দুরন্ত ছন্দে রয়েছেন পৃথ্বী শ'। ২০২২ সৈয়দ মুস্তাক আলি ট্রফির প্রায় প্রতি ম্যাচেই পৃথ্বী শ'র ব্যাটে আগুনে জ্বলছে। বিধ্বংসী পারফরম্য𝔉ান্স করে যেন নির্বাচকদের চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছেন তিনি! আর কত দিন তাঁকে জাতীয় দলের বাইরে রাখবেন নির্বাচকেরা? সেই প্রশ্নই যেন ব্যাট হাতে ছুঁড়ে ꧙দিচ্ছেন পৃথ্বী।
শুক্রবার আবার মুম্বইয়ের তারকা ওপেনার অসমের বিরুদ্ধে চ♊লতি ম্যাচে ৪৬ বলে ঝড়ো শতরান করেন। ১৯ বলে তিনি করেছিলেন হাফ সেঞ্চুরি। এর পর ২১৯.৬৭ স্ট্রাইক রেটে ৬১ বলে ১৩৪ রানের সুনামী বইয়ে দেন পৃথ্বী শ'। তাঁর ইনিংসে রয়েছে ১৩টি চার এবং ৯টি লম্বা ছক্কা। সেই সঙ্গে তিনি গড়ে ফেলেছেন নয়া নজির। ভারতীয় ব্যাটার হিসেবে ২০২২ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান করেছেন পৃথ্বী শ'। পৃথ্বীর আগে সর্বোচ্চ রান করেছিলেন দেবদূত পাডিক্কাল। মঙ্গলবার কর্ণাটকের ওপেনার মহারাষ্ট্রের বিরুদ্ধে ৬২ বলে ১২৪ রান করেছিলেন। সেটাই ছিল এই বছরের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ। সেই 💯রেকর্ডই শুক্রবার ভেঙে দিলেন পৃথ্বী।
আরও পড়ুন: ৬১ ব💧লে ১৩৪🐟-Mushtaq Ali-তে ফের সুনামি পৃথ্বীর, চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন নির্বাচকদের
মুম্বইয়ের তারকা এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে এবং প্রতিটা ম্যাচে ১৫০-এর বেশি স্ট্রাইক রেটে রান করেছেন। মিজোরামের বিরুদ্ধে প্রথম ম্যাচে, তিনি ৩৪ বলে ৫৫ রানের অপরাজিত ইনিংস খেলেন, আর মধ্যপ্রদেশের বিরুদ্ধে তিনি ১২ বলে ২৯ রান করেন। 𓆏অসমের বিরুদ্ধে এই ম্যাচে খেলছেন না অজিঙ্কা রাহানে। যে কারণে নেতৃত্বের ভার রয়েছে পৃথ্বী শ'র কাঁধে। আর যোগ্য নেতার মতোই দাপট দেখিয়ে মুম্বইকে রানের পাহাড়🦩ে বসিয়ে দিলেন পৃথ্বী।
এ দিন সেঞ্চুরি করার পর তাঁর সেলিব্রেশনের ছবি 🦩সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আসলে, তাঁর এই সেলিব্রেশনের স্টাইলটি তারকা ব্যাটসম্যান বিরাট কোহলির মতোই ছিল। পৃথ্বী এ🐲 ভাবেই কি নির্বাচকদের কিছু ইঙ্গিত করতে চেয়েছেন? যা নিয়ে চলছে নানা জল্পনাও।
সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে📖 ধারাবাহিক ভাবে রান করছেন পৃথ্বী। কিন্তু তা সত্ত্বেও তিনি ভারতীয় দলে💞 জায়গা পাচ্ছেন না। সাম্প্রতিক সময়ে একটি সাক্ষাৎকারে তিনি নির্বাচকদের দ্বারা ক্রমাগত অবহেলার জন্য তাঁর হতাশাও প্রকাশ করেছিলেন।
আরও পড়ুন: যশ ধুলকে সঙ্গে নিয়ে নীতিশ রানার ♓তাণ্ডব, নাইট তারকার শ𒁃তরানে লড়াকু জয় দিল্লির
মিড-ডে-এর সঙ্গে কথা বলতে গিয়ে পৃথ্বী শ' বলেছিলেন, ‘আমি হতাশ হয়েছি। আমি রান করছি, অনেক চেষ্টা করছি, কিন্তু সুযোগ পাচ্ছি না। তবে যখন ওরা (জাতীয় নির্বাচক) অনুভব করবে যে, আমি প্রস্তুত, ওরা আমাকে দলে নেবে। আমি যে সুযোগই পাই না কেন, তা ভারত 'এ' বা অন্য দলের হয়েই হোক, আমি নিশ্চিত ভাবে নিজের সেরাটা দেওয়ার 🐎চেষ্টা করব এবং আমার ফিটনেস স্তর বজায় রাখব।’
একই সঙ্গে তিনি এ কথাও জানিয়েছেন যে, ২০﷽২২ সালের আই𓆏পিএলের পর তিনি ৭ থেকে ৮ কেজি ওজন কমিয়েছেন। এই সময়ে, তিনি তার খাদ্যাভ্যাসের দিকেও অনেক মনোযোগ দিয়েছেন।
এ দিন পৃথ্বী ঝড় তোলায় মুম্বইও প্রথমে ব্যাট করে নির্দিষ্ট ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৩০ রান করে। পৃথ্বী ছাড়াও যশস্বী জয়সওয়াল ৩০ বলে ৪২ করেছেন। এ ছাড়াও শেষ পাতে মিষ্টি দইয়ের মতো শিবম দুবের ৭ বলে অপরাজিত ১৭ রানও কিন্তু মুম্বইয়ের প্রাপ্তি। রান তা🐎ড়া করতে নেমে ১৬৯ রানেই অলআউট হয়ে যায় অসম। অসমের রাজ্জাকউদ্দিন আহমেদ সর্বোচ্চ ২৬ বলে ৩৯ রান করেছেন। এ ছাড়া রিয়ান পরাগ ২৮, রাহুল হাজারিকা ২৬, মুক্তার হোসেন ২৫রান করেছেন। তবে মুম্বই বোলারদের দাপটে ১৯.৩ ওভারে ১৬৯ রানে আল আউট হয়ে যায় অসম।
ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚমুম্বইয়ের তুষার দেশপাণ্ডে ৩ উইকেট নিয়েছেন। ২টি করে উইকেট নিয়েছেন আমন হাকিম খান, তনুশ কোটিয়ান এবং শামস মুলানি। প্রশান্ত সোলাঙ্কি ১টি উইকেট নিয়েছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।