অনেক প্রত্যাশা ছিল। কিন্তু তা পূরণ করতে পারলেন না বাংলাদেশের আবদুল্লাহ হেল বাকি। বরং রীতিমতো হতাশ করে পুরুষ বিভাগে ১০ মিটার এয়ার রাইফেলের যোগ্যতা-অর্জন পর্ব (কোয়ালিফি থেকেই ছিটকে গেলেন। শুধু তাই নয়, ৪৭ জন প্রতিযোগীর মধ্যে ৪১ নꩲম্বরে শেষ করেন কমনওয়েলথ গেমসে দু'বারের রুপোজয়ী শুটার।
(টোকিয়ো অলিম্পিক্স ২০২০-এর যাবতীয় খবর, আপডেটের জন্য চোখ রাখুন -- এখানে)
রবিবার আসাকা শুটিং রেঞ্জে প্রথম সিরিজ থেকেই তেমন ছন্দে ছিলেন না আবদুল্লাহ। প্রথম সিরিজে তাঁর ঝুলিতে আসে ১০২.৮ পয়েন্ট। যেখানে সর্বোচ্চ ১০৫.৭ পয়েন্ট পান চিনা শুটার হারাওন ইয়াং। অনেকেই ১০৫ এবং ১০৪ পয়েন্টের উপরে পান। ফলে প্রথম সিরিজেই অনেকটা পিছিয়ে পড়েন আবদুল্লাহ। সেই ঘাটতি পূরণের জন্য দুর্দান্ত খেলতে হত। পরের দফায় প্রথম সিরিজের থেকে ভালো খেললেও সেই দুর্দান্ত স্তরে নিজেকে তুলে নিয়ে যেতে পারেননি। সবমিলিয়ে ছ'টি সিরিজের শেষে তাঁর পয়েন্ট দাঁড়ায় ৬১৯.৮। যা কিনা ফা🐻ইনালের জন্য শেষ যোগ্যতা অর্জনকারী শুটার লিয়াও শেঙের থেকে ৯.৪ পয়েন্ট কম। শেষপর্যন্ত ৪১ তম স্🔥থানে শেষ করেন আবদুল্লাহ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।