৬ জুন থেকে শুরু হতে চলা রঞ্জি ট্রফির নক আউটের জন্য সোমবার ২১ সদস্যের একটি দল ঘোষণা করেছে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ)। যে দল বাদ পড়েছেন চেন্নাই সুপার কিংসের শিবম দুবে। নাম নেই অর্জুন তেন্ডুলকরেরও। বাদ পড়েছেন অজিঙ্কাไ রাহানে। দলের অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে পৃথ্বী শ'-কে।
কাঁধের চোটের কারণে দল থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার শিবম দুবে।⛄ এটি ২৬ বছর বয়সী অলরাউন্ডারের জন্য একটি বিশাল ধাক্কা। তিনি লাল বলের খেলার উন্নতি করতে আগ্রহী ছিলেন, অথচ চꩲোটেের কারণে তাঁকে ছিটকে যেতে হল।
এ বারের ইন্ডিয়ান প্রিম💜িয়ার লিগে বেশ ভালো ছন্দেই ছিলেন শিবম দুবে। চেন্নাই সুপার কিংসের তিনি ১১টি 📖ম্যাচে ২৮৯ রান সংগ্রহ করেন। একক সংস্করণে ২৮.৯০ গড়ে এটি তাঁর সর্বোচ্চ রান।
আর✱ও পড়ুন: শুধু অর্জুন ত𓆏েন্ডুলকরই নন, IPL 2022-এ এই দুই প্রতিভাবান তরুণকেও সুযোগ দেওয়া হয়নি
তবে, সলিল আঙ্কোলার নেতৃত🎐্বাধীন নির্বাচন প্যানেল চোটের কারণে শিবম দুবেকে দলে রাখতে পারেনি। দলে সুযোগ পাননি সচিন ⛦তেন্ডুলকরের ছেলে অর্জুন তেন্ডুলকরও। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে একটিও ম্যাচ খেলেননি অর্জুন। তাঁকে রাখা হল না রঞ্জির নক আউট পর্বের টিমেও।
প্রসঙ্গত এই বছর ফেব্রুয়ারিতে অর্জুন তেন্ডুলকর এবং ভারতের তারকা ব্যাটসম্যান অজিঙ্কা রাহানেকে মুম্বইয়ের রঞ্জি ট্রফি দলে রাখা হয🍰়𓆏েছিল। অর্জুনের এখনও প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়নি। এ দিকে চোটের কারণে বাদ পড়েছেন অভিজ্ঞ রাহানেও।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।