মার্কিন যুক্তরাষ্ট্রের তরুণ তারকা ফ্রান্সেস টিয়াফোকে স্ট্রেট সেটে উড়িয়ে দিয়ꦜেছিলেন নোভক জোকোভিচ। প্রথম সেট মাত্র ২৩ মিনিটে তিন⛎ি জিতে নেন। খেলার ফল ৬-১, ৬-৩। নোভাক জেতেন তাঁর ডাবলস ম্যাচও।
যার ফলে লন্ডনে টিম ওয়ার্ল্ডের বিপক্ষে ইউরোপ ৮-৪ ব্যবধানে এগিয়ে যায়। সার্বিয়ান তারকা জুলাইয়ের পর প্রথম বারের মতো প্রতিদ্বন্দ্﷽বিতা করছিল। এর আগে তিনি উইম্বলডনের হাত ধরে তাঁর ২১তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতেছিলেন।
এতেও অবশ্য লাভ হয়নি। রবিবার দুরন্ত ভাবে টিম ইউরোপকে চমকে দিয়ে টিম ওয়ারಞ্ল্ড ছিনিয়ে নেয় এ বারের লেভার কাপ। যারা এর আগে চার বারই হেরেছিল এই প্রতিযোগিতায়। রবিবার চারটি ম্যাচের মধ্যে তিনটে জিততে হত টিম ওয়ার্ল্ডকে। সেই লড়াইয়ে অ্যান্ডি মারে এবং মাত্তেয়ো বেরেত্তিনি প্রথমে হারেন। এর পরে ফেলিক্স অগার আলিয়াসমে স্ট্রেট সেটে নোভাককে হারিয়ে চমকে দেন। খেলার ফল আলিয়াসমের পক্ষে ৬-৩, ৭-৬ (৭-৩)।
আরও পড়ুন: বিদায়বেলায় অঝোরে কান্না ফেডেরারের, কেঁদে ফেললেন ‘শত্রু’ নাদালও, চোখ ভিজল💛 দুনিয়ার
ফ্রান্সেস টিয়াফো পিছিয়ে পড়েও নাটকীয় ভাবে ফিরে এসে জেতেন স্টেফানোস সিসিপাসের বিরুদ্ধে। যে লড়াইয়ে তিনি চারটি ম্যাচ পয়েন্ট বাঁচান।🍌 এতেই টিম ওয়ার্ল্ডের জয় নিশ্চিত হয়ে যায়। ফলে বিদায়ী প্রতিযোগিতায় নোভকরা জয় উপহার দিতে পারলেন না ফেডেরারকে।
টিয়োফোকে হারিয়ে নোভাক বলেছিলেন, ‘রজারের বিদায়ী ম্যাচের আবেগঘন আবহ ভুলতে পারছি না। তার পরে মানসিক ও শারীরিক ভাবে আবার খেলার মতো অবস্থায় ফেরা কঠিন ছিꦓল।’ যোগ করেন, ‘আমরা জীবনের অন্যতম সুন্দর মুহূর্তের সাক্ষী থেকেছি শুক্রবার।’
আরও পড়🌊ু✱ন: অস্তাচলে ফেডেরার, ২৪ বছরের বর্ণোজ্জ্বল কেরিয়ারে ইতি টানার কথা জানিয়ে দিলেন রজার
রজার ফেডেরারের অবসরের যন্ত্রণাটা জোকোভিচকে এমন ভাবে ছুঁয়ে গিয়েছে, সেটা সম্ভবত কাটিয়ে উঠতে পারেননি তিনি। যে কারণে লেভার কাপে ফেলিক্স অগার আলিয়াসমের ღবিরুদ্ধে নোভককে পাওয়া গেল না নিজের পরিচিত ছন্দে।
প্রসঙ্গত চোখের জলে টেনিসকে চিরবিদায় জানিয়ে কিংবদন্তি ফেডেরার শুক্রবার বলে যান, ‘দারুণ একটা দিন কাটল। আমি ভীষণই খুশি। মন খারাপ করছে ভাববেন না মোটেই। বিশেষত এখানে, লন্ডনে এ সব কিছু হওয়াটা অসাধারণ অভিজ্ঞতা। টেনিসে নিজের যাত্রপথ সম্পূর্ণ করে কী যে ভাল লাগছে, বোঝাতে পারব না। আসলে একেবার নিখুঁত একটা যাত্রাপথের মধ্যে দিয়ে এলাম। মনে হচ্ছে, সব কি🎀ছু আবার নতু✨ন করে করব!’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।