মিথ্যা বলছেন দীপ্তি শর্মা। মুখ বাঁচাতে মিথ্যার আশ্রয় নিচ্ছে ভারতীয় দল। কার্যত এমনই অভিযোগ তুললেন ইংল্যান্ডের মহি🅘লা ক্রিকেট দলের নিয়মিত ক্যাপ্টেন হেথার নাইট।
শনিবার লর্ডসে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্য়াচে চার্লি ডিনকে নন-স্ট্রাইকার প্র👍ান্তে রান-আউট কর🙈েন দীপ্তি শর্মা। সেই মানকাডিংয়ের সুবাদেই ইংল্যান্ডের ইনিংসে দাঁড়ি টেনে দেন হরমনপ্রীত কউররা এবং ম্য়াচ জিতে নেন।
সোমবার দেশে ফিরে দীপ্তি শর্মা জানান যে, চার্লি ডিꩲন বারবার ক্রিজ ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন। তাঁরা ডিনকে সতর্কও করেন। এমনকি আম্পায়ারকেও জানানো হয়েছিল বিষয়টি। শেষমেশ বাধ্য হয়েই পরিকল্পনামাফিক চার্লিকে নন-স্ট্রাইকার প্রান্তে রান-আউট (মানকাডিং) করেন তিনি।
দীপ্তির মন্তব্যের প্রক্ষিতেই হেথার নাইট সোশ্যাল মিডিয়ায় আঙুল তোলেন ভারতীয় দলের 🍸দিকে। তিনি দীপ্তিদের নিয়ে কটাক্ষ করার সুযোগ হাতছাড়া করেননি। টুইটারে নাইটের টিপ্পনি, চার্লি ডিনকে ভারত নিয়ম মেনেই আউট করেছে। তা😼ই সাফাই দিতে গিয়ে মিথ্যা বলার দরকার নেই। নাইটের পালটা দাবি, ভারতীয় দলের তরফে চার্লিকে একবারের জন্যও সতর্ক করা হয়নি। এক্ষেত্রে তাঁর ইঙ্গিত স্পষ্ট, দেশে ফিরে মিথ্যা কথা বলছেন দীপ্তি শর্মা।
নাইট টুইট করেন, ‘ম্যাচ শেষ। নিয়ম অনুযায়ী আউট হয়েছে চার্লি। ভারত ম্যাচ তথা সিরিজ জয়ের যোগ্য দাবিদার ছিল। তবে কখনই (চার্লিꦍকে) সতর্ক করা হয়নি। ওদের সতর্ক করার প্রয়োজনও ছিল না। তাতে আউটটি বিন্দুমাত্র অবৈধ হয়ে যায়নি। তবে যদি ওরা এই রান-আউটের প্রভাবে ফলাফল নিয়ে স্বচ্ছন্দ হয়, তবে সতর্ক করা হয়েছিল বলে মিথ্যা সাফাইয়ে ভারতের🦩 এটাকে বৈধ প্রমাণ করতে চাওয়ার প্রয়োজন আছে বলে মনে করাই উচিত নয়।
উল্লেখ্য, গত শনিবার লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ান ডে ম্যাচে ঘটে মানকাডিংয়ের ঘটনা। ম্যাচের দ্বিতীয় ইনিংসের ৪৪তম ওভারে নন-স্ট্রাইকার প্রান্তে চার্লি ডিনকে রান-আউট করেন বোলার দীপ্তি শর্মা। ওভারের চতুর্থ বল করার জন্য দৌড় শুরু করেন তিনি। তবে তাঁর ডেলিভারির আগেই ক্রিজ♑ ছেড়ে বাইরে বেরিয়ে যান ইংল্যান্ডের নন-স্ট্রাইকার ব্যাটার চার্লি ডিন। বিষয়টি নজর এড়ায়নি ভারতীয় অল-রাউন্ডারের। তিনি তৎক্ষণাৎ স্টাম্পে বল লাগিয়ে বেল ফেলে দেন। ফিল্ড আম্পায়াররা বল ঠেলে দেন তৃতীয় আম্পায়ারের কোর্টে। টেলিভিশন আম্পায়ার রি-প্লে দেখে চার্লি ডিনকে রান-আউট ঘোষণা করেন। চার্লি রান-আউট হওয়া মাত্রই অল-আউট হয়ে যায় ইংল্যান্ড। ভারত ম্যাচ জিতে মাঠ ছ💖াড়ে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।