বিশ্বের এক নম্বর বক্সারের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল বাউ꧒টে নামার জন্য মেডিক্যাল ඣটিমের কাছ থেকে সবুজ সংকেত পেলেন সতীশ কুমার। যার অর্থ সাতটি সেলাই নিয়েও অলিম্পিক্স পদকের খোঁজে টোকিওর রিংয়ে নামবেন ভারতের সুপার হেভিওয়েট (৯১+ কেজি) বক্সার।
এই প্রথমবার ভারতের কোনও সুপার হেভিওয়েট বক্সার অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করেছেন। বলাবাহুল্য অলিম্পিক্সে আব🌟ির্ভাবেই ভারতকে পদক জয়ের স্বপ্ন দেখাচ্ছেন সতীশ। তিনি প্রি-কোয়ার্টার ফাইনাল বাউটে পরাজিত করেন জামাইকার রিকার্ডো ব্রাউনকে।
(টোকিও অলিম্পিক্স ২০২০-র যাবতীয় খবর, 𒁃আপডেটের জন্য চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।