টোকিও অলিম্পিক্সে ভারতের পদক জয়ের অন্যতম সম্ভাবনা ছিলেন মনু ভাকের। ব্যাক্তিগত ও মিক্সড টিম ইꦡভেন্ট, দুই বিভাগেই টিন-এজার মনু ছিলেন ফেবারিট। যদিও ব্যক্তিগত ইভেন্টে দেশবাসীর প্রত্যাশা পূরণ করতে পারেননি মনু। দুর্ভাগ্যের শিকার হয়ে কোয়ালিফিকেশন রাউন্ড থেকেই ছিটকে যান ১৯ বছর বয়সী ভারতীয় শুটার।
শুরুটা দারুণ করলেও ইভেন্টের মাঝে বিগড়ে যায় মনুর পিস্তল। টেস্ট টেন্টে গিᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ�🌱�ᩚᩚᩚয়ে পিস্তল সারাই করতে বেশ কিছুটা সময় নষ্ট হয় মনুর। যার প্রভাব পড়ে ইভেন্টে। অল্পের জন্য ফাইনালের টিকিট হাতছাড়া হয় তাঁর।
স্বাভাবিকভাবেই ইভেন্টের শেষে হতাশ দেখা🎐য় মনুকে। যদিও তাঁর হার না মানা মানসিকতা প্রশংসিত হচ্ছে ভারতীয় ক্রীড়ামহলে। মানসিকভাবে মনু ভাকের কতটা দৃঢ়, সেটা বোঝা যায় তাঁর কথাতেই। ইভেন্টের পর ফোনে মনু তাঁর বাবাকে বলেন, ‘বাবা, দেখি কতদিন ভাগ্য আমার থেকে মুখ ফিরিয়ে থাকে।’
হিন্দুস্তান টাইমস🌟 বাংলায় অলিম্পিক্সের যাবতীয়🐬 আপডেটে চোখ রাখতে ক্লিক করুন এখানে।
মনুর পিতা রামকিষাণ ভাকের টাইমস অফ ইন্ডিয়াকে বলেন, ‘নিয়তির সঙ্গে লড়াই করা যায়💧 না। হয়ত ওর ভাগ্য চায়নি এই মুহূর্তে ও অলিম্পিক পদক জিতুক। তবে ও (মনু) বলে, আমি জেদি। সামনে রাস্তা খোলা রয়েছে। ও বলে, বাবা, টেনশন নিও না। আমি লড়াই চালিয়ে যাব।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।