শুভব্রত মুখার্জি: মুম্বইয়ের ওয়াংখেড়েতে সদ্য শেষ হয়েছে ভারত বনাম নিউজিল্যান্♛ড টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে ৩৭২ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে ভারত। তবে এই ম্যাচে সব থেকে বিরল ঘটনা ঘটে, যখন একজন ক্রিকেটার প্রথম একাদশে না থেকেও ম্যাচের সেরা সেভ করার পুরস্কার পান। কিউয়ি ক্রিকেটার মিচেল স্যান্টনার এই ম্যাচে প্রথম একাদশে ছিলেন না। তা সত্ত্বেও ম্যাচের সেরা সꦜেভের জন্য ১ লাখ টাকার পুরস্কার পান তিনি।
মুম্বই টেস্টে ভারতের প্রথম ইনিংস চলাকালীন অসাধারণ একটি সেভ করে ওভার বাউন্ডারি বাঁচিয়ে দেন কিউয়ি অলরাউন্ডার মিচেল স্যান্টনার। ভারতের প্রথম ইনিংসে𒊎 ৪৬তম ওভারে ঘটে ঘটনাটি। ওভারের প্রথম বলেই উইলিয়ামജ সামারভিলে একটি ফ্লাইটেড বল করেন। শ্রেয়স আইয়ার সেই বলটিকেই ওভার বাউন্ডারি মারার উদ্দেশ্যে বড় শট হাঁকান। সেই শটকেই অবিশ্বাস্য দক্ষতা এবং ক্ষিপ্রতার সাথে বাঁচিয়ে দেন ২৯ বছর বয়সী স্যান্টনার।
বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে অনেকটা ঝাঁপ মেরে স্যান্টনার ক্যাচটি নেন। তবে যখন বুঝতেജ পারেন, দেহের ভারসাম্য রাখতে না পেরে তিনি বাউন্ডারি লাইনেই পড়ে যাবেন, সে ক্ষেত্রে ছয় হয়ে যাবে, তখন তিনি বলটিকে মাঠের ভিতরে ছুড়ে দেন। এই অসাধারণ ফিল্ডিংয়ের জন্য স্যান্টনারকে ' বেস্ট সেভ অফ দি ম্যাচ'-এর পুরস্কারমূল্য স্বরুপ ১ লাখ টাকা প্রদান করা হয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।