রান পাননি। তবে গ্রিন ক্যামেরুনের বেধড়ক মারের পর এমনভাবে তাকালেন যে সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলিকে নিেয়ে হইচই শুরু হল। ভাইরাল হয়ে গেল তাঁর সেই ‘লুকের’ ভিডিয়ো এবং ছবি। এমনকী ইয়ান ༒বিশপদের মতো প্রাক্তন ক্রিকেটাররাও না হেসে থাকতে পারলেন না।
মঙ্গলবার মোহালিতে অস্ট্রেলিয়ার হয়ে প্রথমবার ওপেন করতে নেমেই ঝড় তোলেন ক্যামের𓃲ন গ্রিন। দ্বিতীয় ওভারে চারটি বাউন্ডারি মারেন। দ্বিতীয় বাউন্ডার﷽িটা দেখার মতো ছিল। একজন ফিল্ডারও নড়ার সুযোগ পাননি। তারপরই ক্যামেরায় বিরাটের 'লুক' ধরা পড়ে। গ্রিনের শটে এতটাই মুগ্ধ হন যে অবাক হয়ে যাওয়ার মতো চোখ করেন। সেই ‘লুক’ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন তারকা তথা ধারাভাষ্যকার বিশপ ভবিষ্যদ্বাণী করেন, 'আমি দেখতে পাচ্ছি যে বিরাট কোহলির ওই লুকটা মিম হতে চলেছে।' সঙ্গে দুটি হাসির স্মাইলি দেন। একইসুরে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অভিনব মুকুন্দ বলেন, 'টুইটার পরিবার দয়া করে বিরাট কোহ🌄লির লুকটা আমায় জিআইএফ করে পাঠাও। অগ্রিম ধন্যবাদ।' তিনিও হাসির স্মাইলি দে🥀ন।
প্রাক্তন তারকাদের মজার মধ্যেই নেটিজেনরাও হেসে খুন হয়ে যান। এক নেটিজেন বলেন, 'ক্যামেরন গ্রিন পরপর দুটি বাউন্ডারির পর কোহলির প্রতিক্রিয়াট𒈔া সেরা ছিল।' কেউ কেউ আবার বলতে থাকেন, ‘এটার অর্থই কি গো গ্রিন? কোহলির চোখও সবুজ হয়ে গিয়েছে।’ তারইমধ্যে আবার নেটিজেনদের একাংশ প্রশ্ন করতে থাকেন, গ্রিন কিনা অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে নেই?
আরও পড়ুন: I൲ND vs AUS T20I: জঘন্য ডেথ বোলিং থেকে বাজে ফিল্ডিং - কোন কোন কারণে অস্ট্রেল꧙িয়ার কাছে হারল ভারত?
ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম টি-টোয়েন্টি ম্যাচ
মঙ্গলবার মোহালিতে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। হার্দিক পান্ডিয়ার ৩০ বলে অপরাজিত ৭১ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ২০৮ রান তোলে ভারত। কেএল রাহুল ৩৫ ব꧋লে ৫৫ রান করেন। ২৫ বলে ৪৬ রান করেন সূর্যকুমার যাদব। সেই রান তাড়া করতে চার বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায় অস্ট্রেলিয়া। ৩০ 🎃বলে ৬১ রান করেন গ্রিন। ২১ বলে অপরাজিত ২১ রান করেন ম্যাথু ওয়েড। ছয় উইকেটে জয় আসে অ্যারন ফিঞ্চদের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।