং আমি বিগত তিন সপ্তাহ ধরে নিজের পুনর্বাসন প্রক্রিয়াও শুরু করে দিয়েছি। পরবর্তী কয়েক সপ্তাহ তথা মাস আম🥃ার পুনর্বাসনের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।’
তিনি আরও যোগ করেন, ‘সব চোটের ক্ষেত্রেই আমি সঠিক যত্ন নিয়েছি। পজিটিভ দিক হল অপারেশনটা ভালো হয়েছে। অপারেশনের পরে এখন তিন সপ্তাহ কেটে গিয়েছে। আমি ধীরে ধীরে চোটমুক্ত হচ্ছি। যে সমস্ত স্টেপলস দেওয়া হয়েছিল সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে। আমার গোড়ালি এখন আগের মতন নড়াচড়া করছে। আমার চোটমুক্ত হওয়ার ক্ষেত্রে সামনের কয়ে🐻ক সপ্তাহ,কয়েক মাস খুব গুরুত্বপূর্ণ। আমি এই মুহূর্তে নিজের দুপায়ে দাঁড়াতে পারছি সেটা গুরুত্বপূর্ণ। ২০২২ সালে আমার আর খেলা হবে না। ২০২৩ সালের জন্য আমার আর তর সইছে না। আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।