৯ জুলাই টোকিও অলিম্রিক্সের শেফ দ্য মিশনের বৈঠক ছিল। আর সেই বৈঠকে যোগ দিতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হল বিভিন্ন দেশের সম্মানীয় সদস্যদের। যা নিয়ে ক্ষোভে ফুটছেন প্রতিটা দেশই। ইন্ডিয়া♐ন অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নরিন্দর বাত্রা বিষয়টি জানিয়েছেন।
শুক্রবার বিভিন্ন দেশের থেকে সম্মানীয় সদস্যরাই শেফ দ্য মিশনের বৈঠকে যোগ দিতে জাপান গিয়েছিলেন। তারা জাপানের নারিতা বিমানবন্দরে নামার পর থেকেই বিভিন্ন সমস্যার জেরবার হতে শুরু করেন। ইমিগ্র🐷েশনের জন্যই চার ঘণ্টা লেগে যায়। অভিযোগ সেই সময়, খাবার, জল এই সবের কিছুই ব্যবস্থা ছিল না। অলিম্পিক্স আয়োজকদের তরফে কোনও স্বেচ্ছা সেবকও সেখানে উপস্থিত ছিল না। জার্মানির তরফেও এই বিষয়টি নিয়ে তীব্র প্রতিবাদ জানা🍸নো হয়েছে।
নারিন্দর বাত্রা অলিম্পিক্সের আয়োজকদের সঙ্গে যোগাযোগ করেন। এবং পুরো ঘটনাটি জা꧑নান তিনি। আইওএ প্রেসিডেন্ট বলেছেন, ‘আমি আয়েোজকদের সঙ্গে যোগাযোগ করেছি। ওদের তরফে আমা𒈔কে জানানো হয়েছে, সরকারের সঙ্গে এই নিয়ে ওরা কথা বলেছে। এই ঘটনা দ্বিতীয় বার ঘটবে না।’
করোনার জেরে এক বছর অলিম্পিক্স পিছিয়ে গিয়েছে। এই বছর ২৩ জুলাই থেকে অলিম্পিক্স শুরু হওয়ার কথা। করে▨ানার কারণেই ফাঁকা স্টেডিয়ামে এ বার গেমস🉐ের আয়োজন হবে। অলিম্পিক্স চলবে ৮ অগস্ট পর্যন্ত।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।