ক্রিকেট খেলার নিয়ম ধার্যকারী এমসিসির তরফে সম্প্রতি একগুচ্ছ নিয়ম বদলের কথা জানানো হয়েছে। মানকাড💦িং থেকে ক্যাচের পর ব্যাটারদের ব্যাটিং এন্ডের নিয়ম, কী নেই তার মধ্যে। এই সবের মধ্যে আরও একটা বড় 🌠রকমের নিয়ম পরিবর্তনের কথা জনিয়েছে এমসিসি।
করোনাকালের কথা মাথায় রেখে ক্রিকেটে অনেক বিধিনিষেধ লাগু হয়েছিল। বাতিল করা হয়েছিল দীর্ঘদিন ধরে চল⭕ে আসা বলে থুতু লাগিয়ে বলকে চকচকে করার নিয়ম। এ বার চিরতরে এই কার্যের ওপর নিষেধাজ্ঞা জারি করছে এমসিসি। এমসিসির নির্ধারিত নতুন নিয়ম অনুযায়ী করোনা পরিস্থিতি চলে গেলেও, খেলোয়াড়রা আর বল সুইং করানোর জন্য একেবারেই থুতু ব্যবহার করতে পারবেন না।
এমসিসির তরফে এক গবেষণায় দেখা গিয়েছে থুতু ব্য়বহার করা বা না করা বোলারদের বল সুইংꩲ করানোর প্রচেষ্টায় খুব একটা বেশি মদত করে না। সেই কারণেই এমসিসির তরফে করোনাকালে চলে আসা নিয়মই বহাল রাখা হয়েছে। এমনিতেই বলের অ♛বস্থা পরিবর্তনের জন্য কোনো মিষ্টি জাতীয় দ্রব্য বা গামের ব্যবহার আগেই বর্জিত ছিল, এবার থুতুর ব্যবহারও বর্জিত হল। তবে বোলাররা এই নিয়ম পরিবর্তনে খুব একটা খুশি হবেন বলে মনে হয়না।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।