শনিবার (৭ অগস্ট) অলিম্পক্সের মঞ্চে ভারতের ১৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে সোনা জিতেছেন নীরজ চোপড়া। স্বাধীন ভারতে প্রথম অ্যাথলিট হিসাবে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে পদক জিতেছেন বছর ২৩-র জ্যাভলিন থ্রোয়ার। গোটা দেশের মতো ভারতীয় ক্রিকেটাররাও নীরজেরꦦ সাফল্যে আবেগে ভাসছেন।
নিজের প🧸্রথম দুটি থ্রোয়েই ৮৭.০৩ মিটার ও ৮৭.৫৮ মিটার ছুঁড়ে বাকিদের থেকে অনেকটা আগেই ছিলেন নীরজ। পরবর্তী প্রয়াশ গুলিতে এর থেকে বেশি দূর ছুঁড়তে না পারলেও সোনা জেতার জন্য এটাই যথেষ্ট ছিল। তবে গোটা দেশ যখন নীরজের পদক জয়ের আশা নিয়ে টেলিভিশনের পর্দায় তাকিয়ে তখন ইংল্যান্ডের মাঠে টেস্ট খেলতে ব্যস্ত ভারতীয় ক্রিকেট দল। নীরজের জয়ের বেশ কিছুক্ষণ পর মধ্যাহ্নভোজে যাওয়ার পরেই ভারতীয় ক্রিকেটাররা সেই বিষয়ে জানতে পারেন।
ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে উচ্ছ্বসিত বুমরাহ বলেন, ‘মধ্যাহ্নভোজের সময় আমরা নীরজের সোনা জয়ের বিষয়ে জানতে পারি। ওকে অনেক অভিনন্দন। অলিম্পিক্সে দেশের হয়ে অংশগ্রহণ করাই বিশাল বড় ব্যাপার। ভারতের হয়ে ট্র্যাক অ্যান্ড ফিཧল্ডে প্রথম সোনা জয় নিঃসন্দেহে এক বড় কৃতিত্ব। আমরা সকলেই ওর জন্য ভীষণ খুশি।’
টোকিওয় যখন নীরজ সোনা জিতে নীরজ দেশের মুখ উজ্বল করছিলেন, তখন ট্রেন্ট ব্রিজে বুমরাহ খোদ দেশের জয়ের রাস্তা নির্মাণ করার কাজে লেগেছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে চার উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও বল হাতে আগুন ঝড়িয়েছেন বুমরাহ, তুলে নিয়েছেন পাঁচটি উইকেট। প্রথম টেস্টে বুমরাহের বোলিংয়ের সুবাদে জয়ের মুখে দাঁড়িয়ে ভারত। পঞ্🍷চম দিনে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত টানা চতুর্থ টেস্ট ম্যাচ জিততে পারবে কিনা, এখন এটাই সবচেয়ে বড় প🦹্রশ্ন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।