শুভব্রত মুখার্জি: মাথায় রয়েছে একাধিক নির্যাতনের অভিযোগ। আর সেইসব অভিযোগকে মাথাতে নিয়েই ফের একবার রিহ্যাবে যেতে হল প্রাক্তন অস্ট্রেলিয়ান ওপেনার মাইকেল স্ল্যাটারকে। প্রাক👍্তন অজি ক্রিকেটার এই মুহূর্তে ধারাভাষ্যকার হিসেবে কাজ করছিলেন। সেই অবস্থাতেই তার বিরুদ্ধে ওঠে নির্যাতনের একাধিক অভিযোগ। রয়েছে গার্হস্থ্য হিংসার অভিযোগও। উল্লেখ্য এর আগেও একবার রিহ্যাবে গিয়েছিলেন মাইকেল স্ল্যাটার। এবার ফের একবার তাকে যেতে হল রিহ্যাবে।
৫২ বছর বয়সি স্ল্যাটারের বিরুদ্ধে 🐼অভিযোগ একাধিক। সিডনির নর্দার্ন বিচস হাসপাতালে একজন ৩৬ বছর বয়সি পুরুষের বিরুদ্ধে জুলাই মাসের ১৮ তারিখ শারীরিক নিগ্রহের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আরও অভিযোগ নিকোলাস ওনিল ন﷽ামক এক মহিলাকে অযথা ফলো করা, তাকে ভয় দেখানোর চেষ্টা করার।
কোর্টের বেশ কিছু নথি তুলে ধরে 'দ্য এজ' এবং' সিডনি মর্নিং হেরাল্ড 'লিখেছে' অভিযুক্ত, অভিযোগকারিণীকে ভয় দেখানোর চেষ্টা করেছে। তার উদ্দেশ্য ছিল অভিযোগকারিণীর মধ্যে শারীরিক এবং মানসিক ক্ষতির ভয় তৈরি করা। 'উল্লেখ্য এর আগেই স্ল্যাটার নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। বুধবার ম্যানলি কোর্টে হাজিরা দেওয়ার কথা থাকলেও তিনি হাজির হননি। তার আইনজীবী কোর্টকে জানিয়েছেন স্ল্যাটার রিহ্যাবে রয়েছেন। ফলে শুনানি এক সপ💛্তাহ পেছনো হয়েছে। প্রসঙ্গত অস্ট্রেলিয়ার হয়ে ৭৪টি টেস্ট এবং ৪২টি ওয়ানডেতে খেলেছেন মাইকেল স্ল্যাটার। এই সেপ্টেম্বর মাসে জামিনের শর্ত ভঙ্গ করে গ্রেফতার হয়েছিলেন স্ল্যাটার। তারপরেই তার মানসিক স্বাস্থ্যের চিকিৎসার জন্য পাঠায় কোর্ট। তার প্রাক্তন স্ত্রী ও তার বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ আদালতে করেছেন। ২০২১ সালে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ন🌌া পারার জন্য অজি সরকারের কঠোর সমালোচনা করার পরেই চ্যানেল সেভেন কর্তৃপক্ষ তাকে বরখাস্ত করেছিল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।