টোকিও অলিম্পিক্সে দেশের অন্যতম পদক সম্ভাবনা ছিলেন মনু ভাকের। মেয়েদের ১০ মিটা♛র এয়ার পিস্তল থেকে মেডেল জয়ের প্রবল দাবিদার ছিলেন ভারতীয় শুটার। যদিও শেষমেশ ভাগ্যের হাতে মার খেতে হয় মনুকে।
রবিবার আসাকা শুটিং রেঞ্জে মনু কোয়ালিফিকেশন রাউন্ডের শুরুটা দারুণ করেন। প্রথম সিরিজে তিনি ১০০-র মধ্যে ৯৮ পয়েন্ট সংগ্রহ করেন। তিনি ৪টি x মারেন প্রথম সিরিজে। তবে বিপত্তি 🔴দেখা দেয় দ্বি💯তীয় সিরিজে। ইভেন্ট চলাকালীন মনুর পিস্তল বিগড়ে যায়। পিস্তলের ইলেকট্রনিক ট্রিগারের সার্কিটে সমস্যা দেখা দেয়।
হিন্দুস্তান টাইমস বাংলায় অলিম্পিক্সে💛র যাবতীয়🃏 আপডেটে চোখ রাখতে ক্লিক করুন এখানে।
পিস্তলে টেকনিক্যাল সমস্যা দেখা দেওয়া🐎য় ১৯ বছর বয়সী শুটারকে কোচ ও একজন জুরি বোর্ডের সদস্যকে নিয়🔜ে টেস্ট টেন্টে যেতে হয়। সেখানে তাঁর পিস্তলের বদলে পরীক্ষিত অন্য একটি পিস্তল দেওয়া হয়। এর ফলে ৫ মিনিটেরও বেশি সময় নষ্ট হয় মনুর। তিনি রেঞ্জে ফিরে পুনরায় লড়াই শুরু করেন বটে, তবে হাতে সময় কমে যাওয়ার পাশাপাশি মনোসংযোগেও বিঘ্ন ঘটে। শুটিংয়ে মনোসংযোগের বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ, তা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন হয় না।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।