ভারতকে প্যারিস অলিম্পিক্সে প্রথম পদক এনে দিয়েছেন হরিয়ানার মেয়ে মনু ভাকের। মাত্র ২২ বছর বয়সেই দেশকে গর্বিত করেছেন তিনি। ছোট্ট মেয়ের অনবদ্য পারফরমেন্সে ভর দিয়েই পদক জয়ের অভিযান শুরু করে ভারত। দলের অন্যান্য প্রতিযোগীরা যেখানে মোটেই তেমন নজর কাড়তে পারেননি , বরং হতাশ করেছেনই বলা যায়। সেখানে প্যারিসে ভারতের বিজয়ধ্বজা উড়িয়েছে এই কন্যা। টার্গেট অলিম্পিক্স পোডিয়াম স্কিমের দ্বারা ব্যাপকভাবে সাহায্য পেয়েছেন প্রতিযোগীরা। ভারত গতবার নিজেদ♏ের সেরা সাফল্য পেয়েছিল এসেছিল ৭টা পদক। শ্যুটিংয় থেকে আসেনি কোনও পদক সেবার, কিন্তু ১২ বছরের খরা কাটিয়ে মনু ভাকেরের হাত ধরেই এই খেলায় পদক পেয়েছে ভারত। এবার জানা গেল, ঠিক কত টাকা মনু ভাকেরের খেলার উন্নতির জন্য খরচা করেছে কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুন-এত পাত্তাꦉ দেওয়ার কি আছে! নাম না করে দিল্লির গম্ভীরকে কটাক্ষ মুম্বই প্রাক্তনীর
গত কয়েক বছর ধরেই চলছে কেন্দ্রীয় সরকারের টার্গেট অলিম্পিক্স পোডিয়াম স্কিম। শুধু অলিম্পিয়ানরাই নয়, আরও🀅 অনেক প্রতিযোগি নিজেদের পারফরমেন্সের উন্নতির জন্য আর্থিক সাহায্য নিয়ে থাকেন কেন্দ্রের থেকে। বিদেশে অনুশীলন থেকে অত্যাধুনিক সরঞ্জাম কেনা, সবেতেই সাহায্য করে থাকে কেন্দ্র, এই প্রকল্পের মাধ্যমে। ভারতের প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক পাওয়া মনু ভাকেরের প্রস্তুতির জন্য প্রায় ২ কোটি টাকা খরচ বহন করা হয়েছে, জানা💝লেন কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণমন্ত্রী মনসুখ মাণ্ডব্য।
আরও পড়ুন-অলিম্পিক্সে ঘুরে দাঁড়াল আর্জেন্তিনা! ইরাককে হারাল ৩-১ গোলে! জিতল স্পেন,জাপান,ফ্র♋ান্সও…
নরেন্দ্র মোদীর তৃতীয়বারের সরকারের ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, ‘ ভারতকে ব্রোঞ্জ পদক এনে দিয়ে গর্বিক করেছে মনু ভাকের। কথা বলার সময় ও বলেছে যে খেলো ইন্ডিয়া গেমসের অঙ্গ ছিলেন তিনি। এই খেলো ইন্ডিয়া শুরু করেছিলেন প্রধানমন্ত্রী। উদ্দেশ্য ছিল দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিভাবানদের তুলে এনে তাঁদের প্রশিক্ষণ দেওয়া, উৎসাহিত করা এবং খেলার সুযোগ করে দেওয়া। টার্গেট অলিম্পিক্স পোডিয়াম স্কিমের দ্বারা ভালো কোচের তত্ত্বাবোধানে তাঁরা ক൩োচিং পেয়েছেন। যাতে কোনওরকম আর্থিক সমস্যা না হয় সেটা নজরে রাখা হয়েছিল। প্রায় ২ কোটি টাকা মনু ভাকেরের প্রস্তুতির জন্য খরচ করা হয়েছে। জার্মানি এবং সুইৎজারল্যান্ডে অনুশীলনের জন্য পাঠানো হয়েছিল ওকে। যেমন কোচ ও চেয়েছিল, তেমনই দিয়েছি আমরা। সব অ্যাথলিটের জন্যই আন্তর্জাতিক প্রতিযোগিতায় আমরা সাহায্য করি এই প্রকল্পরে মাধ্যমে, ফলে আশা করা যায় প্যারিসে অন্যান্য ক্রীড়াবিদরাও ভালোই পারফরমেন্স করবে🌞 ’।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।