শুভব্রত মুখার্জি: ২০২০ সালের টোকিও অলিম্পিক্সেও শুটিং বিশ্বকাপ থেকে যোগ্যতা অর্জনের সুযোগ ছিল। কিন্তু ২০২৪ সালের প্যারি𓆉স অলিম্পিক্স থেকেই সম্ভবত তা বদলে যেতে চলেছে। আন্তর্জাতিক শুটিং ফেডারেশন অনেকদিন ধরেই গেমসের যোগ্যতা অর্জনের ক্ষেত্রে নিয়ম বদলানোর বিষয়ে ভাবনা চিন্তা করছে। এখন পর্যন্ত তাদের যা ভাবনা চিন্তা তাতে করে মহাদেশীয় চ্যাম্পিয়ানশিপ এবং বিশ্ব চ্যাম্পিয়ানশিপ থেকেই এ ꧒বার গেমসের যোগ্যতামান অর্জন করা যাবে।
ন্যাশনাল রাইফেল অ্যাসোসিဣয়েশান অফ ইন্ডিয়া ( এনআরএআই) এর তরফ থেকে অফিসিয়ালি বিষয়টি এখনও নিশ্চিত না করা হলেও সূত্র মারফত যা খবর তাতে এই পরিবর্তন হতেই পারে। আন্তর্জাতিক শুটিং ফেডারেশনের তরফে এই বিষয়ক কাগজপত্র ও ইতিমধ্যেই রাইফেল অ্যাসোসিয়েশানের কাছে এসে পৌঁচেছে।
এই কাগজে যদি রাইফেল অ্যাসোসিয়েশান সই করে সম্মতি দেয় তাহলে শুটিং বিশ্বকাপ থেকে গেমসে যাওয়ার আর কোন কোটা স্থান থাকবে না। ভারতীয় রাইফেল অ্যাসোসিয়েশানের একটি অংশের ধারণা, টোকিও গেমসের আগে ভারতীয় শুটাররা একাধিক শুটিং বিশ্বকাপে অংশ নেওয়ার ফলে বিপক্ষের কাছে তাদের শক্তি, দুর্বলতা অনেকটাই উন্মুক্ত ﷽করে দিয়েছিল, যার ফলে গেমসে সে ভাবে সাফল্য আসেনি। যোগ্যতা অর্জনের পদ্ধতিতেও পরিবর্তন আনার কথা ভাবা হচ্ছে। এমকিউএস অর্থাৎ মিনিমাম কোয়ালিফিকেশন স্কোরের বদলে এমওকিউএস অর্থাৎ মিনিমাম অলিম্পিক কোয়ালিফিকেশন স্কোরকে সামনে আনার বিষয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে। সেক্ষেত্রে আন্তর্জাতিক শুটিং ফেডারেশন যে স্কোর ঠিক করে দেবে সেই স্কোরে পৌঁছালেই গেমসে খেলার যোগ্যতা অর্জন করবেন শুটাররা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।