রোহিত শর্মা, বিরাট কোহলি সহ এই ১৪ জন ভারতীয় খেলোয়াড় ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ায় উড়ে♔ গেলেন। বিসিসিআই দ্বারা শেয়ার করা দলের একটি বিশেষ ছবি। ১৬ ওঅক্টোবর থেকে বাজবে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ-এর দামামা। প্রতিটি দল নিজেদের প্রস্তুতি জোরদার করে অস্ট্রেলিয়া পৌঁছে যাচ্ছে। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দলও বৃহস্পতিবার ভোরে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য যাত্রা করেছিল। বিসিসিআই টুইটারে টিম ইন্ডিয়ার সেই ছবি শেয়ার করা হয়েছে।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রকাশিত এই ছবিতে,অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলি সহ দলের ১৪ জন খেলোয়াড়কে বাম দিকে দেখা যাচ্ছে। অন্যদিকে কোচ রাহুল দ্রাবিড় এবং দলের অন্যান্য সাপোর্ট স্টাফরা ডানদিকে দাঁড়িয়ে রয়েছেন। এই ছবিতে ꦺসকলইকে ব্লেজার পরে দেখা যাচ্ছে।
আরও পড়ুন… পছন্দের তিনে নয়, T20 ব💧িশ্বকাপে চার নম্বরে ব্যাট ক😼রবেন শাকিব, ইঙ্গিত বাংলাদেশের
জসপ্রীত বুমরাহ যিনি এই দলের ১৫তম সদস্য ছিলেন, তিনিকিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে যাওয়ার এই দলের ছবিতে নেই। সেই কারণেই ১৫ জনের বদলে ১৪ জনেরই ছবি দেখা যাচ্ছে। এই সফরের আগে ভারতের এই তারকা বোলার জসপ্রীত বুমরাহর🐠 পিঠের চোট লাগে এবং সেই কারণে দলের বাইরে চলে যান তিনি। বিসিসিআই এখনও বুমরাহের বদলির ঘোষণা করেনি। এই কারণেই ছবিতে ১৫ জনের পরিবর্তে ১৪ জন খেলোয়াড়কে দেখা যাচ্ছে। বিসিসিআই শ্রেয়স আইয়ার এবং মহম্মদ শামি ছাড়াও দীপক চাহারকে স্ট্যান্ডবাইতে রেখেছে।
আরও পড়ুন… AUS vs WI 1st T20I: ফিঞ্চের ঠুকঠুকে ইনিংসে ঘরের মাঠে কষ্ট করে জয় অস্ট্রে♏লিয়ার
ভারতের ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড- রোহিত শর্মা (অ🌊ধিনায়ক),কেএল রাহুল (সহ-অধিনায়ক),বিরাট কোহলি,সূর্যকুমার যাদব,ঋষভ পন্ত,হার্দিক পান্ডিয়া,দীনেশ কার্তিক,হার্ষাল প্যাটেল,ভুবনেশ্ꦍবর কুমার,আর অশ্বিন,যুজবেন্দ্র চাহাল,আর্শদীপ সিং,অক্ষর প্যাটেল,দীপক হুডা।
ভারতীয় দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩টি ম্যাচের ওয়ানডে সিরিজও খেলতে হবে। এই সিরিজে দলে আছেন শ্๊রেয়স আইয়ার ও দীপক চাহার। একই সময়ে,করোনা ভাইরাসে ধরা পড়া মহম্মদ শামি এনসিএ-তে ফিটনেস পরীক্ষ⛄ায় উত্তীর্ণ হলেই অস্ট্রেলিয়া চলে যাবেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন ওডিআই সিরিজে রোহিত শর্মার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম ওডিআই খেলা হবে লখ𒆙নউতে ৬ অক্টোবর। এর পরে, বাকি দুটি ম্যাচ যথাক্রমে রাঁচি এবং দিল্লিতে ৯ এবং ১১🦄 অক্টোবর অনুষ্ঠিত হবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।