টি-টোয়েন্টি ক্রিকেটে মার্টিন গাপ෴্তিল বিশ্ব রেকর্ড গড়ে ফেললেন। ছাপিয়ে গেলেন বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে। পুরুষদের টি-টোয়েন্টিতে এখন সর্বোচ্চ রান গাপ্তিলের।তবে এই রেকর্ড কিন্তু ভাঙতেই পারেন রোহিত এবং কোহলি। আর এই এশিয়া কাপেই সেটা সম্ভব। কারণ গাপ্তিলের চেয়ে তারা খুব বেশি পিছিয়ে নেই।
টি-টোয়েন্টি কেরিয়ারে গাপ্তিলের রান এখন ৩৪৯৭। আর রোহিতের সংগ্রহ ৩৪৮৭। বিরাট কোহলির টিꩵ-টোয়েন্টি কেরিয়ারে মোট রান ৩৩০৮ রান। রোহিত এই মুহূর্তে মাত্র ১০ রানে পিছিয়ে রয়েছে🧸ন। কোহলি অবশ্য বেশ কিছুটা পিছিয়ে। ১৮৯ রানে পিছিয়ে রয়েছেন তিনি। যাইহোক, দুই তারকার পক্ষেই এশিয়া কাপে গাপ্তিলকে ছাপিয়ে যাওয়া সম্ভব।
🐭আরও পড়ুন: ১১ নম্বর ব্যাটারের আজব নজির, কিউয়িদের রেকর্ড ইনিংসের সামনে নাথা নত ও𓆏ঃইন্ডিজের
রোহিত, কোহলির পর রয়েছেন পল স্টার্লিং (২৯৭৫) এবং অ্যারন ফিঞ্চ (২৮৫৫)। যাঁরা আপাতত অনেকটাই পিছ🐼িয়ে রয়ღেছেন।
রবিবার নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় টি-টোয়েন্টিতে যদিও হেরেছে কিউয়িরা, তবে রেকর্ড করে ফেলেছেন গাপ্তিল। ব্ল্যাকক্যাপসদের ত🐭ারকা ওপেনার ১৩ বলে মাত্র ১৫ রান করেছেন। তবে সেটার হাত ﷽ধরেই রোহিতকে ছাপিয়ে গিয়েছেন গাপ্তিল।
আরও পড়ুন: দুরন্ত ৪৭ রানের ইনিংস খেললেন কেন উইলিয়া🐎মসন, নিউজিল্যান্ড জিতল ১ꦆ৩ রানে
টসে জিতে এ দিন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। নির্দিষ্ট ২০ ওভারে ৭ উইকেটে ১৪৫ রান করে কিউয়িরা। গ্লেন ফিলিপস সর্বোচ্চ ২৬ বলে ৪১ রান করেন। অধিনায়ক কেন উইলিয়ামসন ২৭ বলে ২৪ করেছেন। এ ছাড়া ডেভন কনওয়ে ওপেন করতে নেমে ১৭ বলে ২১ কর♛েন। এর বাইরে বাকিরা কেউ ২০ রানের গণ্ডিই টপকাতে পারেননি।
ওয়েস্ট ♛ইন্ডিজের ওডেন স্মিথ ৩ উইকেট নিয়েছেন। আকিল হোসেন নিয়েছেন ২ উইওকেট। ১টি করে উইকেট নিয়েছেন ডমিনিক ড্রেকস এবংদক্ষি হেডেন ওয়ালশ।
রান তাড়া করতে নেমে উইন্ডিজের দুই ওপেনার শতরান♉ করেন।ꦅ ব্রেন্ডন কিং ৩৫ বলে ৫৩ করে আউট হন। শামারাহ ব্রুকস ৫৯ বলে বলে ৫৬ করে অপরাজিত থাকেন। অধিনায়ক রভম্যান পাওয়েল করেন ১৫ বলে ২৭ রান। ৬ বল বাকি থাকতে ২ উইকেটে ১৫০ করে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। ৬ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচটি জিতে যায় ওয়েস্ট ইন্ডিজ। ১টি করে উইকেট নিয়েছেন টিম সাউদি এবং ইশ সোধি।
তবে তৃতীয় টি-টোয়েন্টি জিতলেও সিরিজ হেরে যায় ক্যারিবিয়ানরা। কারণ প্রথম ২টি টি-টোয়েন্টি জিতেছিল নিউজিল্যান্ড। স্বভাবতই তিন ম൲্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ হেরে যায় ওয়েস্ট ইন্𒈔ডিজ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।