বিগ ব্যাশে সিডনি থান্ডার্সের হয়ে খেলার সময়ই তরুণ ফাস্ট বোলার মহম্মদ হাসনাইনের বোলিং অ্যাকশন সন্দেহের আওতায় আসে। অবশেষে জল্পনাই সত্যি হল। গত মাসে দেওয়া পরীক্ষায় তাঁর বোলিং অ্যাকশন অবৈধ বলে নির্ধারিত হয়। এর জেরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তো বটেই, চলতি পিএসএলেও আর খেলত♒ে পার🅘বেন না হাসনাইন।
বিবিএলে তাঁর বোলিং অ্যাকশন সন্দেহের তালিকায় আসার পর সেখানেই পরীক্ষা দিতে পারতেন হাসনাইন। তবে তাঁর পূর্ব পরিকল্পনা মতো দেশে ফেরার তাড়া ছিল। সেই কারণে লাহোরে আইসিসির নির্ধারিত গাইডলাইন অনুযায়ী হাসনাইনের বোলিং অ্যাকশান পরীক্ষা করা হয়। পরীক্ষায় দেখা যায়, হাসনাইনের কনুই মনꦉ্থর গতি বল থেকে গুড লেংথ বোলিং, প্রায় সবক্ষেত্রেই নির্ধারিত ১৫ ডিগ্রির সীম💟া লঙ্ঘন করছে। ফলে তাঁকে নির্বাসিত করা ছাড়া আর কোনো উপায় ছিল না
এই ঘটনাকে কেন্দ্র করে পিসিবি এক বিবৃতিতে জানায়, ‘পিসিবির তরফে হাসনাইনের রিপোর্ট বোলিং বিশেষজ্ঞদের সঙ্গে ♛ভাগ করে নিয়েছে এবং আমরা আশাবাদী যে এই সমস্যার সমাধান সম্ভব। পিসিবির তরফে হাসানাইনের জন্য একজন বোলিং পরামর্শদাতা নিয়োগ করা হবে, যে হাসনাইনের সঙ্গে কাজ করে ওর অ্যাকশন শুধরে দেওয়ার চেষ্টা করবে, যাতে ও পরীক্ষায় পাস করতে পারে। ওর এবং পাকিস্তানের ভবিষ্যতের কথা মাথায় রেখে পিএসএল টেকনিকাল কমিটির পরামর্শে ও পিএসএলে অংশগ্রহণ করতে পারবে না। এই সময়টুকু বোলিং পরামর্শদাতার সঙ্গে মিলে দ্রুত আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার লক্ষ্যে ও কাজ চালিয়ে যাবে।’
২১ বছর বয়সী হাসনাইন ইতিমধ্যেই পাকিস্তানের হয়ে আটটি ওয়ান ডে এবং ১৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে মোট ২৯টি উইকেট নিয়েছেন। টি-টোয়েন্টিতে পাকিস্তানের হয়ে হ্যাটট্রিক নেওয়ার কৃতিত্বও রয়েছে তাঁর দখলে। হাসনাইনের আগেও সুনীল নারিনের মতো বহু ক্রিকেটার বোলিং অ্যাকশান বদলে শীর্ষস্তরে কামব্যাক করেছ𝕴েন। সুতরাং, হাসনাইনেরও এমনটা ﷽না করার কিছু নেই। তবে যতদিন পর্যন্ত এমনটা হচ্ছে না, ততদিন তিনি আন্তর্জাতিক ক্রিকেটে বল করতে পারবেন না। একবার তাঁর অ্যাকশান ছাড়পত্র পেয়ে গেলেও অবশ্য পুনরায় বোলিং শুরু করতে পারবেন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।