শুভব্রত মুখার্জি: বর্তমান সময়ে ভারতের অন্যতম সেরা কিপার ব্যাটার কেএল রাহুল। তবে দীর্ঘদিন হল তাঁর ব্যাটে রান খরা চলছে। চলতি বর্ডার-গাভাসকার ট্রফিতেও তাঁর ব্যাটে এখনও পর্যন্ত বলার মতন রান আসেনি। দুই টেস্টেই ব্যাট করার সময়ে যথেষ্ট নার্ভাসও দেখিয়েছে তাঁকে। আর এরপরেই ঘরে বাইরে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে। তাঁর দলে থাকা আদৌ উচিত কিনা সেই নিয়ে দ্বিধাবিভক্ত রয়েছেন প্রাক্তন ক্রিকেটাররাও। আর এমন আবহে কেএল রাহুলের পাশে দাঁড়ালেন দুবারের বিশ্বকাপজয়ী ভারতীয় তারকা ওপেনার গৌতম গম্ভীর। তাঁর ম🦹তে প্রতিভাবান ক্রিক🍒েটারকে সাপোর্ট করা উচিত।
সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে গৌতম গম্ভীর জানিয়েছেন, 'ভারতীয় দল থেকে এক্ষুনি কেএল রাহুলকে বা💎দ দেওয়া উচিত নয় বলেই আমি মনে করি। কোন একজন ক্রিকেটারকে এইভাবে বেছে নেওয়াটা ঠিক নয়। সবাই তাঁদের কেরিয়🅺ারে খারাপ সময়ের মধ্যে দিয়ে যায়। যে কেউ বা কোনও ক্রিকেট পন্ডিত কখনও এটা বলবে না যে এই ক্রিকেটারকে দল থেকে বসিয়ে দেওয়া উচিৎ। কারণ ও ভালো পারফরম্যান্স করছে না। কারণ ও রান পাচ্ছে না।'
গম্ভীর আরও যোগ করেন 'যেসব ক্রিকেটারদের প্রতিভা রয়েছে তাঁদেরকে সাপোর্ট করতেই হবে। আপনি রোহিত শর্মার দিকে তাকান। ওঁরও তো খারাপ সময় গিয়েছে🐟। রানের খরা গেছে। যেভাবে ও কেরিয়ারটা শুরু করেছিল সেটা দেখলেই আমরা বুঝতে পারব। ওর একটু সময় লেগেছে নিজের সেরা ফর্মটা খুঁজে পেতে। আমরা যদি এখন ওর পারফরম্যান্সের সঙ্গে তুলনা করি তাহলেই আমরা বুঝব। সেই সময়ে ওকে সাপোর্ট করা হয়েছে। আর আজকে তার ফলাফলটা আপনারা দেখতেই পাচ্ছেন। এখন কতটা দুরন্ত পারফরম্যান্স করছে ও আমরাই দেখছি। রাহুল ও সেই কাজটাই করতে পারে।'
৩০ বছর বয়সি রাহুলের শেষ কয়েকটা মাস ব্যাট হাতে একেবারেই ভালো যায়নি। শেষ কয়েকটা ইনিংসে তাঁর স্কোর মাত্র ৮, ১০, ১২, ২২, ২৩, ১০, ২, ২🍸০, ১৭ এবং ১। শেষ ১০টা টেস্ট ইনিংসে একেবারেই খরা চলছে তাঁর। লখনউ সুপার জায়ান্টস দলে রাহুলের মেন্টর হিসেবে কাজ করছেন গম্ভীর। ফলে রাহুলকে খুব কাছ থেকে দেখেছেন তিনি। আর সেখান থেকে দাঁড়িয়েই গম্ভীরের আশা শীঘ্রই ফর্মে ফিরবেন রাহুল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।