ম্যাচের একেবারে শুরুতেই মিলেছিল ইঙ্গিত। অ্যাডাম মিলিনকে সামলানো যে সহজ হবে না, শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা বুঝে গিয়েছিলেন ম🦄্যাচের একꦏেবারে প্রথম ওভারেই।
দুনেদিনে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে টস জি﷽তে শ্রীলঙ্কাকে শুরুতে ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড। টিম সাউদি, লোকি ফার্গুসনরা আইপিএলের আঙিনায়। তাই বোলিংয়ে কিউয়িদের যাবতীয় ভরসা ছিলেন মিলিন। টিম ম্যানেজমেন্টকে হ🐠তাশ করেননি তিনি। দ্বিতীয় টি-২০ ম্যাচে কার্যত একার হাতেই শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপের কোমর ভেঙে দেন তিনি।
তবে তার আগে ম্যাচেꦏর একেবারে প্রথম ওভারেই শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিশঙ্কার ব্যাট ভেঙে দু'টুকরো করেন অ্যাডাম। ওভারের চতু্র্থ বলে নিশঙ্কা বাউন্ডারি মেরে খাতা খোলেন। পঞ্চম বল মাঝব্যাটে ডিফেন্স করেন পা𝕴থুম। বল লাগে ব্যাটের একেবারে উপরের দিকে। আগুনে ডেলিভারিটি ব্যাটে লাগা মাত্রই হ্যান্ডেলের নীচ থেকে ভেঙে যায় ব্যাট। দু'টুকরো হয়ে ঝুলতে থাকে নিশঙ্কার উইলো।
ব্যাট বদলে ঠিক পরের বলেই চার মারেন নিশঙ্কা। যদিও তাঁর আগ্রাসন বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৩.৪ ওভারে মিলিনের বলেই বেন লিস্টারের হাতে ধরা দিয়ে সাজঘরে ফেরেন নিশঙ্কা। আউট হওয়ার আগে ২টি বাউন্ডারির♔ সাহ🦹ায্যে ৯ বলে ৯ রান করেন তিনি।
নিশঙ্কাকে দিয়ে উইকে♏ট নেওয়া শুরু অ্যাডামের। তার পরে একে একে তিনি ফিরিয়ে দেন কুশল পেরেরা, চরিꦛত আসালঙ্কা, প্রমোদ মদুশান ও দিলশান মদুশঙ্কাকে। শেষ ৩টি উইকেট মিলিন একই ওভারে তুলে নেন। শেষমেশ তিনি ৪ ওভার বল করে ২৬ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন।
ম্যাচে শ্রীলঙ্কাকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরায় নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ১৯ ওভারে ১৪১ রানে অল-আউট হয়ে যায়। দলের হয়ে সব থে🍨কে বেশি ৩৭ রান করেন ধনঞ্জয়া ডি'সিলভা। কুশল পেরেরা করেন ৩৫ রান। আসালঙ্কা ২৪ রানের যোগদান রাখেন। ব্যক্তিগত ১০ রানে সাজঘরে ফেলেন কুশল মেন্ডিস। বাকিরা কেউই দুই অঙ্কের রান করতে পারেননি।
মিলিনের ৫ উইকেট ඣছাড়া নিউজিল্যান্ডের হয়ে ২টি উইকেট দখল করেন বেন লিস্টার। ১টি করে উইকেট নেন হেনরি শিপলি, রাচিন রবীন্দ্র ও জেমস নিশাম।
জবাবে ব্যাট করতে নেমে🧜 নিউজিল্যান্ড ১৪.৪ ওভারে ১ উইকেটের বিনিময়ে ১৪৬ রান তুলে ম্ꦺযাচ জিতে যায়। টিম সেফার্ত ৭৯ রান করে অপরাজিত থাকেন। ম্যাচের সেরা হয়েছেন অ্যাডাম।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।