শুভব্রত মুখার্জি: শ্রীজেশরা বৃহস্পতিবার পেরেছেন। ২০১৬ সালের রিও গেমসে ব্রোঞ্জ জয়ী জার্মানিকে হারিয়ে ৪১ বছর বাদে ভারতীয় পুরুষ হকি দল প্রথমবার গেমসে পদক জিতেছে। শ্রীজেশরা পদক নিশ্চিত করার পরেই এবার ফোকাস এসে পড়েছে রানি রামপালদের উপরে। ৩ বারের অলিম্পিক সোনাজয়ী অজিদের বিরুদ্ধে টোকিও গেমসে কোয়ার্টার ফাইনাল ম্যাচ জেতার পরে সেমিফাইনা🎶লে আর্জেন্টিনার বিরুদ্ধে এগিয়ে গিয়ে ও ২-১ গোলে ম্যাচ হারার ফলে সবিতাদের ব্রোঞ্জ পদক পাওয়ার জন্য লড়তে হবে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে।
হকি ছাড়া ও কুস্তিতে শুক্রবার নামছেন বজরং পুনিয়া। যার উপর ভারতের আশা ভরসꦦা অনেক বেশি। অনেকের আশা তিনি ভারতের হয়ে শুধু পদক আনবেন ন♋া নিয়ে ফিরবেন সোনার পদক। আসুন একনজরে দেখে নেওয়া যাক টোকিও গেমসে ভারতের শুক্রবারের সূচি :-
∆ গল্ফ (মহিলা ) :-
রাউন্ড ৩,সকাল ৫:২৯ ,দীক্ষা ডাগর
রাউন্ড ৩,সকাল ৫:৪৮,অদিতি অশোক
∆ হকি (মহিলা):-
সকাল ৭টা ব্☂রোঞ্ꦇজ মেডেল ম্যাচ,ভারত বনাম গ্রেট ব্রিটেন।
∆ অ্যাথলেটিক্স :-
মহিলা ২০ 🍒কিমি ফাইনাল,ভাবনা জাট, প্রিয়াঙ্ক🌞া গোস্বামী, দুপুর ১টা
পুরুষ ৫০ কিমি ফাইনাল,সকাল ২টো, গুরপ্রীত সিং
পুরুষ ৪*৪০০ মিটার রিলে প্রথম রাউন্ড, 𝓡হিট ২,বিকাল ৫:০৭
∆ কুস্তি :-
পুরুষ ৬৫ কেজি ফ্রিস্টাইল, রাউন্ড অফ ১৬, বজরং পুনিয়া বনাম এরনাজার একমাতালিয়েভ। জিত🅷লে শুক্রবারেই কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল।
মহিলা ফ্রিস্টাইল ৫০ কেজি, রাউ𓆉ন্ড অফ ১৬,সীমা বিসলা বনাম সার্রা হামদি। জিতলে এ দিনই কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।