টোকিওয় ট্র্যাক অ্যান্ড ফিল্ডের শেষ ইভেন্ট ম্যারাথনে সোনা জিতে ইতিহাসের পাতায় চিরতরে নিজের❀ নাম লিখিয়ে নিলেন এলিড কিপচোগে। ৩৬ বছর বয়সী কেনিয়ান রানার ২ ঘন্টা ৮ মিনিট ৩৮ সেকেন্ডে নিজের দৌড় শেষ করে নিজের অলিম্পিক্স গোল্ড মেডেল ডিফেন্ড করতে সক্ষম হন।
বিশ্ব🥂রেকর্ড🦩ধারী (২ঘন্টা ১ মিনিট ৩৯ সেকেন্ডে ম্যারাথন শেষ করেন) ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে প্রথম থেকেই ফেভারিট হিসাবেই ম্যারাথনে নেমেছিলেন কিপচোগে। বাকি প্রতিযোগীদের থেকে প্রায় ৮০ সেকেন্ড আগে দৌড় শেষ করে সেই ট্যাগকে যথার্থ প্রমাণ করলেন ৩৬ বছর বয়সী রানার।
টোকিওর গরম এড়াতে সেখান থেকে ৫০০ মাইল (৮৩০ কি.মি) দূরে সাপ্পোরেতে ম্যারাথন স্থানান্তরিত করা হলেও তাপমাত্রায় খুব বেশি পার্থক্য ছিল। ২৫ ডিগ্রি তাপমাত্রায় ম্যারথান শুরু হলেও তা শেষ হতে হতে ২৯ ডিগ্রিতে পৌঁছায়, সঙ্গে দোসর হয় বৃষ্টি। মহিলাদের দৌড় আগেরদিন গরম এড়াতে ঘন্টাখানেক এগিয়ে দেওয়া হলেও পুরুষদের ম্যারাথনের সময় বদল করা ⭕হয়নি। তার প্রভাবও হাত🌌নাতে মেলে। ১০৬ দৌড় শুরু করলেও ২৪ জনেরও অধিক রানার ম্যারাথন শেষ করতে পারেননি।
(টোকিও অলিম🔜্পিক্স ২০২০-ꦏর যাবতীয় খবর, আপডেটের জন্য চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।