শুভব্রত মুখার্জি: অলিম্পিক্স গেমসের ইতিহাসে হকির যদি ভারতের সবথেকে সফলতম ক্রীড়া বিভাগ𒀰 হয়, তাহলে শ্যুটিং একেবারেই পিছিয়ে নেই। বলা ভাল এই বিভাগেই অভিনব বিন্দ্রার হাত ধরে ভারত অলিম্পিকের ব্যক্তিগত ইভেন্টে প্রথম সোনা জিতেছিল। আর টোকিওতে সেই শ্যুটিং রেঞ্জ অলিম্পিকের প্রথম দিনেই ভারতকে পদকের আশা দেখাচ্ছে। শুটার সৌরভ চৌধুরীর হাত ধরে এই স্বপ্ন দেখতে শুরু করেছে ভারত।
২৩ শে জুলাই অলিম্পিক গেমসের উদ্বোধন হয়ার ঠিক পরের দিন যেদিন থেকে ইভেন্ট শুরু হচ্ছে সেই ২৪ তারিখ ১০ মিটার এয়ার রাইফেলে নিজের ইভেন্টে নামবেন সৌরভ। গাড়িতে দিল্লি থেকে ২ঘন⭕্টা ৩০ মিনিটের দূরত্বে মিরাটের কালিনা গ্রামে থাকেন সৌরভ চৌধুরী। সেখানে তার সাফল্যে অনুপ্রাণিত হয়ে একাধিক তরুন শ্যুটিং নিয🐭়ে তাদের ক্যারিয়ার গড়ার এবং অলিম্পিকে ভারতকে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখেন।
মাত্র ১৯ বছর বয়সে সৌরভ চৌধুরী এখন তার পুরো গ্রামের কাছে অনুপ্রেরণা। একটা সময় ছিল যখন তার স্কুলে হাতেগোনা ছাত্ররা পড়াশোনা করওত। এখন রাইফেলে নিজেদের ক্ꦉযারিয়ার গড়ার স্বপ্ন নিয়ে একাধিক মানুষ এই স্কুলে ভর্তি হয়েছেন।
২০১৯ সাল থেকে এলিট লেভেল দুইয়ে নিজের শ্যুটিং ক্যারিয়ার শুরু করেছিলেন সৌরভ। এই মুহূর্তে বিশ্ব ক্রমতালিকায় তার ইভেন্টে দুই নম্বরে রয়েছেন সৌরভ। কালিনার শ্যুটিং স্কুলটি চালান অমিত শেরাও,যিনি সৌরভের ব্যক্তিগত কোচ । প্রথমদিকে শুটিং সরঞ্জামের অপ্রতুলতার জন্য 'ড্রাই শ্যুটিং'য়ের মাধ্যমে সৌরভকে অনুশীলন করতে হয়েছিল। হাতের কব্জিতে আধভাঙা ইট বেধে ঘন্টার পর ঘন্টা শুটিং অনুশীলন করতেন স♏ৌরভ । ২০১৮ সালে এশিয়ান গেমসে মাত্র ১৬ বছর বয়সে সোনা জিতে সৌরভ ভারতের ইতিহাসে সর্বকনিষ্ঠ সোনাজয়ীর নজির গড়েন। তারপর থেকেই তার ক্যারিয়ারের মোড় ঘুরে যায়। এখন মিলাটের ,কালিনা গ্রামের সেই তরুনের হাত ধরেই টোকিও অলিম্পিকের প্রথম 🐲দিনেই সোনা জয়ের স্বপ্ন দেখছেন কোটি কোটি ভারতীয় সমর্থক।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।